Ration Card: রেশন গ্রাহকদের জন্য দারুণ ঘোষণা! নতুন কি সুবিধা পাবেন?
রেশন সামগ্রীর (Ration Card Items) উপরে বহু মানুষ নির্ভর করে। করোনার পর থেকে বিনামূল্যে রেশন সামগ্রী দিচ্ছে সরকার। আর এক পরিসংখ্যান অনুসারে দেশের কোটি কোটি মানুষ এখন এই সামগ্রী (Ration Items List) পাওয়ার মাধ্যমে তাদের নিজেদের ও পরিবারের ভরণ পোষণ চালাচ্ছেন। আর ফের একবারের জন্য দেশের আর্থিক ভাবে দুর্বল মানুষদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল সরকার। উৎসব চলাকালীন দারুন সুখবর দিল কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনি বৈষ্ণব (Free Ration).
Ration Card Holders Get 5 Years More Free Ration Items
কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠকের শেষে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনি বৈষ্ণব জানান। প্রধানমন্ত্রী সীমান্ত এলাকার পরিকাঠামো উন্নয়নের উপরে ফোকাস করেছেন। সে কারনে সীমান্ত অঞ্চলে 2280 কিমি রাস্তা তৈরির জন্য 4406 কোটি টাকা বিনিয়োগ করার জন্যে মন্ত্রীসভার অনুমোদন নেওয়া হয়েছে (Ration Card). মন্ত্রীসভা থেকে অনুমোদনও মিলেছে, সেই সাথে দেশের জনগনদের আরও 5 বছর বিনামূল্যে রেশন দেওয়ার কথাও তিনি বলেছেন।
Free Ration will Provide for More 5 Years
2028 সাল অব্দি বিনামূল্যে চাল দেওয়া হবে রেশনে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনি বৈষ্ণব। তিনি বলেন, জুলাই 2024 থেকে 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং অন্যান্য কল্যাণ মূলক স্কীমের আওতায় ফ্রিতে চাল দেবে, এই বিষয়ে অনুমোদনও মিলেছে (Ration Card). কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ফলে বহু গরিব মানুষ উপকৃত হবেন।
ফ্রি রেশন পাওয়ার ঘোষণা!
কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনি বৈষ্ণব এই দিন বলেন, আশা করা হচ্ছে এটি অ্যানিমিয়া ও মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি কমাবে। 2019 – 2020 সালের মধ্যে হওয়া ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে বলছে অ্যানিমিয়া এই দেশের বড় সমস্যা। এটি পুরুষ, মহিলা, শিশু সবার মধ্যেই দেখা যায় (Ration Card). তিনি জানান 17,082 কোটি টাকার এই স্কীমে কেন্দ্র সরকার 100 শতাংশ অর্থায়ন করবে।
উন্নয়নের প্রচার এবং পুষ্ঠি সুরক্ষা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।
2028 সালের ডিসেম্বর মাস অব্দি বিনামূল্যে চাল সরবরাহের কথা জানান হয়। তিনি বলেন 2022 সালে এপ্রিল মাসে মন্ত্রী সভার কমিটি চলতি বছরের মার্চ মাসের মধ্যে গোটা দেশে পর্যায়ক্রমে চাল ফোর্টিফিকেশনের উদ্যোগ বাস্তবায়িত করা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, এখনো পর্যন্ত তিনটি ধাপে এটি সফল ভাবে বাস্তবায়িত হয়েছে।
Written by Ananya Chakraborty.