TOTO: টোটো নিয়ে কড়া নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের! চালক ও নিত্যযাত্রীদের জানা আবশ্যক
টোটো চালকরা সাবধান হয়ে যান। কারন টোটো (TOTO) নিয়ে নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার (Government of West Bengal). আপনিও যদি টোটো চালক বা নিত্যযাত্রী হন তাহলে আজ আপনার জন্য এই প্রতিবেদন।বর্তমানে রাস্তায় মানুষের থেকে টোটো বেশি দেখা যায়। দিন দিন টোটোর সংখ্যা বেড়েই চলছে। দেশে বেকার ছেলে মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর তারা কাজ হিসেবে টোটো চালানোকেই বেছে নিচ্ছে।
New Rules on TOTO in West Bengal.
টোটো চলিয়ে সবাই মোটামুটি ভালই উপার্জন করছে। আর এই ব্যাটারি চালিত টোটোতে (TOTO) দূষণও কম হয়। কিন্তু দিন দিন এই টোটোর জন্য যানজট বাড়ছে রাস্তাঘাটে। এর ফলে সমস্যায় পরতে হয় যাতায়াতকারিদের। তাই এবার এই টোটো নিয়ে নতুন নিয়ম জারি করল পরিবহন দফতর (Transport Department, Government of West Bengal).
পশ্চিমবঙ্গে টোটো নিয়ে নতুন নিয়ম
কলকাতা শহরে তেমন টোটোর দাপট দেখা যায় না তবে শহরতলিতে টোটো (TOTO) ভালই দেখা যায়। আর এই টোটোয় যাতায়াত করতে অনেকেই পছন্দ করেন। কিন্তু এই টোটো নিয়ে ভুরি ভুরি আনেক অভিযোগ আসে। অনেক সময় দেখা যায় নিয়মের তোয়াক্কা না করেই হাইওয়েতে উঠে যায় টোটো আর এই নিয়ে বাধা দিলেই সরব হয় টোটো ইউনিয়ন। এর সাথে দুর্ঘটনার পরিমানও বৃদ্ধি পাচ্ছে।
এই জন্য টোটোর (TOTO) উপরে রাশ টানতে রাজ্য সরকার নিয়ম চালু করল। ইতিমধ্যে রাজ্যের নানা জেলায় এই যান নিয়ন্ত্রণের জন্য নিয়ম জারি করা হয়েছে। বহু রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে এবার টোটো নিয়ে কড়া নিয়ম আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
এই মুহুর্তে রাজ্যে প্রায় 10 লক্ষ TOTO চলে। জনগনের সুবিধার্থে এবার টোটোকে নিয়মের মধ্যে বাঁধতে উদ্যোগী রাজ্য সরকার। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে পরিবহন মন্ত্রী বলেন, ‘কোনো টোটো চালক তার জীবিকা হারান তা মুখ্যমন্ত্রী চান না। তবে আমরা চাই শহর বা ব্যস্ততম রাস্তায় যানজট যেন না হয়। এর জন্য টোটো চালকদের সিস্টেমের মধ্যে থাকতে হবে।
লটারি জেতার ফর্মুলা 2024! একবার জানলেই বারবার পুরস্কার জিতবেন
ওনারা যদি নিয়ম মাফিক টোটো চালান তাহলে যানজট অনেক খানি কম হবে। এই দিন তিনি আরো বলেন, ‘টোটো চালকদের Registration করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। টোটোর যেহেতু কোনো নির্দিষ্ট রুট নেই তাই তাদের পারমিটের দরকার থাকে না। কিন্তু বাজারে অথবা কোনো ব্যস্ততম জায়গায় এক সঙ্গে নেমে পড়লে যানজট তৈরি হয় সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এবারে দেখার অপেক্ষা যে পরিবহন দফতরের তরফে এই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়।
Written by Ananya Chakraborty.