ট্রেন্ডিং

LPG Gas Price: 450 টাকার রান্নার গ্যাস! সরকারের সিদ্ধান্তে খুশি গরীব ও মধ্যবিত্ত

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Cylinder Price) নিয়ে দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের মনে সব সময় চিন্তা বজায় থাকে। আর আগামীকাল ১লা সেপ্টেম্বর অর্থাৎ নতুন মাস শুরু হচ্ছে আর এই মাসের শুরুর আগেই রান্নার গ্যাস (Liquefied Petroleum Gas) নিয়ে এক দারুণ খবর পাওয়া গেল। যার মাধ্যমে সকলের খরচ অনেকটাই কমে যাবে।

LPG Gas Price at Just Rupees 450 in Rajasthan

রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে সুখবর, এখন 450 টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) পাবেন। কবে থেকে পাবেন এই রান্নার গ্যাস চলুন জেনে নিন বিস্তারিত। ইতিমধ্যেই বাড়িতে ব্যবহারকারি রান্নার গ্যাসের দাম খুব একটা বৃদ্ধি পায়নি আর বিগত মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial LPG Gas) দাম বৃদ্ধি করা হয়েছিল। আর আগামীমাসে দাম বৃদ্ধির দিকে নজর সকলের, এবারে দেখার অপেক্ষা যে নতুন দাম কত হতে চলেছে।

১লা সেপ্টেম্বর রান্নার গ্যাসের দাম কমবে?

আর এই ৪৫০ টাকায় রান্নার গ্যাস (LPG Gas) দেশের সকল রাজ্যের মানুষরা পাবে না। এই সুখবর রাজস্থান সরকার (Government of Rajasthan) তাদের রাজ্যবাসীদের জন্যে নিয়ে এসেছে। রাজস্থান সরকার তাদের রাজ্যের যে সব মানুষ জাতিয় খাদ্য সুরক্ষা আইনের (National Food Security Act) অধীনে রয়েছে তারা 450 টাকায় রান্নার গ্যাস পেয়ে যাবেন।

কবে থেকে পাবেন 450 টাকায় গ্যাস সিলিন্ডার?

রাজস্থানের শুধুমাত্র যারা জাতিয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রয়েছেন তারাই এই সুবিধা পাবেন। আগে শুধু BPL, উজ্জ্বলা যোজনার উপভোক্তারাই এই 450 টাকায় গ্যাস (LPG Gas) পেতেন তবে এবার থেকে জাতিয় খাদ্য সুরক্ষার অধীনে থাকা মানুষরাও 450 টাকায় গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। 1 লা সেপ্টেম্বর থেকেই এই সুবিধা পেতে শুরু করবেন গ্রাহকরা।

কত গুলো পরিবার এই সুবিধা পাবেন?

তথ্য অনুযায়ি, জাতিয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে 1 কোটি 75 লক্ষ 35 হাজারেরও বেশি পরিবার রয়েছে। তবে এই সব মানুষদের 450 টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas) দেওয়া হবে না। ফুড এন্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ি 68 লক্ষ পরিবারকে 450 টাকায় সিলিন্ডার দেওয়া হবে। কিন্তু এই পরিবার গুলোকে সিলিন্ডার ডেলিভারির টাকা সাধারন পরিবার গুলোর মতই দিতে হবে।

রান্নার গ্যাসে ভর্তুকি বাড়তে চলেছে?

ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে ভর্তুকির (LPG Gas Subsidy) মাধ্যমে তাদের দিতে হবে মাত্র 450 টাকা প্রতি সিলিন্ডার। জাতিয় খাদ্য সুরক্ষার অধীনে 1 কোটি 7 লক্ষ 35 হাজারের বেশি পরিবার রয়েছে। এছাড়া উজ্জ্বলা যোজনা এবং BPL সংযোগের প্রায় 70 লক্ষ পরিবার রয়েছে যাদের 450 টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে।

Chit Fund (রোজভ্যালি চিটফান্ড)

তবে এবার এর সাথে জাতিয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে 68 লক্ষ পরিবারকে 450 টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এর জন্যে রাজস্থান সরকারের প্রায় 200 কোটি টাকা খরচ হবে। তেল কোম্পানির তথ্য অনুযায়ি রাজস্থানের 1 কোটি 75 লক্ষ 48 হাজারের বেশি গ্রাহক রয়েছেন (LPG Gas). রাজস্থানে বর্তমানে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 805.50 টাকা আর বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1680 টাকা।

আবার 3% DA বৃদ্ধি হতে চলেছে এই দিন! সরকারি কর্মীরা পুজোর আগেই পাবেন?

গ্যাস সংযোগ, ভোক্তা ব্যবহার, চাহিদা ও গ্যাস উৎপাদন এবং গ্যাসের দাম সময়ে সময়ে গ্যাস সংস্থা গুলির পর্যালোচনা অনুসারে বাড়ছে এবং কমছে। আর ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্রাহকদের জন্য রান্নার গ্যাসে ভর্তুকি ঘোষণা করেছেন আগামী ১ বছরের জন্য। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles