Vehicle Tax: গাড়ি মালিকদের জন্য উপহার ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! ট্যাক্স কমতে চলেছে?
পশ্চিমবঙ্গের কোটি কোটি গাড়ি চালকদের ট্যাক্স (Vehicle Tax) নিয়ে বড় ঘোষণা করা হল রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে। এখন প্রায় সব বাড়িতেই হয় দুই চাকা (Two Wheeler Tax) না হয় চার চাকার গাড়ি (Four Wheeler Tax) আছে। এখন কার ব্যস্ত জীবনে এক জায়গা থেকে অন্য জায়গায় কম সময়ে পৌছানোর জন্য দরকার হয় বাইক বা স্কুটির। কিন্তু যে হারে দিন দিন পেট্রোল আর ডিজেলের দাম (Petrol Diesel Price) বাড়ছে তাতে গাড়ি চালানোই দায় হয়ে পরছে সাধারন মানুষদের।
West Bengal Electric Vehicle Tax Discount Update for Car Drivers.
শুধু যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তা নয় পরিবেশ দূষণ ও বাড়ছে প্রতিদিন। আর তাই মানুষের সুবিধার জন্যে ও পরিবেশ দূষণ কমানোর জন্যে অটো মোবাইল কোম্পানি গুলো দারুন দারুন সব ইলেকট্রিক ভেইকেল (Vehicle Tax) নিয়ে আসছে বাজারে। আর এবার সরকার এই ইলেকট্রিক ভেইকেল (Electric Vehicle) নিয়েই দারুন খবর দিল। কি ঘোষনা করল বিস্তারিত দেখে নিন।
গাড়ির ট্যাক্সে ছাড় ঘোষণা!
পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপে গাড়ির মালিকদের জন্য নিয়ে আশা হয়েছে এক দারুন সুযোগ। ইলেকট্রিক ও CNG গাড়ির মালিকদের জন্যে 2025 সালের 31শে মার্চ পর্যন্ত করের বোঝা পুরোপুরি তুলে নেওয়া ঘোষনা করেছে সরকার। শুধু কর ছাড় নয়, Registration Fees, এবং অতিরিক্ত ট্যাক্সের (Vehicle Tax in West Bengal) ক্ষেত্রেও থাকছে দারুন ছাড়। এই ঘোষনা হতেই রাজ্যে খুশির হাওয়া বইছে।
পশ্চিমবঙ্গে পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন
রাজ্যের পরিবহন ব্যবস্থায় নতুন বিপ্লব ঘটাতে চায় সরকার। শুধু পরিবহন ব্যবস্থা নয় পরিবেশের দূষণ কমানো জন্যে ও নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইলেকট্রিক গাড়ি ও CNG দূষণ কমাতে সাহায্য করে। তাই এই সব যানবাহনের ব্যবহার বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে (Vehicle Tax). 2022 সালের 1 লা এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম দফার কর ছাড়ের সময় সীমা ছিল 31 শে মার্চ 2024.
তবে এবার এর মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। এখন এর মেয়াদ বাড়িয়ে 2025 সালের 31 শে মার্চ পর্যন্ত করা হয়েছে। এই ঘোষনার ফলে ইলেকট্রিক গাড়ি (Vehicle Tax) কিনতে আগ্রহী হবে মানুষ। লোকসভা ভোটার জন্যে এই ঘোষনা একটু দেরিতে হলেও এই পদক্ষেপে সারা বাংলার গাড়ি বাজারে সারা ফেলে দেবে। যারা নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন তাদের জন্যে এটি দারুন সুযোগ।
রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে ইলেকট্রিক ও CNG গাড়ি কেনার প্রতি মানুষের ঝোঁক বাড়বে আর রাজ্যের পরিবহন ব্যবস্থায়ও নতুন দিগন্ত তৈরি হবে।। রাজ্যের এই উদ্যোগের ফলে যেমন – পরিবেশের দূষণ (Pollution) কমানো যাবে, তেমন আগামী প্রজন্মের জন্যও একটি নিরাপদ, সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে। Vehicle Tax বা গাড়ির কর নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.