প্রকল্প

Government Scheme: লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বড় প্রকল্প! এবার মহিলারা পাবে ১০,০০০ টাকা

মহিলাদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প (Government Scheme for Women) চালু করেছে রাজ্য থেকে কেন্দ্র সব সরকারই। মহিলাদের জন্যে এমনই একটি জনপ্রিয় প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar). এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার তপশিলি জাতি, উপজাতি মহিলাদের 1200 টাকা আর সাধারন শ্রেনীর মহিলাদের 1000 টাকা করে দিয়ে থাকে।

Subhadra Yojana Government Scheme Start in Odisha

এই প্রকল্প শুরু হওয়ার সময় তপশিলি জাতি, উপজাতি মহিলাদের 1000 টাকা আর সাধারন শ্রেনীর মহিলাদের 500 টাকা করে দেওয়া হত। পরে এই বছর রাজ্যে বাজেট অধিবেশনের সময় ভাতা বাড়ানো হয়। তবে এই লক্ষ্মীর ভাণ্ডারের থেকে আরো বড় একটি প্রকল্প এসেছে এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকেও মাত দিয়ে দিতে পারে। আজ এই নতুন প্রকল্পের (Government Scheme) ব্যাপারেই আপনাদের বলব।

মহিলাদের জন্য সরকারি প্রকল্প

কিছু দিন আগেই নরেন্দ্র মোদীর 74 তম জন্মদিন গেল। সেই দিন শুভ সূচনা করা হয়েছে এই নতুন প্রকল্প সুভদ্রা যোজনার (Subhadra Yojana). ওড়িশা সরকার তাদের রাজ্যের মহিলাদের জন্যে এই প্রকল্প চালু করেছে। সুভদ্রা যোজনার মাধ্যমে ওড়িশা সরকার (Government of Odisha) মহিলাদের বছরে 10 হাজার টাকা করে দেবে। ইতিমধ্যে এই ঘোষনা করে দিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

ওড়িশাতে কোন মহিলারা প্রকল্পের সুবিধা পাবেন?

ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন জগন্নাথদেবের বোন সুভদ্রার নাম অনুসারে এই যোজনার নাম রাখা হয়েছে। রাজ্যের 21 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের (Government Scheme) জন্যে আবেদন করতে পারবেন। বছরে দুইবার কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হবে মহিলাদের। 5 হাজার টাকা করে বছরে 10 হাজার টাকা দেওয়া হবে। এইভাবে 5 বছর দেওয়া হবে মহিলাদের।

Holiday (পশ্চিমবঙ্গে টানা ছুটি ঘোষণা)

এই প্রকল্পে শুধু মাত্র সেই মহিলারাই আবেদন করতে পারবেন যারা আর্থিকভাবে দুর্বল। যে সব মহিলাদের খাদ্য সুরক্ষা আইনের অধিনে রেশন কার্ড থাকবে তারা আবেদন করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা থাকতে হবে। যাদের পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষের মধ্যে তারা আবেদন করতে পারবেন (Government Scheme). তবে যে সব মহিলারা সরকারি চাকরি করেন তারা আবেদন করতে পারবেন না।

চাকরি না করলেও পেনশন পাবেন প্রতিমাসে! পুরুষ মহিলা সবার জন্য এই প্রকল্প

জানা যাচ্ছে আগামী বছর মার্চ মাসে বিশ্ব নারী দিবসে এই Government Scheme-র প্রথম কিস্তির টাকা ঢুকবে। তারপরে রাখি পূর্ণিমার দিন দেওয়া হবে দ্বিতীয় কিস্তীর টাকা। এই যোজনার মাধ্যমে রাজ্যের মহিলারা নিজের স্বনির্ভর করে তুলবে বলে মনে করছেন ওড়িশা সরকার। আর এই ধরণের প্রকল্পের মাধ্যমে আদৌ মহিলাদের কি সুবিধা হয়? এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles