চাকরি

DA বাড়িয়েই রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও কড়া নিয়ম আনল পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গে দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে আন্দোলন চলিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Government Employees). একদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন আর এক দিকে সরকারি কর্মীদের আন্দোলন এই দুই এর জেরেই রাজ্যর অবস্থা খারাপ। রাজ্য সরকারি কর্মীরা (Employee Benefits) বছরের পর বছর কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চলিয়ে যাচ্ছেন।

Government of West Bengal Rules Change for Govt Employees.

কিন্তু এতো আন্দোলন চালালেই এখন তাদের এই স্বপ্নপূরণ হয়নি। ভারতের অন্য রাজ্যের সরকার একদিকে যখন DA বাড়াচ্ছে ঠিক সেই সময় কেন্দ্র সরকারও মহার্ঘ ভাতা বাড়িয়ে চলেছে। আর এর জেরেই রাজ্য সরকারের সাথে কেন্দ্র সরকারের মহার্ঘ ভাতার (DA Hike) বড় ফারাক থেকেই যাচ্ছে। আর সরকারি কর্মীদের একাংশের দাবি অনুসারে কেন্দ্রীয় হারে ভাতা না পেলে এই আন্দোলন (DA Protest) চলবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের নতুন নিয়ম

তবে এই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিয়ে যখন রাজ্য সরকারি কর্মীরা আন্দোলন চালাচ্ছিল সেই সময় রাজ্য সরকার তাদের কিছুটা হলেও খুশি করার জন্য দুই বার 4 শতাংশ করে মহার্ঘ ভাতা (Pending DA) বাড়িয়েছে। আর বর্তমানে সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা পাচ্ছে 14 শতাংশ। এবার এর মধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশ দিল রাজ্য সরকার। কি নিয়ম চলুন দেখে নিন।

রাজ্য সরকারি কর্মীদের নতুন নিয়ম

রাজ্য সরকার তাদের কর্মীদের জন্যে যে নতুন নিয়ম চালু করেছে সেই নিয়ম হল অফিসে ঢোকার নিয়ম। সরকারি নির্দেশিকা আনুযায়ী কিছু সরকারি অফিসে ঢোকার সময় মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবে না। মোবাইল ফোন নির্দিষ্ট জায়গায় রেখে ঢুকতে হবে। লোকসভা ভোটের পর থেকে নাকি রাজ্য সরকারি দফতরের বহু খবর বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই তার প্রেক্ষিতেই এমন নির্দেশ রাজ্য সরকারের।

TET (উচ্চ প্রাথমিক টেট সার্টিফিকেট)

সরকারি কর্মীদের মানতেই হবে

গত মাসে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন আর সেখানেই তিনিনেই কথা বলে তার ক্ষোভ উগ্রে দেন। কিভাবে ভেতরের খবর বাইরে ফাঁস হচ্ছে তা নিয়েও হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর থেকেই বিভিন্ন সরকারি দফতরের নিরাপত্তার খাতিরে মোবাইল ফোন নিয়ে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট জায়গায় ফোন রেখে তারপরে সেই সব দফতরে ঢুকতে হবে।

একধাক্কায় 12% বেতন বৃদ্ধি হল এই কর্মীদের! কবে থেকে একাউন্টে ঢুকবে?

আগে শুধু মাত্র মুখ্যমন্ত্রীর দফতরেই ঢোকার আগে ফোন জমা রেখে ঢুকতে হত। তবে এবার থেকে রাজ্যের অর্থ দফতর (WBFIN) ও স্বরাষ্ট্র দফতরেও (WB Home Ministry) ঢোকার আগে মোবাইল ফোন বাইরে রেখে তারপরে ঢুকতে হবে। এছাড়াও নিরপত্তাকে আরো জোড়তার করার জন্য সিসিটিভিও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র ভিতরের খবর বাইরে চালানো হচ্ছে বলেই এমন একাধিক নিরাপত্তা বিষয়ক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *