চাকরির প্রস্তুতি

আগস্ট মাসে কোন কোন সরকারি চাকরির আবেদন করতে পারবেন? মাধ্যমিক পাশ প্রার্থীরা অবশ্যই দেখুন

Government Jobs in August 2025

আগস্ট মাসের শুরুতেই অনেক নতুন সরকারি চাকরির (Government Job 2025) বিজ্ঞপ্তি পাওয়া গেছে। তাই যারা নতুন কাজের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য এইটা সেরা সুযোগ হতে চলেছে। তাই সরকারি চাকরি পাওয়ার এই সুযোগ এক দমই হাত ছাড়া করা উচিত হবে না কারোর।

Intelligence Bureau Recruitment 2025

শূন্যপদ ৩,৭১৭টি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, বয়স সীমা ১৮ – ২৭ বছর ১০ আগস্ট ২০২৫ অনুযায়ী। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে হবে সকলকে। শেষ তারিখ ১০ আগস্ট, ২০২৫ এর মধ্যেই আবেদন শেষ করে নেওয়া দরকার।

Bharat Electronics Recruitment 2025

শূন্যপদ ৩টি, যোগ্যতা AEW&C সিস্টেমে ২০ বছরের অভিজ্ঞতা, M.Tech বা PhD অগ্রাধিকার যোগ্য, বয়স সীমা ৬২ বছরের মধ্যে, আবেদন পদ্ধতি অফলাইনে পোস্টের মাধ্যমে, শেষ তারিখ ২০ আগস্ট, ২০২৫।

Oriental Insurance Recruitment 2025

শূন্যপদ ৫০০টি, যোগ্যতা স্নাতক ও ইংরেজিতে উত্তীর্ণ, বয়স সীমা ২১ – ৩০ বছরের মধ্যে, অফিসিয়াল আবেদন লিংকের মাধ্যমে সকলকে এই আবেদন করতে হবে। শেষ তারিখ ১৭ আগস্ট, ২০২৫।

Agniveer Vayu Recruitment

শূন্যপদ প্রায় ২৫০০টি, যোগ্যতা উচ্চমাধ্যমিক বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, বয়স সীমা ১৭.৫ – ২১ বছর, শেষ তারিখ ৮ আগস্ট, ২০২৫। যারা কম বয়স সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তি অনেক সুবিধার হতে চলেছে।

IBPS CRP Clerk Recruitment 2025

শূন্যপদ  ১০,২৭৭টি, যোগ্যতা স্নাতক, বয়স সীমা ২০ – ২৮ বছর, আবেদন লিংকে গিয়ে আরও তথ্য জানতে পারা যাবে, শেষ তারিখ ২১ আগস্ট, ২০২৫।

BSF Recruitment 2025

শূন্যপদ ৩,৫৮৮টি, যোগ্যতা মাধ্যমিক পাশ + সংশ্লিষ্ট ট্রেডে ITI, বয়স সীমা ১৮ – ২৫ বছর, আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে, শেষ তারিখ ২৫ আগস্ট, ২০২৫। কনস্টেবল ট্রেডস ম্যান শূন্যপদ ৩,৫৮৮টি, যোগ্যতা মাধ্যমিক পাশ + ট্রেড সার্টিফিকেট, বয়স সীমা ১৮ – ২৫ বছর, আবেদন পদ্ধতি One Time Registration করে আবেদন, শেষ তারিখ ২৩ আগস্ট, ২০২৫।

Indian Railway Recruitment 2025

শূন্যপদ ৩,১১৫টি, যোগ্যতা মাধ্যমিক পাশ + ভোকেশনাল প্রশিক্ষণ, বয়স সীমা ১৫ – ২৪ বছর, শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, ২০২৫। শূন্যপদ ৫০টি, যোগ্যতা মাধ্যমিক + ITI পাশ, বয়স সীমা ১৮ বছর ঊর্ধ্বে, আবেদন লিংক, শেষ তারিখ ১৮ আগস্ট, ২০২৫।

ভারতীয় নৌবাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইন নিয়োগ পদ্ধতি জেনে নিন

EPFO Recruitment 2025

শূন্যপদ ২৩০টি, যোগ্যতা স্নাতক + ডিপ্লোমা (Company/Public Admin/Labour Law), বয়স সীমা সর্বোচ্চ ৩০ বছর, আবেদন লিংক, শেষ তারিখ ১৮ আগস্ট, ২০২৫।

Related Articles