বন্ধ হতে চলেছে Google Pay! 4ঠা জুনের পর আর ব্যবহার করতে পারবে না গ্রাহকরা
ফের এক দুঃসংবাদ গ্রাহকদের জন্য, এবারে জনপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপ Google Pay বা গুগুল পে এইবার একেবারে বন্ধ হয়ে যেতে চলেছে। আর এই খবর শুনে রীতিমত চক্ষু চরক গাছ কোটি কোটি গ্রাহকদের। এখনকার দিনে ক্যাশ টাকা লেনদেন একদমই কমে গেছে আর এর বদলে শুরু হয়েছে অনালাইন পেমেন্ট (Online Payment). আর এই পেমেন্ট অনেকেই এই ধরণের মোবাইল অ্যাপের মাধ্যমে করে থাকে।
Google Pay will Stopped their Services in USA.
আর আমাদের দেশের অনেক নাম করা মোবাইল অ্যাপ আছে এই কাজ করার জন্য। যেমন – Paytm, Phone Pe, Google Pay, Mobikwik, Freecharge ইত্যাদি। এছাড়াও আরও অনেক ব্যাংকিং মোবাইল অ্যাপের মাধ্যমে (Banking Mobile App) এই কাজ করছেন অনেকে। বর্তমানে শুধু আমাদের দেশ নয় বিশ্বের প্রতিটি দেশের মানুষ অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ভরসা করে GPay কে।
গুগুল পে কেন এত জনপ্রিয়?
কারন এই পেমেন্ট অ্যাপের সিকিউরিটি খুব ভালো বলে মনে করেন অনেকে। টাকা ঝাড় হওয়ার আশা কম, তাই বেশিরভাগ মানুষ এই GPay কে ভরসা করে। আর নিত্য নতুন ক্যাশব্যাক অফার দেওয়া হয় সেই জন্য গ্রাহকদের কাছে এই অ্যাপ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি এই অ্যাপ নিয়ে একটি নতুন তথ্য সামনে এসেছে। Google Pay নাকি অনেক দেশে বন্ধ করে দেওয়া হবে শুধু দুটি দেশ ছাড়া।
গুগুল পে সত্যি বন্ধ হতে চলেছে?
2022 সালে Google Wallet প্রবর্তনের পর GPay ব্যবহারকারীর সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। এটি অনলাইন লেনদেন ব্যবহারকারীদের কাছে প্রথম পছন্দ। তবে শোনা যাচ্ছে 4ঠা জুন বন্ধ হতে চলেছে Google Pay. এই খবর চর্চায় যাবার ফলে GPay ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা বেড়েছে খুব। GPay বন্ধ হবে এটি গুগল নিজেই নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তের ফলে কোন কোন দেশ ক্ষতিগ্রস্থ হতে চলেছে চলুন জেনে নিন।
Google Pay Provide Service in Which Countrys?
4ঠা জুন এর পর থেকে শুধুমাত্র ভারত আর সিঙ্গাপুর এই গুগুল পে কাজ করবে। কিন্তু আর অন্যান্য দেশে এর পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। কোম্পানির মতে সব ব্যবহারকারী গুগুল ওয়ালেটে স্থানান্তরিত হবে। এই তারিখের পর থেকে ওই দুই দেশ বাদ দিয়ে বাকি দেশ গুলোতে অকেজ হয়ে যাবে। আর এর ফলে একটি কথা নিশ্চিন্ত যে ভারতে এই নিয়ে কোন ধরণের সমস্যা হবে না।
Google Pay Services Stop in Which Countrys?
এই Google Pay আমেরিকায় (USA) বন্ধ হতে চলেছে অর্থাৎ ভারত নয় আমেরিকা (United States of America) থেকে নিষিদ্ধ হতে চলেছে GPay App. ভারতবাসীদের চিন্তার কারন নেই। Google Pay বন্ধ হওয়ার পর আমেরিকাবাসিরা আর এই অ্যাপের মাধ্যমে আর টাকা লেনদেন করতে পারবে না। গুগল সব আমেরিকান ব্যবহারকারীকে গুগল ওয়ালেটে প্রতিস্থাপিত হয়ে যেতে চলেছে।
গুগুল পে কেন বন্ধ করা হল?
মনে করা হচ্ছে গুগল ওয়ালেট এর প্রচার এর জন্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি তাদের একটি ব্লগে বলেছে যে প্রায় 180 টি দেশে GPay Google Wallet দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তবে এই নিয়মে ভারতে কবে চালু হবে তা নিয়ে কিছু জানা যায়নি। আদৌ চালু হবে কিনা তা নিয়েও কিছু বলা যাচ্ছে না। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Ananya Chakraborty.