Bhu-Aadhaar: এবারে ভূ-আধার কার্ড বানানো বাধ্যতামূলক! বানালে এইসব সুবিধা পাবে দেশবাসী
আমরা সকলের আধার কার্ড (Aadhaar Card) সম্পর্কে জেনে গেছি। আর এবারে এক নতুন ভূ-আধার কার্ড (Bhu-Aadhaar) বানাতে হবে নিজেদের থাকা জমির জন্য। এই কথাটি শুনতে আশ্চর্যজনক লাগলেও এই কাজটি সকলকেই করতে হবে বলে মনে করা হচ্ছে। এবার সাধারন মানুষদের আধার কার্ডের মতই জমিরও আধার কার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার (Government of India).
ULPIN Bhu-Aadhaar For Every Lands in India.
দেশের নাগরিকদের আধার কার্ড ছাড়া প্রায় চলে না। আধার কার্ড খুব গুরুত্বপুর্ণ নথি। এটি দেশের নাগরিকদের পরিচয় পত্র। ঠিক এমনই আধার কার্ড এর আদলে এবার জমির জন্যে চালু হবে ভূ-আধার (Bhu-Aadhaar). এই ব্যবস্থা চালু হলে উপকৃত হবে দেশবাসী। জমি জায়গার জন্যে এই ভূ আধার চালু করার কথা বাজেটে ঘোষনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman).
সমগ্র ভারতে চালু ভূ-আধার কার্ড
এই ব্যবস্থা চালু করার মূল লক্ষ্য হল দেশের গ্রাম ও শহরের ভূমি সংস্কার। পাশাপাশি এই পরিকল্পনার মধ্য দিয়ে দেশের সব জমি জমার ডিজিটালাইজেসন (Land Digitalization) করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওই দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামান জানিয়েছেন, আগামী 3 মাসের মধ্যে দেশের সব ভূমি সংস্কারের কাজ করতে হবে। এই ভূমি সংস্কারের কাজ চলবে মূলত Bhu-Aadhaar এর মাধ্যমে।
এবার জমিরও হবে আধার কার্ড!
এই পরিষেবার কাজ দ্রুত করার জন্যে দেশের সব রাজ্য গুলোকে প্রয়োজনীয় অর্থ দেওয়া হবে। কেন্দ্র সরকারে এই ব্যবস্থার মাধ্যমে উপকৃত হবে দেশের নাগরিকরা। বিশেষজ্ঞ মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে সরকার এই পরিকল্পনার মধ্য দিয়ে জমির মালিকানার অধিকার ও সেই সংক্রান্ত নথি সংগ্রহ করে রাখবে। এই Bhu-Aadhaar এর কাজ পুরোপুরি ভাবে শেষ হলে সবচেয়ে বড় যেই সুবিধা পাওয়া যাবে তা হল জমি নিয়ে যে বিবাদ হয় তা অনেকটা কমে যাবে।
ভূ-আধারের সুবিধা ও অসুবিধা
এছাড়া পুরো ডিজিটালাইজেসন হয়ে গেলে দেশ বসীরা ঝট করে তাদের জমি সংক্রান্ত নথি পেয়ে যাবেন। জমিজমা নিয়ে কোনো রকম জালিয়াতি করতে পারবেনা কেউ। এই ব্যবস্থা চালু হলে কৃষি ঋণ থেকে শুরু করে কৃষি সংক্রান্ত যে কোন কাজের সুবিধা সহজেই পাওয়া যাবে। আধার কার্ড এর মত জমির জন্যে যে ইউনিক নম্বর আনার পরিকল্পনা নেওয়া হয়েছে তার পোশাকি নাম হল Unique Land Parcel Identification Number বা ULPIN.
জমির এই কার্ডের মধ্যে আধার কার্ডের যেমন 14 ডিজিট নম্বর থাকে তেমন এই Bhu-Aadhaar ও 14 ডিজিটের নম্বর থাকবে। এই কার্ডের মাধ্যমে জমির আলাদা নম্বর প্রশাসনের কাছে থাকবে এই নম্বর এর মাধ্যমে জমি সহজেই শনাক্ত করা যাবে। এছাড়া জমির ম্যাপিং এবং কার নামে ওই জমি আছে সেই সংক্রান্ত সকল তথ্যও পাওয়া যাবে।
লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন না! আসল কারণ জানালো পশ্চিমবঙ্গ সরকার
কিভাবে এই ভূ-আধার বানাবেন?
এখনো পর্যন্ত এই Bhu-Aadhaar নিয়ে কোন ধরণের বিশেষ নিয়ম এখনো পর্যন্ত জানানো হয়নি। কিন্তু এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা ULPIN Bhu-Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সম্পর্কে সকল আপডেট সম্পর্কে জেনে নিতে পারবেন। এই সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের এই সম্পর্কে সবার আগে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব।
Written by Ananya Chakraborty.