প্রকল্প

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের পর বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! খুশি হল সকলে

লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে খুশির খবর দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) আর এবার বার্ধক্য ভাতা (Old Age Pension) নিয়ে এলো খুশির খবর। খবর পাওয়া যাচ্ছে পুজোর পর অফিস খুললেই নতুন উপভোক্তাদের বার্ধক্য ভাতা দেওয়ার ব্যাপারে কাজ শুরু করবে রাজ্য। প্রচুর বার্ধক্য ভাতার আবেদন জমা পরে আছে (Government Scheme). প্রায় 1.5 লক্ষ নতুন উপভোক্তাদের বার্ধক্য ভাতায় যুক্ত করা হবে বলে জানা যাচ্ছে।

Good News for Lakshmir Bhandar and Old Age Pension

ক্ষমতায় আসার পর থেকে বহু প্রকল্প (Lakshmir Bhandar) চালু করেছে রাজ্য সরকার প্রায় 70 টিরও বেশি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই সব প্রকল্প গুলোর মধ্যে বার্ধক্য ভাতা একটি অন্যতম প্রকল্প। 60 বছর বয়সের পর থেকে বয়স্ক নাগরিকদের বার্ধক্য ভাতা দেওয়া হয়। 60 বছরের বেশি বয়স্ক নাগরিকদের 1 হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। এর মধ্যে কিছু টাকা দেয় কেন্দ্র সরকার আর বাকি টাকা দিতে হয় রাজ্য সরকারকে।

West Bengal Old Age Pension Scheme

পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে রাজ্য সরকারে এই ভাতার আওতায় রয়েছে প্রায় 20 লক্ষ 15 হাজার মানুষ। পুজোর পর এই সুবিধাভোগীদের সংখ্যা আরো বাড়বে, এর সাথে যুক্ত হবে আরো 1.5 লাখ উপভোক্তা, এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Lakshmir Bhandar). সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, নতুন করে এই ভাতা কারা পাবেন সেই বিষয় চূড়ান্ত করতে প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে।

Govt Scheme for Woman (মহিলাদের জন্য সরকারি প্রকল্প)

পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা প্রকল্প

রাজ্যের 60 থেকে 80 বছর বয়সী বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্র কিছু টাকা দিয়ে থাকে আর বাকি টাকা যুক্ত করতে হয় রাজ্য সরকারকে। কেন্দ্রের তরফ থেকে 300 টাকা দেওয়া হয় বার্ধক্য ভাতার জন্য। তবে 80 বছর বয়সীদের জন্যে কেন্দ্র দেয় 500 টাকা, বাকিটা দিতে হয় রাজ্যকে। এবার এই উপভোক্তার সংখ্যা বাড়তে চলেছে। আর Lakshmir Bhandar এর বাকি থাকা সকল আবেদনের কাজও সম্পন্ন করা হবে।

FD তে ৯% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক! SBI, HDFC ধারে কাছে নেই

তাই এবার কেন্দ্রের অর্থও ব্যবহার করতে চাইছে রাজ্য তথ্য অনুযায়ি নাগরিকদের বার্ধক্য ভাতা দেওয়ার জন্যে রাজ্য সরকারের কোষাগার থেকে 150 কোটি টাকা খরচ হয়ে থাকে। এবার বার্ধক্য ভাতার সাথে আরো দেড় লক্ষ নাম জুড়ছে। পুজোর সব ছুটি পুরো শেষ হওয়ার পর দ্রুত এই প্রক্রিয়ার কাজ শেষ করে জাতে সবার অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা ঢুকে যায় সেই দিকে কাজ চালাচ্ছে রাজ্য।
Written by Ananya Chakraborty.

Related Articles