Govt Employees: অবশেষে বকেয়া ‘DA’! পুজোর সপ্তাহেই সরকারি কর্মীদের দাবিপূরণ
অনেক দিন ধরেই সরকারি কর্মীরা (Govt Employees) নিজেদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন। আর অবশেষে সরকারি কর্মীদের (Employee Benefits) এই দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে বলেই মনে করছেন অনেকে। আর এবারে একধাক্কায় মাইনে বাড়তে (Salary Hike) চলেছে সকলের।
Govt Employees Dearness Allowance Hike
পুজোর আগ দিয়ে অনেক টাকা ঢুকবে কেন্দ্র সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। গত বছর অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল কেন্দ্র। এবারও তাই করতে পারে কেন্দ্র সরকার বলে মনে করছেন অনেকেই। তবে কেন্দ্র সরকার যে অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রান বাড়াবে তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষনা করেনি সরকার।
DA Hike News Employee Benefits
এবার দ্বিতীয় দফায় কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে আর কবে বাড়বে তা নিয়েও চলছে জল্পনা। চলতি বছর প্রথম দফায় 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। 1 লা জানুয়ারি মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। একাধিক রিপোর্ট অনুযায়ি জানা যাচ্ছে, এবার দ্বিতীয় দফায় কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা 3 থেকে 4 শতাংশ বাড়তে পারে (Govt Employees). বিভিন্ন রিপোর্ট মারফত জানা যাচ্ছে এবার 3 শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা।
বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি অবশেষে!
এই মহার্ঘ ভাতা কার্যকর হবে 1 লা জুলাই 2024 থেকে। কবে মহার্ঘ ভাতা বাড়বে তা নিয়ে এখনো কিছু জানায়নি সরকার (Govt Employees). নিয়ম মত, এই মহার্ঘ ভাতা আর ত্রান বছরে দুই বার বাড়ানো হয়। জানুয়ারি আর জুলাই মাসে। বর্তমানে 1 কোটির বেশি কেন্দ্র সরকারি কর্মচারী আর পেনশনভোগীরা 50% হারে মহার্ঘ ভাতা (DA Hike) পাচ্ছেন।
যদি কোনো সরকারি কর্মীর বেতন মাসে 30 হাজার টাকা হয় এবং মূল বেতন 18 হাজার টাকা থাকে তাহলে তিনি এখন 9 হাজার টাকা মহার্ঘ ভাতা পান। যা মূল বেতনের 50 শতাংশ। যাই হোক প্রত্যাশিত 3 শতাংশ বৃদ্ধির পরে সরকারি কর্মীরা প্রতিমাসে পাবেন 9540 টাকা (Govt Employees). মনে আগের চেয়ে 540 টাকা বেশি। আর যদি 4 শতাংশ বৃদ্ধি পায় তাহলে মহার্ঘ ভাতা হবে 9720 টাকা।
কারো যদি মূল বেতন 18 হাজার টাকা সহ 30 হাজার টাকা হয় তাহলে তার বেতন প্রতি মাসে 540-720 টাকা বৃদ্ধি পাবে। একই ভাবে যাদের মূল বেতন 20 হাজার টাকা তারা প্রতিমাসে 400 টাকা এবং বছরে 9 হাজার 600 টাকা বেতন বেশি পাবেন। যদি মূল বেতন 25 হাজার হয় তাহলে প্রতিমাসে 1000 টাকা আর বছরে 12 হাজার টাকা বৃদ্ধি পাবে।
কম টাকা বিনিয়োগে বেশি রিটার্ন চাই? ভারতে সেরা সঞ্চয় স্কিম 2024
মূল বেতন 30 হাজার হলে প্রতিমাসে পাবেন 1200 টাকা অর্থাৎ বছরে পাবেন 14 হাজার 400 টাকা বেশি। যারা 50 হাজার টাকা পাবেন তারা মাসে 2000 করে বছরে মোট 24 হাজার টাকা বেশি পাবেন। চলতি বছর জানুয়ারি মাসে 4% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল কেন্দ্র সরকারি কর্মীদের। বর্তমানে তারা 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার 3 থেকে 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়লে পরিমান হবে 53 বা 54 শতাংশ।
Written by Ananya Chakraborty.