LPG Gas Subsidy: রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়া নিয়ে কেন্দ্র সরকারের নতুন নির্দেশ
রান্নার গ্যাসে ভর্তুকি (LPG Gas Subsidy) নিয়ে দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের মধ্যে সর্বদা একটা জিজ্ঞাসা থাকে। কারণ এই রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) এখনকার দিনে অনেকটাই বেশি এবং যা সকল মানুষের কেনার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। কিন্তু এবারে রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) নিয়ে বড় আপডেট এলো (Liquefied Petroleum Gas).
New Announcement on LPG Gas Subsidy by Central Government.
বর্তমানে উনোনে রান্নার দিন প্রায় শেষ। বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ বাড়িতেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় রান্নার জন্য। আমাদের দেশে চারটি গ্যাস এর সংস্থা আছে HP, Bharat Gas, Indane এই সব। আর এই সব রান্নার গ্যাস সিলিন্ডার গুলোতে ভর্তুকি (LPG Gas Subsidy) দেয় সরকার। তবে অনেকেই নাকি অভিযোগ করছে যে তারা তাদের প্রাপ্য ভর্তুকি (LPG Subsidy) পাচ্ছে না।
রান্নার গ্যাসে ভর্তুকি নিয়ে বড় আপডেট
তাই এবার গ্রাহকদের গ্যাস সিলিন্ডার (LPG Gas Subsidy) ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্র সরকার নিয়ে এলো বড় সিদ্ধান্ত। আর এই নির্দেশ না মানলে হবে বড় বিপদ। আমাদের দেশে মোট দুই ধরনের গ্যাস ব্যবহার করা হয়। একটি ঘরোয়া রান্নার গ্যাস হিসেবে আর একটি ব্যবসা সংক্রান্ত কাজ যেমন হোটেল, রেস্তোরা এই সব জায়গায় রান্নার কাজে ব্যবহার করা হয়। তবে রান্নার গ্যাসের থেকে বানিজ্যিক গ্যাসের দাম (Commercial Gas Price) অনেকটাই বেশি।
ভুয়ো রান্নার গ্যাস গ্রাহক ধরতে কড়া পদক্ষেপ
যদিও ঘরোয়া রান্নার গ্যাসের ওজন 14.2 কেজি আর বানিজ্যিক গ্যাসের ওজন 19 কেজি। আর এই পরিস্থিতিতে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেশি হওয়ার অনেক ব্যবসায়ীরা ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে ব্যবসার কাজের ক্ষেত্রে। এর ফলে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের ব্যবসা মার খেয়ে যাচ্ছে (LPG Gas Subsidy). সাধারন মানুষদের কথা ভেবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হলেও এইভাবে বানিজ্যিক গ্যাস সিলিন্ডার এর বদলে রান্নার গ্যাস ব্যবসার কাজে ব্যবহার করায় হিতের বিপরীত হচ্ছে।
তাই কেন্দ্র এবার কড়া পদক্ষেপ নিল। গত 8 মাস ধরে চলছে গ্যাস সিলিন্ডারে বায়োমেট্রিক আপডেট। ভুয়ো গ্রাহকদের হাতে নাতে ধরার জন্য এই পদ্ধতি চালু করেছে সরকার। এই কাজ যারা করছেন না তাদের Distributer রা ডেকে এনে আধারের সঙ্গে গ্যাসের কানেকশন (LPG Aadhaar Link) করিয়ে দিচ্ছেন। কিন্তু যারা ভর্তুকি (LPG Gas Subsidy) পাচ্ছেন না তাদের বায়োমেট্রিক তথ্য না দিলেও চলবে।
১লা সেপ্টেম্বর থেকে এইসব SIM Card ব্ল্যাকলিস্টেড হবে! গ্রাহকদের জন্য বড় ঘোষণা TRAI এর
এক্ষেত্রে তাদের ভর্তুকি সংক্রান্ত গিভ আপ ফর্ম ফিল আপ করে নিতে হবে। সম্প্রতি এই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। নির্দেশে বলা হয়েছে যদি কেউ ব্যবসার কাজে ঘরোয়া গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাহলে সেই গ্যাস Distributar দের ফল ভুগতে হবে। তাই এই ঝামেলা এরাতে তাড়াতাড়ি Distributar এর কাছে গিয়ে LPG Gas Subsidy নিয়ে সকল কাজ সেরে আসুন।
Written by Ananya Chakraborty.