Gold price – এই মাসে তিন দিন কম থাকবে সোনার দাম, কবে কবে দেখে নিন।
Gold price কত থাকবে এই কয়েক দিন?
প্রতি গ্রামে কত পড়ছে Gold price? বিয়ে মানেই সুন্দর সাজসজ্জা, অভিনব ডিজাইনের গহনা পরা। আগামীকাল থেকেই পড়ছে চৈত্র মাস। বাঙালির বিয়েতে এই মাস অনুযায়ী বিয়ের তারিখ ঠিক করা, এটা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু তাই বলে তো আর সোনার গহনা কেনা বন্ধ রাখা হবে না। চলতি মাসে অনেকটাই কম দাম ছিল সোনার। প্রতি গ্রামের উপর নির্ভর করে ক্যারেট এ দাম ধরা হয়। তবে এবার সাধারণ মানুষের কপালে আবারও ভাজ পড়তে চলেছে। কারণ শহরে গত 5 দিনে অনেকটাই বেড়েছে সোনার দাম। চলুন জেনের নেওয়া যাক।
পশ্চিমবঙ্গে টানা 5 দিন সোনার দামে মহা পতন, কবে সবচেয়ে কম থাকবে, জেনে নিন।
২৪ ক্যারেট পাকা সোনার দাম (Gold price) প্রতি ১০ গ্রামে-
গত ১০ মার্চ ৫৫৮৫০ টাকা।
১১ মার্চ ৫৬৩০০ টাকা।
১২ মার্চ ৫৬৩০০ টাকা।
১৩ মার্চ ৫৬৩০০ টাকা।
১৪ মার্চ ৫৭,৪৫০ টাকা।
১৫ মার্চ (বুধবার) ৫৮,৩০০ টাকা।
প্রতি গ্রাম সোনার দাম ৫৮৩০ টাকা।
অর্থাৎ গত ৫ দিনে ২৪৫০ টাকা বেড়েছে সোনার দাম বা Gold price. যা সাধারণ মানুষের ব্যয়ের জন্য অত্যধিক। সারাজীবন একজন কর্মরত ব্যক্তি যা সঞ্চয় করেন। তা থেকে সন্তানের বিয়ের সময় প্রায় অধিকাংশই খরচ হয়ে যায়। যার মধ্যে একটি বিষয় থাকে সোনার গহনা কেনা। আর এইভাবে সোনার দাম বাড়ায় সেই সমস্যায় পড়তে হচ্ছে আমেজনতাকেই।
১৫ মার্চ (বুধবার) ২২ ক্যারেট গহনা সোনার দাম প্রতি গ্রার দাম ৫৫৩০ টাকা।
১০ গ্রামের দাম ৫৫,৩০০ টাকা।
আর হলমার্ক সোনা ২২ ক্যারেটের দাম প্রতি গ্রামে ৫৬১৫ টাকা।
১০ গ্রামের দাম ৫৬,১৫০ টাকা।
হঠাৎ করে কেন অত্যধিক দাম বাড়লো সোনার?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে জানান, আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক দুটি দেউলিয়া হয়েছে। আর সেই প্রভাব গোটা ব্যাংকিং সেক্টরে পড়ছে। বিশ্ব বাজারে এই সঙ্কট যতদিন না কাটবে, ততদিন সোনার দাম বাড়তে থাকবে।
তাতে সোনার দাম বাড়বে কেন? এমন প্রশ্ন অনেক সাধারণ মানুষের মনেই থাকে। এনিয়ে সোনা ব্যবসায়ী জেজে গোল্ডের ডিরেক্টর হর্ষদ আজমেরার সংবাদ মাধ্যমে জানান, শেয়ার বাজারে ধস নামলে লগ্নি সুরক্ষিত করতে সোনার তহবিলে বিনিয়োগ করা হয়। বর্তমানে আবার এই পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ সোনায় বিনিয়োগ বাড়ছে, তাই বাড়ছে সোনার দামও।
রাজ্যে বন্ধ হতে চলেছে ৮ হাজার স্কুল, চাকরি নিয়ে টানাটানি শিক্ষক ও শিক্ষাকর্মীদের।
তবেই সোনার গহনা কেনার আগে, গহনায় হলমার্ক চিহ্ন আছে কিনা তা অবশ্যই দেখে নিতে ভুলবেন না। কারণ সোনার গহনা কেবলমাত্র সাজার জন্য কেনা হয় না। বরং জরুরি সময়ে এই গহনাই প্রয়োজন হয়। সেই সময় গহনায় থাকা হলমার্ক চিহ্নই গহনার বিশেষত্ব এবং শুদ্ধতার পরিচয় দেবে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।