প্রকল্প

PM-AASHA: কৃষকবন্ধুদের কপাল খুলে গেল! নতুন প্রকল্পে ৩৫০০০ কোটি অনুমোদন শুরু করলো সরকার

দেশের কৃষকদের নানা রকম সুবিধা দেওয়ার জন্যে বিভিন্ন যোজনা চালু করেছে সরকার (PM-AASHA Scheme). আমরা সকলেই জানি যে কৃষকবন্ধুদের (Krishak Bondhu) আর সম্প্রতি কৃষকদের (Farmers) জন্য দারুন খবর নিয়ে এলো কেন্দ্র সরকার। বুধবার ছিল কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক (PM Kisan). সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য ভালো খবর দিলেন।

PM-AASHA Scheme will Secure Indian Farmers Earnings

বুধবার প্রধানমন্ত্রী মোদী (PM Modi) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে PM-AASHA-র জন্য 35000 কোটি টাকা অনুমোদন করেছে সরকার। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানান, “আমাদের কৃষক ভাই বোনেদের সাশ্রয়ি মূল্যে ক্রমাগত সার সরবরাহ নিশ্চিত করার জন্যে, 2024 সালের রবি মরশুমের জন্য ভর্তুকির হার অনুমোদিত হয়েছে।

কৃষক আয় সুরক্ষা স্কিম

তিনি এও বলেন, এই সিদ্ধান্তের ফলে সাড়া দেশের কৃষকদের চাষের খরচও কমবে। এই দিকে এই সিদ্ধান্ত ডাল ও তৈলবীজ ফসলের নূন্যতম মূল্য নিশ্চিত করবে। এর ফলে জাতিয় ফসল চাষে ভারত স্বনির্ভর হবে এবং চাষিরাও লাভবান হবে। আর শেষমেশ PM-AASHA-র মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার দিকে আরও এক পদক্ষেপ এগিয়ে যেতে চলেছে বলেই মনে করছেন অনেকে।

কৃষকবন্ধুদের জন্য দারুণ সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে তা হল পিএম আশা স্কিমের জন্যে। PM-AASHA হল একটি সমন্বিত স্কীম। চাষি ও উপভোক্তাদের সুবিধার্থে কেন্দ্র সরকার প্রাইজ সাপোর্ট স্কীম এবং প্রাইজ স্টেবেলাইজেশন ফান্ড স্কীম গুলোকে আশা স্কিমে একত্র করেছে। এটি শুধু দেশের চাষিদের তাদের পণ্যের ন্যায্য মূল্য পেতে সহায়তা করবে তা নয় উপভোক্তাদেরও সুবিধা হবে।

এই দিকে মিডিয়া এবং বিনোদন জগৎ এর জন্য আজ মন্ত্রীসভার বৈঠকে গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যানিমেশন থেকে শুরু করে ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়েলিটির জন্য একটি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স স্থাপনের অনুমোদন পাওয়া গিয়েছে (PM-AASHA). এর ফলে দেশের ক্রিয়েটারদের ইকো সিস্টেম একটি বড় উৎসাহ পাবে। আর কর্মসংস্থানের সুযোগও হবে।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

ওই দিনের বৈঠকে ‘বায়ো রাইড’ যোজনারও অনুমোদন দেওয়া হয়েছে। এটি বায়ো টেকনোলজিতে ভারতের অগ্রগতি আরও বাড়িয়ে দেবে। এর সাথে এই পরিকল্পনা টেকসই উন্নয়ন, ফান্ডিং এবং সক্ষমতা বাড়ানোর উপরে জোর দেবে। এই সব ছাড়াও আরো একটি বড় ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী (PM-AASHA). এর আগে অনেক দিন থেকেই এক দেশ এক ভোট এর কথা হয়ে আসছিল।

এই পরিমাণ টাকাই রাখতে পারবেন অ্যাকাউন্টে! না মানলে IT নোটিশ অনিবার্য

এক দেশ এক ভোট (One Nation One Election)

এবার এটি নিয়েও মন্ত্রীসভার বৈঠকে আলোচনা করা হয়। একসাথে লোকসভা ও বিধানসভা নির্বাচনের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ আজ মন্ত্রীসভা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন যে “আমি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এই প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানাই। এই সিদ্ধান্ত আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশ গ্রহণমূলক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।”
Written by Ananya Chakraborty.

Related Articles