প্রকল্প

Awas Yojana: ১ লাখ ৩০ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! এই প্রকল্পে আবেদন করেছেন?

পশ্চিমবঙ্গে সরকারের (Government of West Bengal) বড় সিদ্ধান্ত! প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) বকেয়া টাকা যেইটা আমাদের রাজ্যের মানুষেরা এখন পাননি সেই টাকা এবারে দেবে রাজ্য নিজেদের কোষাগার থেকে। চলতি বছর শেষ হওয়ার আগেই ঢুকবে 1 লক্ষ 30 হাজার টাকা! কবে ঢুকবে এই টাকা আর কারা পাবে এই টাকা চলুন দেখে নিন (Prime Minister Awas Yojana).

PM Awas Yojana Pending Money will Pay by State Government

পশ্চিমবঙ্গ সরকার বারবার বঞ্চনার অভিযোগ করে আসছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কেন্দ্র সরকার রাজ্য সরকারের বরাদ্দ টাকা দিচ্ছে না। এই নিয়ে বহুবার অভিযোগ করেছেন তিনি। সেই জন্য অনেক প্রকল্পের ক্ষেত্রে তিনি একলা চলো নীতি অনুসরণ করছেন। সেই সব প্রকল্প গুলোর মধ্যে একটি হল আবাস যোজনা। আবাস যোজনায় (PM Awas Yojana) বরাদ্দ টাকা নাকি কেন্দ্র সরকার পাঠাচ্ছে না।

পিএম আবাসের টাকা দেবে রাজ্য

তাই রাজ্য সরকার নিজে থেকে সেই টাকা দেবে রাজ্যবাসীকে। চলতি বছর ডিসেম্বর মাসেই নাকি এই PM Awas Yojana-র টাকা দিতে শুরু করবে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের টাকা দেওয়ার আগে রাজ্য সরকার সমীক্ষা চালাবে, সমীক্ষায় উতরে যেতে পারলে পাবেন টাকা আর কোনো অসংগতি দেখলে টাকা দেবে না সরকার। পশ্চিমবঙ্গ সরকার আগেই আবাস যোজনার ক্ষেত্রে একলা চলো নীতির কথা ঘোষনা করেছিল।

প্রধানমন্ত্রী আবাস যোজনা

আগের ঘোষনার মত ডিসেম্বর মাস থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। জানা যাচ্ছে, মুখ্যসচিব মনোজ পন্থের সামনে নবান্নে একটি বৈঠক হয়। সংশ্লিষ্ট সব দফতরের সচিবদের সাথে তিনি বৈঠক করেন। প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে PM Awas Yojana-র অনুমোদিত লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্টে নাম থাকা পরিবার গুলোকে সমীক্ষার অধীনে আনা হবে।

জানা যাচ্ছে আবাস যোজনার অধীনে সমতলের পরিবার গুলোকে 1 লক্ষ 20 হাজার টাকা আর প্রত্যন্ত অঞ্চলের পরিবার গুলোকে 1লক্ষ 30 হাজার টাকা করে দেওয়া হবে। এই নিয়ে গাইডলাইন প্রকাশ করা হয়েছিল। কাদের কাদের PM Awas Yojana-র টাকা দেওয়া হবে এই বিষয়ে। সেখানে বলা হয়েছে যাদের তিন চাকার বা চার চাকার গাড়ি রয়েছে, 3 চাকা বা 4 চাকার কৃষি যন্ত্র রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

মাসিক 15000 টাকা বেশি মাসিক আয় যাদের আছে এবং যারা আয়কর দেয় তারা আবাস যোজনার টাকা পাবেন না। নির্দিষ্ট পরিমান জমি থাকলেও টাকা দেবে না সরকার। আড়াই একর বা তার বেশি সেচ যুক্ত জমি ও 5 একর অসেচযুক্ত জমি থাকলেও এই প্রকল্পের টাকা পাবেন না। এক কথায় যে সব মানুষের আবাস যোজনায় নাম আছে তারা আদৌ আবাস যোজনার টাকা পাওয়ার যোগ্য কিনা তা খতিয়ে দেখবে সরকার। জানা যাচ্ছে অক্টোবর মাস থেকে শুরু করা হবে এই সমীক্ষা।

LPG Gas (রান্নার গ্যাস)

আগামী 21 শে অক্টোবর থেকে 30 শে অক্টোবর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি এই সমীক্ষা। এরপরে 14 ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিং এর কাজ সেরে ফেলতে হবে। ক্রস চেকিং এর কাজ শেষ হয়ে যাবার পর আগামী 21 শে নভেম্বর থেজে 27 শে নভেম্বর এর মধ্যে SDO, BDO, জেলা শাসকের অফিসের সামনে তালিকা প্রকাশ করা।

দুর্গাপুজোয় কারেন্ট নাও থাকতে পারে! আনন্দ মাটি হওয়ার প্রবল সম্ভাবনা

কারোর যদি কোনো রকমের অভিযোগ থাকে তাহলে 13 ই ডিসেম্বরের মধ্যে জেলাস্তরের কমিটি PM Awas Yojana-র তালিকার অনুমোদন প্রদান করবে। সেটা হয়ে গেলেই 20 শে ডিসেম্বর থেকে PM Awas Yojana-র টাকা দেওয়া শুরু হবে। এই টাকা দুই দফায় দেওয়া হবে প্রথম দফায় 60 হাজার টাকা আর দ্বিতীয় দফায় বাকি টাকা দেওয়া হবে।Written by Ananya Chakraborty.

Related Articles