School Holiday: স্কুল বন্ধের নতুন ঘোষণা হল। টানা কতদিন ছুটি পাবে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা?
শীতের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্কুল ছুটির (School Holiday) ঘোষণা হয়ে গেল রাজ্য সরকারের (State Government) তরফে। আমরা এর আগেও দেখেছি যে বাচ্চাদের সুরক্ষার কথা মাথায় রেখে করোনা মহামারির সময় এবং গরমের সময় ছুটি (Summer Vacation) দেওয়া হয়ে থাকে। যাতে এই সকল বাচ্চাদের কোন সমস্যা না হয়, আর এবারেও এই রকম এক বড় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
Delhi Government Announce School Holiday for Air Pollution
আর এখন শীতকালের শুরুতে আমরা দেখতে পাই যে নানা ধরণের রোগের আবির্ভাব হচ্ছে এবং এরই সঙ্গে যত দিন যাচ্ছে ততই সমগ্র বিশ্বে বায়ুদূষণের মাত্রা বাড়ছে এবং এরই সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তে এই দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য সমস্যা হচ্ছে সকলের। রাজ্যের স্কুল গুলো সবেমাত্র পুজোর স্কুল ছুটি (School Holiday) কাটিয়ে উঠেছে। এই দিকে একটু একটু করে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে।
স্কুল ছুটি দেওয়ার ঘোষণা
শীতের হিমেল হাওয়া গায়ে লাগিয়ে স্কুল ছাত্র ছাত্রীরা যখন স্কুলের উদ্দেশ্যে যাওয়া শুরু করেছে, ঠিক সেই সময়েই রাজ্য সরকার স্কুল গুলোতে ফের ছুটি ঘোষণা করলেন। শীত পড়তে না পড়তেই কিসের জন্য ছুটি (School Holiday) ঘোষণা করলেন রাজ্য সরকার? সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস সম্পূর্ণটাই পুজোর জন্য বেশ অনেকটাই ছুটি কাটিয়েছে রাজ্যের স্কুল গুলো।
বায়ুদূষণের জন্য স্কুল ছুটি
সবেমাত্র সমস্ত পুজোর ছুটি শেষ করে পুনরায় পঠন পাঠনের জন্য শুরু হয়েছিল স্কুলে যাওয়ার। সম্প্রতি দিল্লি সরকার বেশ কয়েক দিনের ছুটি (School Holiday) ঘোষণা করলেন। দিল্লি সরকার দিল্লির স্কুল গুলির জন্য বেশ কয়েক দিনের ছুটি ঘোষণা করলেন, খবরের শিরোনামে উঠে এসেছে রাজধানীর দিল্লির দূষণ। রবিবার রাজধানীর AQI ৫০০ ছুঁয়েছে। এত অধিক মাত্রায় দূষণের ফলে রাস্তায় মানুষজনের বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে।
বিশেষ করে ছোট স্কুল ছাত্র ছাত্রীদের এই দূষণের মধ্যে রাস্তা দিয়ে স্কুল যাওয়া এবং আসায় অনেকটাই শারীরিক অসুস্থতা বেড়ে যেতে পারে। এই রকম অবস্থায় রাজ্য সরকার শিশুদের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে (School Holiday). সেই অনুযায়ী দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী তাঁর এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তি জানিয়ে এই ঘোষণা পত্র দিয়েছেন।
এই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দশম এবং দ্বাদশ শ্রেণী বাদে প্রত্যেকটি শ্রেণীর অফলাইন ক্লাস অর্থাৎ স্কুলে গিয়ে পঠন পাঠন বন্ধ থাকবে (School Holiday). আপাতত তাদের বাড়িতে বসে অনলাইন ক্লাস করতে পারবে। শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর যেহেতু সামনে বোর্ড পরীক্ষা রয়েছে, তাই তাদের অফলাইন ক্লাস চালু থাকবে। শীত পড়তে না পড়তেই দিল্লি শহর জুড়ে যে হারে দূষণের মাত্রা বেড়ে গিয়েছে।
যার ফলে রাস্তায় বেরোলে সামনে গাড়ি বা অন্য কিছু স্পষ্ট ভাবে দেখতে পাওয়া সম্ভবপর হচ্ছে না (School Holiday). এই অবস্থায় একজন বড় মানুষের পক্ষেও রাস্তাঘাটে চলাচল করা অনেকটাই কষ্টকর ব্যাপার। সেক্ষেত্রে ছোট শিশুদের ক্ষেত্রে এই দূষণ শারীরিক ক্ষতি করার সম্ভাবনা বেশি রয়েছে। যতক্ষণ পর্যন্ত না এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত অনলাইনে ক্লাস চালু থাকবে।
একাধিক রেশন কার্ড গ্রাহকের নাম বাদ! রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইনের মাধ্যমে নাম দেখুন
বিশেষ করে সোমবার থেকেই দূষণের মাত্রা বেশি মাত্রায় ছড়িয়ে যাওয়ার জন্যই স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি সরকার। কত দিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এখনো পর্যন্ত সেই দিন উল্লেখ করেননি, তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমনই ভাবে পঠন পাঠন চলবে এমনটাই জানিয়েছেন দিল্লি সরকার। স্কুলে গিয়ে পঠন পাঠনের আগে সবচেয়ে জরুরী শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা এবং সেই দিকটিতেই আপাতত নজর দেওয়া হয়েছে।Written by Shampa Debnath