চাকরি

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা, কালীপুজোর আগে চূড়ান্ত সিদ্ধান্ত।

সরকারি কর্মচারীরা একের পর এক খুশির খবর পেয়েই চলেছেন সরকারের তরফে থেকে। পুজোর আগে অগ্রিম বোনাস থেকে শুরু করে দুইবার বেতন সহ আরও অনেক ধরণের সুবিধা পেয়েছেন সকলে। এছাড়াও আমরা সকলেই জানি যে সরকারের তরফে অনেক ধরণের সুবিধা হয়ে থাকে কর্মীদের। এবারে কালীপূজো বা দীপাবলির আগে ফের একবারের জন্য নতুন কিছু অপেক্ষা করছে কর্মচারীদের (Government Employees) জন্য।

সরকারি কর্মচারীদের জন্য দীপাবলির আগেই সুসংবাদ।

সদ্যই শেষ হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পরে সারা রাজ্যজুড়ে দুর্গাপুজার আনন্দ যেনো আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। উৎসব যেমন আনন্দের তেমনই পুরোহিত, ঢাকি সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষদের কাছে এই দুর্গাপুজো একটি ভালো অঙ্কের উপার্জনের সময়ও বটে। কিন্তু দীর্ঘদিন যাবত রাজ্য সরকারি কর্মচারীরা (West Bengal Government Employees) তাদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানোর দাবিতে আন্দোলন করেছে।

তবে, রাজ্য সরকারের তরফে সে বিষয়ে বিশেষ কোনো কর্ণপাত করা হয়নি। পাশাপাশি, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও তাদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করার দাবি তুলেছে। সূত্রের খবর অনুযায়ী আসন্ন দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike News) করতে চলেছে কেন্দ্র।

কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের ডিএ ৩ শতাংশ বাড়াতে পারেন বলে জানা গিয়েছে। অর্থাৎ, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর পরিমাণ ৪২ শতাংশ থেকে বেড়ে হবে ৪৫ শতাংশ। মূলত পূর্ববর্তী বছরগুলো পর্যালোচনা করলে দেখা যায়, দিপাবলির সময় এবং ছট্ পূজার মাঝামাঝি সময়েই বেশিরভাগ ডিএ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

West Bengal (পশ্চিমবঙ্গ)

তারমধ্যে, পরবর্তী বছরের শুরুতেই রয়েছে লোকসভা নির্বাচন। তাই সরকারি কর্মীদের ক্ষোভ কমাতে কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই ডিএ বৃদ্ধি ঘোষণা করবে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই ডিএ বৃদ্ধির ফলে আর একজন উচ্চপদস্থ এ গ্রেডের কেন্দ্রীয় সরকারি কর্মী বকেয়া ডিএ বাবদ পুজোর মরশুমে বা ভোটের আগেই প্রায় ২ লক্ষ টাকার মতো বোনাস স্বরূপ মহার্ঘ্য ভাতা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন।

Free Ration – পুজো মিটতেই রেশন কার্ড নিয়ে জরুরী নির্দেশ। না মানলে নভেম্বরে রেশন পাবেন না।

সবমিলিয়ে, উৎসবের মরসুমে ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশির আমেজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। কিন্তু এই সুবিধা কেন্দ্রের কর্মীদের জন্য অন্যকোন রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়। আর কেন্দ্রের এই ঘোষণার পর সকলেই এই একই দাবি করছেন কিন্তু এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে এই ধরণের বিষয় নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয় কিনা।
Written By সম্প্রীতি বোস

Book Bank Scheme – রাজ্যের অভাবী পড়ুয়াদের পড়াশোনা নিয়ে অভিনব উদ্যোগ। শুনলেই দারুন খুশি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *