অর্থনীতি

Education Loan : শিক্ষা ঋণের জন্য ভারত সরকারের ভর্তুকি প্রকল্প! এখন পড়াশোনা নিয়ে ‘নো টেনশন’

দেশের সকল মেধাবী পড়ুয়াদের নেওয়া শিক্ষা ঋণ (Education Loan) নিয়ে বড় ঘোষণা করা হল কেন্দ্র সরকারের তরফে (Government of India). গত বুধবার ছিল কেন্দ্রীয় বাজেট অধিবেসন (Budget 2024). এবার লোকসভা নির্বাচন চলার কারনে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সময় বাজেট পেশ করেনি কেন্দ্র সরকার। তাই তখন অর্ধ বাজেট পেশ করেছিল। লোকসভা ভোট জিতেই নতুন সরকার গঠন করার পরই মোদী সরকার (Modi Government) পুর্ণ বাজেট পেশ করল।

Students Gets Subsidy on Education Loan Announce in Budget 2024.

এই বছরের বাজেট নিয়ে দেশের নাগরিকদের মধ্যে ছিল চরম উন্মাদনা। কি কি ছাড় দিতে চলেছে এবার সরকার তার জন্যে অপেক্ষা করছিল সাধারন মানুষ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমান (Finance Minister Nirmala Sitharaman) বাজেট পেশ করার সময় দারুন ঘোষনা করেছেন সাধারন মানুষদের জন্য। পড়ুয়াদের জন্য দারুন সুবিধা (Education Loan) এনেছে এবারের বাজেটে।

শিক্ষা ঋণ সম্পর্কে কি ঘোষনা করা হয়েছে?

বর্তমানে ছেলে মেয়েরা শুধুমাত্র সরকারি চাকরির দিকে লক্ষ্য না রেখে চাকরির ক্ষেত্রে নিজেদের পরিসর বাড়ানোর জন্যে একাধিক পেশাগত কোর্সে ভর্তি হচ্ছে। ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন প্রযুক্তিগত শিক্ষার জন্য বিভিন্ন বেসরকারি কলেজে ভর্তি হচ্ছে। আমাদের দেশে অনেক বেসরকারি কলেজ আছে। সেখানে ভর্তি হতে গেলে পড়াশোনার জন্য অনেক সময় ঋণ নিতে হয় পড়ুয়াদের। এবারের বাজেটে এই Education Loan নিয়েই বিশেষ ছাড় দিল সরকার।

শিক্ষা ঋণে ভর্তুকি দেওয়ার ঘোষণা

উচ্চ শিক্ষার ক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়ার কথা ঘোষনা করলেন অর্থমন্ত্রী। প্রতি বছর 1 লক্ষ ছাত্র ছাত্রী এই শিক্ষা ঋণের আওতায় লোন নিয়ে উচ্চ শিক্ষা (Higher Education) সম্পন্ন করতে পারবেন। শিক্ষা ঋণে সুদের (Education Loan Interest Rate) ক্ষেত্রে 3% ছাড় দেবে সরকার। এছাড়াও আগামী 5 বছরে 1 কোটি যুবক যুবতীদের প্রশিক্ষণের পরে ইন্টার্নশিপ (Government Internship Programme) সুযোগ দেওয়া হবে বলেও জানান হয়েছে।

PM SVANidhi Yojana (পিএম স্বানিধি যোজনা)

শিক্ষা ঋণের সুবিধা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভর্তি হলে পড়ুয়া ও তাদের অভিভাবকদের ঘারে আর্থিক বোঝা এসে পরে। সেই বোঝা মেটানোর জন্যে বিভিন্ন ক্ষেত্র থেকে Education Loan নিতে হয়। এখন দেশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা সংস্থা শিক্ষা লোনের ক্ষেত্রে 6.85% থেকে 9.35% হারে সুদ দিচ্ছে। তবে এবার সরকারি ক্ষেত্রে পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হয়েছে বাজেটে।

ফিক্সড ডিপোজিটে মাত্র 2 বছরে পাবেন দুর্দান্ত রিটার্ন! এই ব্যাঙ্কের FD-তে বিনিয়োগ করে নিন

10 লক্ষ টাকা পর্যন্ত Education Loan দেওয়ার কথা বলেছে আর এর সুদের ক্ষেত্রে 3% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার এবার বাজেটে শিক্ষা ঋণে সুদের উপরে এই ছাড় দেওয়াতে উপকৃত হবে পড়ুয়ারা বলে আশা করা হচ্ছে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *