স্কলারশিপ

Medhashree Scholarship: ৮০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে! কারা এই টাকা পাবে?

বহু ছেলে মেয়ে আছে যারা আর্থিক ভাবে দুর্বল হওয়ায় পড়াশোনা করতে পারেনা (Medhashree Scholarship). ফলে স্কুল ছেড়ে দিতে হয় তাদের। তাই সরকার এই ধরণের স্কুল ছুটদের সংখ্যা কমাতে চাইছে। এর জন্যে নানা প্রকল্প এনেছে সরকার। পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা হয এই সব প্রকল্প গুলোর মাধ্যমে। এই রকম কিছু প্রকল্প হল কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Government Scholarship).

Medhashree Scholarship 2024

আজ আপনাদের সাথে আর একটি স্কলারশিপের (Medhashree Scholarship) ব্যাপারে বলব, অনেকে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে জানেন না। যারা এই প্রকল্পের ব্যাপারে জানেন না তারা এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন তাহলে জানতে পারবেন। আর এর মাধ্যমে অনেকেরই সুবিধা হতে চলেছে, তাহলে আর দেরি না করে এই সম্পর্কে জেনে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গ মেধাশ্রী স্কলারশিপ

সরকার বহু প্রকল্প চালু করেছেন রাজ্যবাসীর জন্যে। আজ যে প্রকল্পের ব্যাপারে আপনাদের বলব তা হল মেধাশ্রী প্রকল্প (Medhashree Scholarship). মেধাবি পড়ুয়ারা যাতে টাকা পয়সার অভাবে পড়াশোনা না ছাড়ে তার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। সব পড়ুয়া আবেদন করতে পারবে না যারা SC, ST ও OBC সম্প্রদায়ভুক্ত তারাই আবেদন করতে পারবেন। সাধারন শ্রেনীর পড়ুয়ারা আবেদন করতে পারবে না।

NMMSS Scholarship (ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ)

পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ

এই Medhashree Scholarship আবেদন করার জন্যে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পড়ুয়া যদি আর্থিকভাবে দুর্বল হয় তাহলেই শুধু আবেদন করতে পারবেন। পরিবারের বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকা বা তার কম। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পড়ুয়াদের পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে হবে। আর যদি কোনো পড়ুয়া রাজ্য সরকারের অন্য প্রকল্পের সুবিধা পায় তাহলে এই প্রকল্পের সুবিধা পাবে না তারা।

1, 5 ও 10 টাকার কয়েন নিয়ে সতর্কতা জারি RBI-র! ঠিক কি জানানো হল?

মেধাশ্রী প্রকল্পে আবেদন ও টাকার পরিমাণ

পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়াদের বৃত্তি দেওয়া হবে। বছরে 800 টাকা করে বৃত্তি দেওয়া হবে। পড়াশোনার খরচ মেটানোর জন্যে এই টাকা দেওয়া হবে। এই Medhashree Scholarship আবেদন করার জন্যে পড়ুয়াদের প্রথমে পশ্চিমবঙ্গ সংখ্যা লঘু ও অর্থ কর্পোরেশনের মেধাশ্রী ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আরও কিছু জানতে হলে মেধাশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles