সোনার দাম

Gold Price Today: পুজোতে সোনার গয়না কেনার শেষ সুযোগ! টানা ৩ দিন দাম কম থাকবে

আজকের সোনার দাম কত (Gold Price Today) এই প্রশ্নটি অনেকেরই মাথায় ঘোরাফেরা করে। আর বিশেষ করে কোন না কোন উৎসবের মরশুমের আগে অনেকেই নতুন নতুন জামা কাপড়ের সঙ্গে সামর্থ্য অনুসারে সোনার বা রুপোর গয়না (Gold Silver Price) কিনে রাখেন। কিন্তু এর পরে বিয়ের মরশুম শুরু হওয়ার জন্য ফের এই দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আর এই কারণের জন্যই আপনারা এই সময়ে জিনিস কিনে রাখতে পারবেন।

Hallmark Gold Price Today

চলতি মাসের শেষ দিন আজ। আর 9 দিন পর পুজো, 2 তারিখে আছে মহালয়া। মহালয়ার আগেই কেমন থাকবে সোনার দাম (Gold Price Today) তা জানতে চায় সাধারন মানুষ। দুর্গাপুজোর পরে আছে ধনতেরসের সময় অনেকেই সোনা কেনেন এই ধনতেরস আসার আগেই হয়তো সোনা ও রুপোর দাম রেকর্ড বৃদ্ধি পেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

পুজোর আগে সোনার দাম

তবে সোনা রুপোর দাম (Gold Price Today) আকাশছোঁয়া হলেও দোকানে ক্রেতাদের ভিড় কিন্তু কমছে না। দামের চিন্তা না করেই একদল মানুষ সোনা কিনতে ছুটছেন। কিন্তু বিগত দিনের তুলনায় আজকে এই সোনার দাম কত থাকতে চলেছে সেই সম্পর্কে জেনে নিন এবং সাধ্যের মধ্যে নিজেদের ইচ্ছা মত গয়না কিনে নিতে পারবেন।

আজকে ২২ ক্যারেট সোনার দাম কত?

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 70800 টাকা। আজকে অপরিবর্তিত আছে হলমার্ক সোনার দাম (Gold Price Today). 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 77240 টাকা। অনেকেই মনে করছেন যে পুজোর আগেই এই শেষবারের জন্য সোনার দাম কমে গেল, আর এই কারণের জন্যই আপনারা নিজেদের ইচ্ছা অনুসারে এখনই এই সোনার গয়না কিনে রাখতে পারবেন।

গতকাল সোনার দাম কত ছিল?

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 72400 টাকা। গতকাল 50 টাকা বেড়েছিল হলমার্ক সোনার দাম (Gold Price Today). 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 76150 টাকা। গতকাল খুচরা সোনার দাম 50 টাকা বেড়েছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 75750 টাকা। গতকাল সোনার বাটের দাম 50 টাকা বেড়েছিল।

LPG (রান্নার গ্যাসের দাম বদল)

রুপোর দাম কত হল?

যত দিন এগোচ্ছে ততো সোনার সাথে সাথে রূপোর গহনার উপরেও চাহিদা বাড়ছে মানুষদের। তবে পুজো আসতেই সোনার সাথে রুপোর দামও (Silver Gold Price) পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। আজ রুপোর দাম কত আছে দেখে নিন। আর ধনতেরাসে রুপোর জিনিস কেনা মঙ্গলকর আর এই কারণের জন্যই এই দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতে বিনিয়োগের জন্য সেরা ছোট ক্যাপ মিউচুয়াল ফান্ড ও SIP 2024

গতকাল ও আজ রুপোর দাম

1 কেজি রুপোর বাটের দাম 90950 টাকা। আজ রুপোর বাটের দাম 450 টাকা কমেছে। 1 কেজি খুচরা রূপোর দাম 91050 টাকা। আজ খুচরা রুপোর দাম 450 টাকা কমেছে। 1 কেজি রুপোর বাটের দাম 91400 টাকা। গতকাল 400 টাকা কমেছিল রুপোর বাটের দাম। 1 কেজি খুচরা রূপোর দাম 91500 টাকা। গতকাল 400 টাকা কমেছিল খুচরা রুপোর দাম।
Written by Ananya Chakraborty.

Related Articles