প্রকল্প

Hawkers: হকারদের জন্য নতুন স্কিম আনল পশ্চিমবঙ্গ সরকার, ৮০ হাজার পেতে কিভাবে আবেদন করবেন?

কিছুদিন আগে নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) হকার (Hawkers) উচ্ছেদ নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশের পর থেকেই সকল পৌরসভা (Municipality) এলাকায় সকল হকারদের উচ্ছেদ করা শুরু হয়েছে। আর তাদের সকল অস্থায়ী দোকান একে একে সরিয়ে দেওয়া হচ্ছে। সাড়া রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ। এর ফলে রাজ্য তোলপাড় হয়ে উঠেছে (West Bengal Government Scheme).

West Bengal Hawkers Eviction News.

বৃহস্পতিবার Hawkers দের আন্দোলনে রীতিমত সর গরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আর হকারদের এই আন্দলোনের তীব্রতা এতোটা ছিল যে মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদ করা থেকে আপাতত সরে আসে। আর হকারদের এক মাস সময় দেয়। হকারদের উচ্ছেদ করার নির্দেশের মাঝে একটি প্রকল্পর কথা এখন উঠে এসেছে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের হকারদের (Hawkers Scheme) জন্যে চালু করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের সম্পর্কে জানার জন্য পুরো প্রতিবেদনটি পড়ুন।

হকারদের জন্য নতুন প্রকল্প

রাজ্য সরকার এই Hawkers Scheme এর মাধ্যমে হকারদের 80 হাজার টাকা করে দেওয়া হয়। তবে এই টাকা দেওয়া হবে সেই সব হকারদের যারা পৌরসভা এলাকায় বসবাস করে বা পৌরসভা এলাকায় হকারি করে। গ্রামীন এলাকার ব্যাক্তি যারা পৌরসভা এলাকায় হকারি করে তারাও পাবেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য গত বছর যেই নিয়মে এই প্রকল্পের জন্যে আবেদন করতে হয়েছিল সেই নিয়ম অনুযায়ী পৌরসভায় আবেদন করতে পারবেন।

কিভবে এই প্রকল্পের টাকা দেওয়া হয়?

এই প্রকল্পের মাধ্যমে হকাররা 80 হাজার টাকা পর্যন্ত হকারি লোন (Hawkers Loan) নিতে পারবেন। এই পুরো টাকা 3 দফায় দেওয়া হয়। প্রথমে 10 হাজার টাকা দেওয়া হয় সেই টাকা ঠিক মত সদ করে দিলে দ্বিতীয় দফায় 20 হাজার টাকা দেওয়া হয় সেই টাকা শোধ করার জন্যে 1 বছর দেওয়া হয় তা শোধ করে দিলে, তারপরে তৃতীয় দফায় 50 হাজার পাওয়ার যোগ্য হন সেই হকার ভাই বা বোনেরা।

এই টাকা কেন দেওয়া হয়?

এই টাকা দেওয়া হয় মূলত ব্যবসা বাড়ানোর জন্য। দুর্গাপূজার সময় বা অন্য অনুষ্ঠানে বড় বড় ব্যবসায়িকরা তাদের নিজেদের সঞ্চিত অর্থ থেকে জিনিস পত্র কেনে ব্যবসা বাড়ানোর জন্যে। কিন্তু ছোট ব্যবসায়ী বা Hawkers তাদের ব্যবসা বাড়ানোর ইচ্ছে থাকলেও টাকার অভবে তা করে উঠতে পারে না। এর জন্যে সরকার 2023 সালে দুর্গা পূজার আগ দিয়ে এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন হাজার হাজার হকাররা।

Ayushman Bharat Yojana (আয়ুষ্মান ভারত যোজনা)

হকারদের জন্য সরকারি প্রকল্প

2023 সালে জুলাই মাসে এই প্রকল্পের সূচনা করা হয় এখনো 1 বছর কাটেনি। তাই এই প্রকল্প টাকা পাওয়া ও শোধ করার সময় রয়েছে এখনো। অনেকেই আশা করছেন এই বছরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগের বছরের মত হকারদের জন্যে এই ধরনের প্রকল্পের ঘোষণাও করতে পারে অথবা প্রকল্পের সুবিধাও বাড়িয়ে দিতে পারেন। বর্তমানে হকারদের এই সমস্যার মধ্যে আগামী দিনে হকার দের নিয়ে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

পশ্চিমবঙ্গে সরকারি চাকরির খবর 2024. কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে?

পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদের ভবিষ্যৎ কি?

বর্তমানে এই Hawkers উচ্ছেদ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে গেছে এবং সামনেই দুর্গাপুজো এবং এই সময়ে হকারদের তুলে দিলে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে সেই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন এবং এর ফলে যাতে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে না পরে সেই দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *