সোনার দাম

Gold Price Today – পুজো শেষ হতেই সোনার দাম আবার কমলো। পশ্চিমবঙ্গে আজকের দাম জেনে নিন।

দুর্গাপূজা মিটতেই সোনার দামে (Gold Price Today) বিশেষ পরিবর্তন হল। দুর্গাপুজো মানেই বাঙালিদের খাওয়া, ঘোরা, সাজ। কাল ছিল 24 শে অক্টোবর ছিল দেবী পক্ষের শেষ দিন। কাল ছিল বিজয়া দশমী। আর এই দশমীর দিন প্রত্যেকটি বাঙালি বধুরা লালপার সাদা শাড়ী তার সাথে সোনার গহনা পরে মা কে বরন করেন। এই সাজ বাঙালি বধুদের শোভা আরও বাড়িয়ে দেয়। এই সময় সোনার গহনার চাহিদাও থাকে বেশি। আর তাই প্রায় প্রত্যেকরই সোনার দামের উপরে নজর থাকে।

Gold Price Today In West Bengal.

কিছুদিন ধরে সোনার দাম (Gold Price Today) বেড়েছে তাতে সোনা কেনা ধরা ছোয়ার বাইরে চলে যাচ্চে। আর এই নিয়ে চিন্তায় অনেকে। সোনার দাম বৃদ্ধির বাজারে 23 শে অক্টোবর সোনার দাম ছিল বেশ কমের দিকে। 24 শে অক্টোবর মঙ্গলবার কলকাতায় সোনার দাম ছিল বেশি স্থির। এমনকি এই দিন রুপোর দামও ছিল প্রায় একই। আজকের সোনার দাম কেমন বাড়ল নাকি কমলো? চলুন দেখে নিন।

আজ সোনার দাম 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম (24K Gold Price Today) 61200 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 61690 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 56550 টাকা। আজ রুপোর দাম 1 কেজি রূপার বাটের দাম 72450 টাকা। 1 কেজি খুচরা রূপার দাম 72550 টাকা গতকাল সোনার দাম 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 61200 টাকা।

Durga Puja 2024 Date বা দুর্গা পুজা 2024 তারিখ ও সময়সূচী

10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম (Gold Price Today) 61500 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 58450 টাকা। আজ রুপোর দাম 1 কেজি রূপার বাটের দাম 72450 টাকা। 1 কেজি খুচরা রূপার দাম 72550 টাকা। আজ ও গতকালের মত সোনা ও রুপোর দাম অপরিবর্তিত আছে। আর এই সুযোগেই আপনারা এই সোনার গয়না কিনে নিতে পারেন।

Mobile Recharge Plan – বিজয়া দশমী ও দীপাবলি উপলক্ষ্যে 5 মাসের ভ্যালিডিটি দিচ্ছে Jio. কিভাবে পাবেন এই সুবিধা?

কিন্তু সব সময় যে কোন ধরণের সোনার গয়না কেনার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে এই দাম (Gold Price Today) সদা অপরিবর্তিত থাকে। প্রত্যেক দিন এই দামে কিছু না কিছু পরিবর্তন হতেই থাকে। আর এই কারণে জন্য আপনারা গয়না বা সোনা কেনার আগে অবশ্যই ভালো করে দাম জেনে নিয়ে কিনবেন। আর এরই সঙ্গে GST আপনাদেরকেই চোকাতে হবে।

Power Grid Recruitment – জরুরীভিত্তিতে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়মাবলী ও আবেদন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *