Farmers: কৃষকবন্ধুদের রোজগার বাড়তে চলেছে! দীপাবলির আগে খুশির খবর

আমাদের সকলের অন্নদাতা হল কৃষকরা (Farmers). আর এই সকল চাষিদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) এবং কেন্দ্র সরকারের তরফে পিএম কিষাণ যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) নিয়ে আসা হয়েছে। আর এবারে সরকারের তরফে নুন্যতম সহায়ক মূল্য (MSP) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল।
MSP Increase for Indian Farmers by Government
আর কয়েক দিন পর আলোর উৎসব দীপাবলি। দীপাবলির আগেই কৃষকদের (Farmers) জন্য দারুন খবর দিল কেন্দ্র সরকার। গতকাল ছিল কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক। গতকালের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রবি ফসলের নূন্যতম সমর্থন মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদিজির এই সিদ্ধান্তের মূল কারন হল কৃষকদের আয় বাড়ানো আর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
Good News for Farmers
আমরা বিগত কিছু বছর আগে কৃষকদের আন্দোলন (Farmers Protest) দেখেছি দেশের রাজধানী নতুন দিল্লীতে (New Delhi). আর তারপর থেকেই কেন্দ্র হোক বা রাজ্য সরকার সকলেই চাষিদের জন্য নানা ধরণের সুবিধা জনক সরকারি প্রকল্প নিয়ে হাজির হয়। কিন্তু এবারে Minimum Support Price সম্পর্কে অনেক ধরণের ঘোষণা করা হল।
MSP কত বৃদ্ধি হল?
- গমের নতুন হার – প্রতি কুইন্টালে 150 টাকা বৃদ্ধি পেয়ে 2425 টাকা হয়েছে।
- সর্ষের নতুন হার – প্রতি কুইন্টালে 300 টাকা বেড়ে হয়েছে 5950 টাকা।
- ছোলার নতুন হার – প্রতি কুইন্টালে 210 টাকা বৃদ্ধি পেয়ে 5650 টাকা হয়েছে।
- মুসুর ডালের নতুন হার – প্রতি কুইন্টালে 275 টাকা বৃদ্ধি পেয়ে 6700 টাকা হয়েছে।
- সূর্যমুখীর নতুন হার – প্রতি কুইন্টালে 140 টাকা বৃদ্ধি পেয়ে 5950 টাকা হয়েছে।

MSP কি বা এটি কিভাবে কাজ করে?
MSP বা নূন্যতম সমর্থন মূল্য হল সেই মূল্য যে দামে কৃষকদের (Farmers) কাছ থেকে ফসল কেনা হয়। এটি কৃষকদের আয় রক্ষা করে আর বাজার মূল্য কমে গেলে ক্ষতির হাত থেকে বাঁচায়। MSP বাড়ানোর ফলে কৃষকরা ফসল উৎপাদন করতে উৎসাহিত হবে এবং তাদের আয়কে স্থিতিশীল রাখবে। রবি ফসলের চাষ করা হয় সাধারণত অক্টোবর ও নভেম্বর মাসে আর এই ফসল তোলা হয় মার্চ বা এপ্রিলের দিকে। গম, সর্ষে, ছোলা, যব ইত্যাদি এই মরশুমের প্রধান ফসল।
রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা গ্রাহকদের জন্য! কতটা সুবিধা হবে এবারে?
MSP বৃদ্ধির ফলে কি সুবিধা হবে?
এই পদক্ষেপ কৃষকদের জন্য একটি স্বস্তি এনে দেবে। MSP বৃদ্ধির ফলে তারা ফসল বিক্রির মাধ্যমে আরো বেশি আয় করতে পারবেন। বাজারের অনিশ্চয়তা সত্ত্বেও MSP বাড়ানোর কারণে তারা একটি নিশ্চিত মূল্য পেয়ে থাকবেন। ফলে তারা আর্থিক দিক থেকে সুরক্ষিত থাকবে। সরকারের এই পদক্ষেপ কৃষকদের জন্যে দারুন উদ্যোগ। MSP বৃদ্ধির ফলে চাষিরা (Farmers) যেমন উপকৃত হবেন তেমন দেশের অর্থনীতিও স্থিতিশীল থাকবে।Written by Ananya Chakraborty.



