ছুটি

Holiday: পুজোর ছুটি বাতিলের সিদ্ধান্ত সরকারের! মন খারাপ হল সকলের

ছুটি (Holiday) এমনিতেই ছোট থেকে বড় সকলেই উপভোগ করতে খুবই পছন্দ করে। আর অক্টোবর মাস পড়লেই পুজোর ধুম লেগে যায়, আর মাত্র 14 দিন বাকি দুর্গাপুজোর। আর বাঙালির প্রাণের উৎসবে কম বেশি সকলেই মানে সরকারি হোক বা বেসরকারি কর্মী বলুন অথবা স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা ছুটি পান। কিন্তু এবারে এই নিয়ে এক সিদ্ধান্ত ঘোষণা করলো সরকার (Government of West Bengal).

Durga Puja Holiday Cancel for West Bengal Police

অক্টোবর মাস পড়লেই টানা ছুটি (Holiday) শুরু হয়ে যাবে। দুর্গাপুজোর পরই রয়েছে লক্ষ্মীপুজো, কালিপুজো, ছট পুজো। এতো সব উৎসবে যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার রাজ্যের পুলিশদের (West Bengal Police) ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই নিয়ে নির্দেশিকাও জারি করেছে রাজ্য সরকার।

ছুটি বাতিলের সিদ্ধান্ত সরকারের!

উৎসবের মরশুম চলাকালীন ছুটি নিতে পারবেনা পুলিশ কর্মীরা। শুধু জরুরী পরিস্থিতিতেই ছুটি নিয়ে পারবে। আগামী 1 লা অক্টোবর থেকে 8 ই নভেম্বর পর্যন্ত জরুরী পরিস্থিতি ছাড়া ছুটি না নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। বাঙালির বড় উৎসব হল দুর্গাপুজো (Holiday). আর এই দুর্গাপুজোর সময় প্রতিটি মানুষ হৈচৈ করে কাটায়। এই পুজোর সময় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং স্বাভাবিক ও সুষ্ঠভাবে যেন উৎসবে সবাই মজা করতে পারে সেটার জন্যই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের।

Holiday (পশ্চিমবঙ্গে টানা ছুটি ঘোষণা)

পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতি বছর পুজোর সময় পুলিশদের তাদের কাজ বুঝিয়ে দেওয়া হয়। যে সব জায়গা মানুষদের ভিড় বেশি হয় সে সব জায়গায় বেশি করে পুলিস মোতায়েন করা হয়ে থাকে। এই সব দিকে নজর রেখে পুলিশের ছুটি বাতিল (Holiday Cancel) করেছে রাজ্য সরকার। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ছটপুজো যাতে শান্তিপুর্ণ ভাবে কাটাতে পারে মানুষ তা দিকে নজর দিয়েই এমন সিদ্ধান্ত।

লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বড় প্রকল্প! এবার মহিলারা পাবে ১০,০০০ টাকা

এই দিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই বলেছিল, সুষ্ঠভাবে পুজা পরিচালনা সবাইকে মিলেই হবে। কোন ক্লাবের থিম কি? তা পুলিশকে নজর রাখতে হবে। এমন কোনো থিম কোনো প্যাণ্ডেলে করা যাবে না যাতে ভিড় নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পরে (Holiday). দুর্গাপুজোর সময় বাইরের রাজ্য আবার বিদেশ থেকেও অনেক মানুষ আসে। তাদের কারোর যাতে কোনো রকম অসুবিধায় পড়তে না হয় তার দিকে নজর রাখতে হবে পুলিশদের।
Written by Ananya Chakraborty.

Related Articles