Jago Prokolpo – রাজ্যের মহিলারা এই প্রকল্পে এখন থেকে পাবেন মাসে 5000 টাকা, আবেদন জানিয়েছেন কী?
রাজ্যের সাধারণ মানুষকে আর্থিক সুবিধা প্রদানে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করা হয়েছে। Jago Prokolpo এ আবেদন করেছেন? বিভিন্ন প্রকল্পে আবেদনের সুবিধা ভিন্ন ধরণের। এছাড়া আবেদনের ক্ষেত্রে আর্থিক সাহায্যের পরিমানও ভিন্ন। এই সকল প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। যেটিতে আবেদন জানালে পাওয়া যায় মাসে মাসে 500 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত। তবে কেবলমাত্র রাজ্যের মহিলারাই এই সুবিধা পাবেন। আজকে এই প্রতিবেদনে এমন একটি প্রকল্পের সম্পর্কে জানানো হচ্ছে, যেটিতে আবেদন জানালে পাওয়া যাবে মাসে মাসে মোটা টাকা। তবে মানতে হবে নির্দিষ্ট নিয়ম। প্রকল্পের নাম কী?
Jago Prokolpo apply now.
প্রকল্পের নাম অনেকেই শুনে থাকবেন। তবে কারা পাবেন এই প্রকল্প? প্রকল্পের নাম-ই বা কী?
প্রকল্পের নাম- জাগো প্রকল্প (Jago Prokolpo)
গ্রামীন এলাকা থেকে শুরু করে শহরাঞ্চলের প্রত্যেক মহিলারাই এই প্রকল্পে আবেদনের জানাতে পারবেন।
কত টাকা পাওয়া যাবে?
এই প্রকল্পে আবেদন জানালে পাওয়া যাবে প্রতি মাসে 5,000 টাকা করে। যদিও সকলে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। বিশেষত, রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তুলতে এবং তাদের আর্থিক দিক থেকে সহায়তা করতেই এই প্রকল্প চালু করা হয়েছে।
Jago Prokolpo এ আবেদনের যোগ্যতা-
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) 6 মাসের পুরনো ব্যাংক একাউন্ট থাকতে হবে।
৩) স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকা পাওয়া যাবে।
৪) মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকলে খুব ভালো হয়।
উল্লেখ্য, রাজ্যের মহিলাদের এই যোগ্যতা থাকলে, তারা আবেদনযোগ্য।
কারা টাকা পাবেন?
আবেদন প্রক্রিয়া শেষ হলে সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর যোগ্য বলে বিবেচিত হলে আবেদনের টাকা প্রদান করা হবে।
6000 নয়, পরিবর্তে PMKSNY প্রকল্পে আবেদন জানালে পাবেন 12000 টাকা।
Jago Prokolpo এ আবেদন পদ্ধতি-
অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতেই আবেদন জানানো যাবে।
অনলাইনে আবেদন পদ্ধতি-
জাগো প্রকল্পের অনলাইন পোর্টাল ওপেন করতে হবে।https://www.shgsewb.gov.in/shgadmin/home
এরপর সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
অফলাইনে আবেদন পদ্ধতি-
অফলাইনের আবেদনের ক্ষেত্রে আবেদনকারী যে ব্লকের বাসিন্দা, সেই ব্লক অফিসে গিয়ে যেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সেই গোষ্ঠী সম্পর্কিত যাবতীয় তথ্য জমা করে আবেদন করতে হবে। এছাড়া হেল্প লাইন নম্বরের মাধ্যমেও আবেদন জানানো যাবে।
হেল্প লাইন নম্বর-
৭৭৭৩০০৩০০৩
এরপর সেই নম্বরে একটি মিসড কল দিতে হবে। পরে জাগো প্রকল্প কেন্দ্র থেকে সেই নম্বরে ফোন করা হবে। ব্যক্তির কাছে থেকে সেই ফোন কলের মাধ্যমে যেই গোষ্ঠীর সদস্য সেই গোষ্ঠীর এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে চাওয়া হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।
বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প, কি কি সুবিধা পাবেন, জেনে নিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) আধার কার্ড।
২) ভোটার কার্ড।
৩) স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কিত সকল তথ্যের প্রমানপত্র।
৪) ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস।
৫) রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
প্রকল্প বা যোজনা সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.