পশ্চিমবঙ্গের খবর

লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বেশি! ২০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে, আবেদন করেছেন কি?

পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) মহিলাদেরকে স্বনির্ভর (Women Empowerment) করার জন্যে বিভিন্ন প্রকল্প (Govt Scheme for Women) নিয়ে আসে। মহিলারা যাতে আর পিছিয়ে না থাকে এগিয়ে যায় তার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। মহিলাদের জন্য আনা এক প্রকল্প শুধু রাজ্যে নয় সারা দেশে জনপ্রিয় হয়েছে। সেই প্রকল্পের কথা আমরা সবাই জানি, তা হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar). 2021 সালে বিধানসভা ভোটের আহে এই প্রকল্পের (Government Scheme) কথা বলেছিলেন।

Get 2000 Rupees on West Bengal Aikyashree Scholarship 2024.

আর তারপরে জেতার পর সেই অনুযায়ী কাজও করেছেন। আর এখনও কাজ করে চলছেন। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত প্রচুর মহিলারা উপকৃত হয়েছে। আগে এই প্রকল্পের মাধ্যমে জেনারেল কাস্টের মহিলাদের 500 ও তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1000 টাকা করে ভাতা (Lakshmir Bhandar Allowance) দেওয়া হত। তবে এবারের বাজেটে এই ভাতার পরিমান বাড়ানো হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ২০০০ টাকা!

এখন জেনারেল কাস্টের মহিলারা 1000 টাকা ও তপশিলি জাতি ও উপজাতি মহিলারা 1200 টাকা করে পান। তবে বর্তমানে এই প্রকল্পের পাশে আরো একটি জনকল্যাণকারী প্রকল্প খুব জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি এই প্রকল্পের আবেদন করা শুরু হয়ে গিয়েছে। আর যদি আপনারা এই সম্পর্কে এখনো পর্যন্ত না জেনে থাকেই তাহলে কি সেই প্রকল্প চলুন জেনে নেওয়া যাক।

লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বেশি টাকা?

রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে 1000 বা 1200 নয় 2000 টাকা করে দেওয়া হয় প্রতিমাসে অর্থাৎ 1 বছরে 24 হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের নাম হল ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship 2024). এটি একটি প্রকল্প নয় স্কলারশিপ, কিন্তু সরকারের তরফে এই টাকা দেওয়া হয় বলে এইটিকে অনেকে প্রকল্প বলেও মনে করে।

Budget 2024 (রেল বাজেট ২০২৪)

ঐক্যশ্রী স্কলারশিপে কত টাকা দেওয়া হয়?

এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পড়ুয়াদের আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। স্নাতকোত্তর স্তরে দুই বছরের জন্যে 48 হাজার টাকা দেওয়া হয়। MBBS সহ বিভিন্ন পেশাদারি পড়াশোনা যারা করেন তারাও তাদের বিষয়ের ভিত্তিতে 5 বছরের জন্য প্রতিবছর 24 হাজার টাকা করে পান। কোনো পড়ুয়া বিএড করলে দুই বছরের জন্য 18 হাজার টাকা করে পাবেন। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে প্রাক মাধ্যমিক, উচ্চ শিক্ষা ও পেশাদারী শিক্ষার পড়ুয়াদের আর্থিকভাবে সাহায্য করা হবে।

28 দিনের সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান! অবশেষে গ্রাহকদের স্বস্তি

কারা আবেদন করলে ২০০০ টাকা পাবে?

এই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য কেবল মাত্র খ্রিস্টান, মুসলিম, জৈন, বৌদ্ধ, পারসি ও শিখ সম্প্রদায়ের পড়ুয়ারাই আবেদন করতে পারবে। আর এবারে অনেকেই এই স্কলারশিপের সুবিধা পেয়ে থাকে। কিন্তু এখন নতুন করে ফের একবারের জন্য এই আবেদন নেওয়া শুরু করা হয়েছে। তাহলে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *