সোনার দাম

Gold Price Today – সোনার দামে বড় রদবদল, পুজোর আগে 4 দিন দাম কম থাকবে কলকাতায়।

সোনার দামে (Gold Price Today) সোনার দামে বড় রদবদল, পুজোর আগে 4 দিন দাম কম থাকবে কলকাতায়। পতন এসেছিল 6 ও 7 ই অক্টোবর। তারপরে আবার সোনার ও রুপোর দাম অনেকটা বেড়েছিল। এর মধ্যে আবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর উত্থান পতন দেখা দিচ্ছে সোনা রুপোর দামে। কিছু দিন সোনা রুপোর দাম বৃদ্ধি পাওয়ার পর আবার একবার কমতে শুরু করেছে এই দুই মূল্যবান ধাতুর দাম।

Gold Price Today In West Bengal.

কিছু দিন আগে সোনার দাম (Gold Price Today) 56 হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাওয়ার পর বর্তমানে সেটি 58 হাজারের গণ্ডি ছুঁয়েছে। ঠিক এই রকম ভাবে রুপোর দাম ও আগে 67 হাজারের কাছাকাছি ঘোরাঘুরি করছিল। কিন্তু বর্তমানে 70 হাজারের কাছাকাছি ঘোরাঘুরি করছে। চলুন জেনে নিন আজকের সোনার দাম আজ শনিবার (14 ই অক্টোবর 2023) সোনার দাম 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম (24 Carat Gold) 58910 টাকা।

10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম (Gold Price Today) 58910 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম (22 Carat Hallmark Gold Price Today) 56050 টাকা। আজ রুপোর দাম প্রতি কেজি রুপোর বাটের দাম 70150 টাকা। প্রতি কেজি খুচরা রূপার দাম 70250 টাকা। শুক্রবার (13ই অক্টোবর 2023) সোনার দাম ছিল 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 58500 টাকা।

সরকারি কর্মী (Government Employees)

10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম (Gold Price Today) 58500 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 55900 টাকা। শুক্রবার রুপোর দাম ছিল প্রতি কেজি রুপোর বাটের দাম 70150 টাকা। প্রতি কেজি খুচরা রূপার দাম 70250 টাকা। কালকের তুলনায় আজকে সোনার দাম বেড়েছে 150 টাকা করে। কিন্তু রুপোর দাম অপরিবর্তিত আছে।

ATM Card – ATM কার্ড নিয়ে RBI এর ঘোষণা, বন্ধ হতে চলেছে এই কার্ড।

এই উৎসবের মরশুমে আপনারা সকলে নিজেদের সামর্থ্য ও ইচ্ছে মত সোনা বা সোনার গয়না কিনতে পারবেন এবং কাঁচা সোনা কিনে ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করে নিতে পারবেন। এছাড়াও আর কিছু দিন বাদেই আমাদের রাজ্যে বিয়ের মরশুম শুরু হতে চলেছে, আর এই সুযোগে আপনারা নিজেদের সন্তানদের জন্যও এই সোনার গয়না কিনে রাখতে পারেন।

CWC Ind vs Pak – ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে কে এগিয়ে? শুভমন গিল খেলবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *