ছুটি

Holiday List: নভেম্বর মাসের ছুটির তালিকা। স্কুল-কলেজ সরকারি অফিস কবে কবে বন্ধ?

ছুটি (Holiday List) এই কথাটি ছোট থেকে বড় সকল মানুষরাই শুনতে খুবই পছন্দ করেন। আর এখন উৎসবের মরশুম চলার জন্য প্রায় ভালই ছুটি (Holiday) উপভোগ করছেন অনেকেই। তবে এখনো উৎসবের মরশুম শেষ হয়নি। 31 তারিখে রয়েছে দীপাবলি তারপরে ভাইফোঁটা দিয়ে পুজোর ছুটি শেষ হবে। টানা কয়েক দিন ছুটি পেয়েছেন সরকারি কর্মী থেকে পড়ুয়ারা।

West Bengal Government Holiday List in November

আগামি নভেম্বর মাসেও রয়েছে অনেক কয়েকটি ছুটি (Holiday List). নভেম্বর মাসে কয় দিন ছুটি রয়েছে স্কুল-কলেজ, অফিস কাছারি গুলো চলুন দেখে নিন। আর এই নভেম্বর মাসেও অনেক ছুটি রয়েছে এবং তারই সঙ্গে অনেক নতুন ছুটিও পেতে চলেছে সকলে। এই কারণের জন্য আগের থেকে এই সম্পর্কে জানা থাকলে আপনাদের অনেকটাই সুবিধা হতে পারে।

নভেম্বর মাসের ছুটির তালিকা

এই বছর নভেম্বর মাসে দীপাবলি ও কালীপুজো, ভাইফোঁটা, গোবর্ধন পুজো, ছটপুজো এবং কার্ত্তিক পূর্ণিমার মত বিশেষ দিন গুলো পালিত হয়। তবে এবার দীপাবলি অক্টোবরের 31 তারিখে। তারপরে 3 তারিখ ভাইফোঁটা। সেই দিন রবিবার তবে এর জন্য সোমবার অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে তারপরে স্কুল খুলে যাবে। আবার 7 ই নভেম্বর থাকছে ছটপুজোর ছুটি (Holiday List).

15 ই নভেম্বর গুরুনানকের জন্মদিন উপলক্ষ্যে থাকছে ছুটি। তারপরে স্কুল, কলেজ, অফিস, কাছারি সব খুলে যাবে। আর এই বছরের মত পুজোর ছুটিও শেষ হয়ে যাবে, আবার এক বছরের অপেক্ষা। পুজোর ছুটি শেষ হতে না হতেই পরের বছর কবে পুজো তা জানতে আগ্রহী হয়ে থাকে মানুষ। চলুন জেনে নিন আগামী বছর কবে থেকে শুরু হচ্ছে পুজোর ছুটি।

Holiday List 2025

2025 সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা। 28 শে সেপ্টেম্বর ষষ্ঠী, 29 শে সেপ্টেম্বর সপ্তমী, 30 শে সেপ্টেম্বর অষ্ঠমী, 1 লা অক্টোবর নবমী আর 2 রা অক্টোবর দশমী। গত বছরও চতুর্থীর দিন থেকেই সরকারি কর্মীরা ছুটি পাবেন অর্থাৎ সরকারি কর্মীদের ছুটি শুরু হচ্ছে 26 শে সেপ্টেম্বর থেকে। এর পরে 6 ই অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত 8 দিন ছুটি থাকবে টানা।

দুর্গাপুজো লক্ষ্মীপুজো শেষ করে তারপরে আছে দীপাবলি বা কালিপুজো। আগামী বছর কালীপুজো 20 শে অক্টোবর আর 23 শে অক্টোবর ভাইফোঁটা পড়েছে। এই কালীপুজো বা দীপাবলি ও ভাইফোঁটা মিলিয়ে সরকারি কর্মীরা ছুটি পাবেন টানা 1 সপ্তাহের মত। বছর শেষের মত বছর শুরুর দিকেও আছে লম্বা ছুটি। 2025 সালে দোলপূর্ণিমা 14 ই মার্চ শুক্রবার। তারপরে শনিবার ও রবিবার এমনিতেই থাকে ছুটি। ফলে দোলের জন্যে টানা 3 দিন ছুটি (Holiday List) পাবে।

Utkarsh Bangla (উৎকর্ষ বাংলা প্রকল্প)

এরপরে আবার 15 ই আগস্ট শুক্রবার তারপরে শনি ও রবি বার পড়ায় তখনও টানা 3 দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। এই গুলো ছাড়াও আরো অনেক কয়েকটি ছুটি আছে যে গুলো রবিবার পড়ায় মার যাবে। যেমন প্রজাতন্ত্র দিবস 26 শে জানুয়ারি (রবিবার), সরস্বতী পুজো 2 রা ফেব্রুয়ারি (রবিবার), চলতি বছর রাম নবমীতেও ছুটি (Holiday List) দিয়েছিল রাজ্য।

বাড়িতে বিদ্যুতের বিল কিভাবে কমাবেন? এই ৭ উপায় আজই জানুন

এবার রামনবমী 7ই এপ্রিল রবিবার। মহরম 6 ই জুলাই রবিবার আর রাখিপুর্নিমা 9 ই অগাস্ট রবিবার পড়ায় ছুটি গুলো মার যাবে কর্মীদের। এই দিন গুলোতে কোনো ছুটি দেবে না রাজ্য। কিন্তু এবারে দেখার অপেক্ষা যে আগামী বছর শুরু হলে এই ছুটির তালিকায় (Holiday List) কোন ধরণের পরিবর্তন করা হয় কিনা সেই সম্পর্কে তখনই জানতে পারা যাবে।
Written by Ananya Chakraborty.

Related Articles