চাকরির প্রস্তুতি

ESIC Recruitment 2024 – কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়ার সুযোগ। পশ্চিমবঙ্গ থেকে কিভাবে আবেদন করবেন?

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ কেন্দ্রীয় সরকার চাকরি (ESIC Recruitment 2024) পাওয়ার। ESIC (Employees State Insurance Corporation) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যত দিন যাচ্ছে ততই বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে দেশে। প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে বেকার হয়ে রয়েছে। তবে আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সুখবর। চাকরির খবর (Job Update) নিয়ে এসেছি আজ। যারা বেকার বসে আছেন, চাকরি খুঁজে বেড়াচ্ছেন তারা এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

ESIC Recruitment 2024.

Employees State Insurance Corporation এবং Ministry of Labour & Employment (Government of India) চাকরির ESIC Recruitment 2024 এর জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কত শূন্যপদে নিয়োগ করা হবে। পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়স সীমা, বেতন , শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এই সব বিষয়ে বিস্তারিত নিম্নে দেখে নিন।

কেন্দ্রীয় শ্রম দফতরে চাকরির সুযোগ

এমপ্লয়ী ট্রেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC) এবং মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেনট দফতরে প্রফেসর পদে নিয়োগ করা হবে। 106 টি শূন্য পদে নিয়োগ করা হবে। ফ্যাকাল্টি পদের জন্য NMC অথবা MCI যোগ্যতা থাকতে হবে। আর সুপার স্পেশালিটি পদের জন্যে MBBS ডিগ্রি প্রয়োজন। আর এই চাকরি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অন্তর্গত এবং সকল ধরণের সুবিধা পাওয়া যাবে।

ESIC Recruitment 2024 Salary Age Apply Criteria

এই পদের মাসিক বেতন সর্বনিম্ন 65 হাজার 700 টাকা। এই পদ গুলোতে আবেদনকারী প্রার্থীর বয়স সীমা হতে হবে 18 থেকে 67 বছরের মধ্যে। এই পদ গুলোতে আলাদা করে আবেদন করতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে তাই (ESIC Recruitment 2024). যেই দিন ইন্টারভিউ নেওয়া হবে সেই দিন আপনার নিজের গুরুত্বপূর্ণ নথি ও বায়োডেটা সঙ্গে করে নিয়ে যেতে হবে।

Pension Plan (পেনশন প্ল্যান)

ESIC Recruitment 2024 Apply Process & Interview

তপশিলি জাতি, উপজাতি এবং মহিলা আবেদনকারীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। শুধু সাধারন শ্রেনীর পুরুষ আবেদনকারীদের জন্য আবেদন ফি 225 টাকা নেওয়া হবে। ইন্টারভিউ নেওয়া হবে যেখানে সেখানর ঠিকানা Academic Block, ESIC Mch, Desula Mia, Alwar (RAJ) 301030. 4ঠা জুন তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। যারা যারা ভাবছেন ইন্টারভিউ দেবেন তারা প্রস্তুত হয়ে নিন।

পশ্চিমবঙ্গে কিভাবে WBCS Exam অনুষ্ঠিত হবে এবারে? প্রার্থীরা খুঁটিনাটি জেনে নাও

ESIC Recruitment 2024 সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে আপনারা এই সরকারি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারবেন। আর এই চাকরিতে আবেদন করার জন্য উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হবে। আর দেশের যে কোন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা এই আবেদন করতে পারবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *