Salary Hike: রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি! সঙ্গে DA বাড়ানো নিয়েও সুখবর
সরকারি কর্মচারীদের জন্য বছরের শুরুতেই সুখবর (Salary Hike). বাড়তে চলেছে ডিএ, সাথে ৩ শতাংশ ইনক্রিমেন্ট। নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা বছরে দুই বার বৃদ্ধি করা হয়। একবার জানুয়ারির প্রথমের দিকে এবং অন্যটি জুলাইয়ের দিকে। ২০২৫ সাল শুরু হয়ে গিয়েছে, জানুয়ারি মাসেই সংশোধন করা হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance).
DA Salary Hike with 3 Percent Increment
এই ডিএ সংশোধন নির্ভর করে AICPI (All India Consumer Price Index) সূচকের গড়ের ওপর ভিত্তি করে। গত বছর অর্থাৎ ২০২৪ সালেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট ডিএ হয়ে দাড়িয়েছিল ৫০ শতাংশ। এর কিছু মাস পরে আবারো ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়, ফলে DA-র পরিমাণ গিয়ে দাড়িয়েছে ৫৩ শতাংশে।
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি
উত্তর প্রদেশ সরকার বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য বাড়াতে চলেছে ডিএ। উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীরা অনেক লাভবান হতে চলেছে। বর্তমানে সরকারী কর্মীরা সম কেন্দ্রীয় হারে ৫৩ শতাংশ DA পায় এবার সেই DA আরও ৩ শতাংশ বৃদ্ধি করা হতে চলেছে অর্থাৎ ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পর সেই DA-র পরিমাণ হতে চলেছে ৫৬ শতাংশে।
3% DA বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের
অন্য দিকে, রাজ্যের যে সকল কর্মীরা জুলাই মাসে ইনক্রিমেন্ট পায়নি, তাদের জন্যও উত্তরপ্রদেশ সরকার ৩ শতাংশ অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়ার ঘোষণা করেছেন, ফলে ২ দিক দিয়েই লাভবান হতে চলেছেন উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনো অপেক্ষারত ডিএ বৃদ্ধি নিয়ে। আজ ৭ই জানুয়ারি ডিএ মামলার শুনানি রয়েছে, আপাতত সেই দিকেই তাকিয়ে তারা।
কেন্দ্রীয় সরকার এছাড়া অন্যান্য রাজ্য সরকার একের পর এক ডিএ বৃদ্ধি সংক্রান্ত ঘটনা করে থাকলেও, পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত ডিএ বৃদ্ধি করেননি। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। শেষবারের মতন ২০২৩ সালে এবং ২০২৪ সালের এপ্রিল মাসের ৪ শতাংশ করে ৮% ডিএ বৃদ্ধি করেছিলেন।
কিভাবে অফলাইন বা অনলাইনে জীবন প্রমানপত্র জমা দেবেন নতুন বছরে?
এই দিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ পার্থক্য হয়ে দাড়িয়েছে ৩৯ শতাংশ। এই বিষয়ে বিশেষ ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। এখন দেখা যাক আজকে এই ডিএ মামলার শুনানি সম্পন্ন হয় কিনা, সেই দিকেই লক্ষ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।Written by Shampa debnath