ছুটি

Holiday: টানা ৪ দিন ছুটি থাকবে স্কুল! কবে থেকে ছুটি পাবে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা?

ছুটির খবর, ছুটির খবর! আবার টানা 4 দিন ছুটি (Holiday) পেতে চলেছে কর্মীরা ও সাথে পড়ুয়ারাও। এই ছুটিতে এবার যোগ হতে চলেছে নতুন ছুটি। আর এই খবর শুনে রীতিমত খুশিতে ডগমগ পশ্চিমবঙ্গে সকল সরকারি স্কুলের পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষা কর্মীরা (Govt Employees). তাহলে এবারে কবে এই ছুটি দেওয়া হবে? আর কি উপলক্ষে? সেই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক (Government of West Bengal).

New Holiday Announce for Karam Puja in West Bengal

সেপ্টেম্বর মাস শুরু হয়েছে মাত্র ১ সপ্তাহ হয়েছে আর দ্বিতীয় সপ্তাহের শুরুতেই টানা ছুটি (Holiday) নিয়ে দারুণ সুখবর পাওয়া গেল। এবার সেপ্টেম্বর মাসে নতুন ছুটি যোগ করল রাজ্য সরকার। গত বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য অর্থ দফতর। সেখানেই এই নতুন ছুটির কথা ঘোষনা করা হয়েছে। এই নতুন ছুটি ঘোষনার ফলে টানা 4 দিন ছুটি পাবে সরকারি কর্মী থেকে পড়ুয়ারা।

কবে থেকে এই ছুটি থাকছে?

গত বুধবার রাজ্য অর্থ দফতরের (West Bengal Finance Department) তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় আগামী 14 ই সেপ্টেম্বর ছুটি (Holiday) থাকবে। ওই দিন করম পুজো উপলক্ষে ছুটি থাকবে বলে জানিয়েছে রাজ্য অর্থ দফতর। রাজ্যের সব স্কুল, কলেজ, সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও আধা সরকারি অফিস কাছারি বন্ধ থাকবে 14 ই সেপ্টেম্বর।

টানা ৪ দিন ছুটি থাকতে চলেছে

14 ই সেপ্টেম্বর ছুটি ঘোষনা করাতে স্কুল পড়ুয়াদের খুব লাভ হয়েছে। 14 ই সেপ্টেম্বর পরেছে শনিবার, শনিবার এমনিতে স্কুলে থাকে অর্ধদিবস ছুটি। তবে করম পুজো উপলক্ষে 14 ই সেপ্টেম্বর পুরো দিন ছুটি পাবে পড়ুয়ারা। তারপরে 15 তারিখ পরেছে রবিবার এমনিতেই ছুটি থাকে। 16 ই সেপ্টেম্বর মিলাদ-উন-নবি উপলক্ষে এবং 17 ই সেপ্টেম্বর, মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ছুটি (School Holiday) পাবেন পড়ুয়ারা।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী (West Bengal State Government Employees)

এই দিকে 14 ই সেপ্টেম্বর স্কুলের পড়ুয়ারা ছুটি পেলেও এতে সরকারি কর্মীদের তেমন কোনো লাভ হয় কি কারন এই শনিবার বহু অফিস কাছারি বন্ধ থাকে। আর যে গুলো খোলা থাকে সে গুলো এই ছুটি (Holiday) উপলক্ষে বন্ধ থাকবে। চলতি বছর ছুটির তালিকা প্রকাশের সময়ই রাজ্য সরকারের তরফ থেকে করম পুজো উপলক্ষে ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল।

৩ হাজার জমিয়ে লাখপতি! স্টেট ব্যাঙ্কের RD স্কিমে সবচেয়ে বেশি সুদ

কবে ছুটি দেওয়া হবে তা তখন জানানো হয়নি। তাই বুধবার বিজ্ঞপ্তি জারি করে ছুটির দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। তবে করম পুজো উপলক্ষে এর আগেও ছুটি পাওয়া যেত তবে সেই ছুটি ছিল সেকশনাল হলিডে অর্থাৎ যারা করম পুজো পালন করত শুধু তারাই এই ছুটি পেত। তবে এবার থেকে সবাই এই ছুটি পাবে। তাহলে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles