প্রকল্প

Government Scheme: ১৫০০ টাকা প্রতিমাসে! মহিলাদের জন্য নতুন সরকারি প্রকল্প

মহিলাদের জন্য নতুন সরকারি প্রকল্পে (Government Scheme for Women) এবার প্রতিমাসে ১৫০০ টাকা দেওয়া হবে। মহিলাদের স্বনির্ভর (Women Empowerment) করে তোলার জন্য এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন বলে মনে করছেন অনেকে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্যে অনেক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar) চালু করেছিল এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের 1000 থেকে 1200 টাকা করে দেওয়া হয়।

Government Scheme for Women Majhi Ladki Bahin Yojana

মূলত মহিলাদের আর্থিক ভাবে সাহায্য করার জন্যে এই প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) আর এই প্রকল্প খুব জনপ্রিয় হয়েছিল। এবার এই প্রকল্পের (Government Scheme) আদলে আর এক রাজ্যে তাদের রাজ্যের মহিলাদের জন্যে প্রকল্প চালু করল। মহারাষ্ট্র সরকারের তরফ থেকে সম্প্রতি এই ঘোষনা করা হয়েছে।

  • মহিলাদের জন্য সরকারি প্রকল্প

মহারাষ্ট্র সরকার তাদের প্রকল্পের নাম দিয়েছে “লাডলী বেহেনা” (Majhi Ladki Bahin Yojana). গত আগস্ট মাসে মহারাষ্ট্র সরকার এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্যে 1500 টাকা করে প্রতিমাসে দেওয়ার কথা ঘোষনা করা হয়েছিল। যে সব মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে চান তারা নভেম্বর 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন।

  • কারা কারা আবেদন করতে পারবেন?

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে সরকারে তরফ থেকে বলা হয়েছে এই লাডলী বেহেনা যোজনার অধিনে মহিলাদের টানা 5 বছর প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। 21 বছর থেকে 56 বছর বয়সী মহিলারা এই লাডলী বেহেনা প্রকল্পের জন্যে আবেদন করতে পারবেন। তবে সব মহিলারা এই প্রকল্পের (Government Scheme) জন্য আবেদন করতে পারবেন না।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প)

যে সব মহিলাদের বার্ষিক আয় আড়াই লাখের নিচে তারা আবেদন করতে পারবেন। মহিলাদের মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। বিবাহিত, অবিবাহিত, বিবাহ বিচ্ছেদ মহিলা সবাই আবেদন করতে পারবেন। অনলাইন, অফলাইন দুই ভাবেই আবেদন করা যায়। তবে যারা অঙ্গনওয়াড়ি সেবক, সুপার ভাইজার, মুখ্য সেবক, সেতু সুবিধাতে কাজ করেন তারা এই প্রকল্পের (Government Scheme) জন্যে আবেদন করতে পারবেন না।

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সেরা ৫টি স্কলারশিপ। আবেদন করলে সবাই পাবে

সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই লড়কি বেহেনা যোজনার আওতায় দেড় কোটি মহিলাদের আর্থিক ভাবে সাহায্য করা হবে। জুলাই থেকেই এই লাডলী বেহেনা প্রকল্প কার্যকর করা হয়েছে। সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পরা মহিলাদের এগিয়ে আনার জন্য লাডলী বেহেনা প্রকল্প চালু করেছে মহারাষ্ট্র সরকার (Government of Maharastra).
Written by Ananya Chakraborty.

Related Articles