প্রকল্প

Government Scheme: ২০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে! কবে পাওয়া যাবে দেখুন একনজরে

রাজ্য হোক বা কেন্দ্র সকল সরকারের তরফেই নাগরিকদের জন্য অনেক প্রকল্প (Government Scheme) নিয়ে আসা হয়েছে মঙ্গলের জন্য। কৃষক (Farmers) থেকে শুরু করে শিশু এবং মহিলাদের জন্যও অনেক প্রকল্প (Govt Scheme for Woman) নিয়ে আসা হয়েছে। আর এখন পুজোর আগে ফের এক প্রকল্পের অন্তর্গত ২০০০ টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে (PM Kisan Yojana).

Government Scheme for Farmers PM Kisan 18th Installment

আর 7 দিন বাকি পুজোর। দুর্গা পুজার মাঝেই কৃষকদের জন্যে এলো খুশির খবর। প্রধানমন্ত্রী কৃষকদের 18 তম কিস্তির টাকা দেবে বলে ঘোষনা করেছে (Government Scheme). বাংলা সহ দেশের আরো অনেক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় অনেক চাষের জমি ফসল নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের কথা মাথায় রেখেই 18 তম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

পিএম কিষাণ যোজনা ১৮ তম কিস্তির টাকা

দেশের কৃষকদের আর্থিক ভাবে সহায়তা করার জন্যে 2019 সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নীধি যোজনা চালু করে ছিল। এই কিষান সম্মান নীধি যোজনার মাধ্যমে কৃষকদের প্রতিবছর 6000 টাকা করে দেওয়া হয়। এই 6 হাজার টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় 2000 টাকা করে দেওয়া হয়। 17 তম কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে (Government Scheme). এই 17 তম কিস্তির টাকা জুলাই মাসে বিতরণ করা হয়েছিল। আর কিছু দিনের মধ্যে 18 তম কিস্তির টাকাও ব্যাঙ্কে ঢুকে যাবে কৃষকদের।

Government Scheme (সরকারি প্রকল্প)

PM Kisan Installment Date

আগামী 5 ই অক্টোবর শনিবার পিএম কিষাণ সম্মান নীধি যোজনার 18 তম কিস্তির টাকা দেওয়া হবে। এবারে 9 কোটি কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নীধি যোজনার 18 তম কিস্তির 2 হাজার টাকা দেওয়া হবে। 18 তম কিস্তির 2000 টাকা পাওয়ার জন্য কৃষকদের ই-কেওয়াইসি (PM Kisan KYC Government Scheme) সম্পন্ন করতে হবে।

পুজোতে টাকার দরকার? অনলাইনে আবেদন করুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে

PM Kisan KYC Process

1) কৃষকরা কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই কাজ করতে পারবেন।
2) নিকটবর্তি CSC বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন।তাই কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে অতি দ্রুত এই ই-কেওয়াইসির কাজ সম্পন্ন করে নিন। যাতে 18 তম কিস্তির টাকা পেতে পারেন।
Written by Ananya Chakraborty.

Related Articles