প্রতিমাসে ২৫০০ টাকা পাবেন! Yuvasree Prakalpa এ আজই আবেদন করুন
পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) দেবে বাংলার বেকারদের টাকা Yuvasree Prakalpa বা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আপনি কি পড়াশোনা করে বসে রয়েছেন? চাকরি পাচ্ছেন না? এবার আপনাদের মত বেকার ছেলে মেয়েদের রাজ্য সরকার করবে সাহায্য। মাসে 500 বা 1000 টাকা নয় রাজ্য সরকার দেবে এর থেকেও বেশি। সাথে ট্রেনিং এর মত দারুন সুযোগ। আজ আপনাদের সাথে এই নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করব।
West Bengal Yuvasree Prakalpa Online Apply.
যুবশ্রী প্রকল্প সম্পর্কে আমরা অনেকেই জানি। আর এই প্রকল্পের মাধ্যমে আপনারা আগে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতিদের প্রতি মাসে 1500 টাকা করে দিয়ে থাকত। তবে এখন এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন এই Yuvasree Prakalpa টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 2500 টাকা। তাহলে এই সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।
যুবশ্রী প্রকল্প কাদের জন্য চালু করেছে রাজ্য?
2013 সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের (Employment Bank) তরফে রাজ্য সরকার Yuvasree Prakalpa কে অনুমোদন দেয়। এই প্রকল্পর মধ্যে দিয়ে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতীরা আর্থিক ভাবে সাহায্য পায়। বেকার যুবক যুবতীরা চাকরি না পাওয়া পর্যন্ত ভাতা দেওয়াও এই প্রকল্পের উদ্দেশ্য। আপনি যদি বেকার হন আর আপনিও যদি আবেদন করেন তাহলে এই ভাতা আপনিও পাবেন।
যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2024
রাজ্যের যে সব যুবক যুবতি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কাজ করে না তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। এই Yuvasree Prakalpa আওতায় বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য ভাতা দেওয়া হয়। 2013 সালে 1 লা অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 18 বছর বয়সী বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প (Yuvasree Scheme 2024) চালু করেন।
যুবশ্রী প্রকল্প অনলাইনে 2024 আবেদন করুন
এই Yuvasree Prakalpa নাম নথিভুক্ত করার জন্যে আবেদনকারীকে কিছু শর্ত মেনে চলতে হবে। Employment Bank এ নাম থাকতে হবে। আবেদনকারীকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 এর মধ্যে। কোনো ফৌজদারি অপরাধে নাম যুক্ত থাকলে আবেদন করতে পারবেন না। যে সব নির্বাচিত প্রার্থী বিভিন্ন শিল্প সংস্থাতে প্রশিক্ষণ নেবে তারা এই ভাতা পাবেন।
যুবশ্রী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে
ঠিকানার প্রমান, পরিচয় প্রমান, উচ্চ মাধ্যমিক এর মার্কসিট, ডিগ্রি সার্টিফিকেট, অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট, দুটি পাসপোর্ট সাইজ ছবি, আর ব্যাংক একাউন্ট। আর এই সকল নথিপত্র থাকলেই আপনারা Yuvasree Prakalpa বা পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। তাহলে এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রধানমন্ত্রী আবাস যোজনা কারা যোগ্য? কিভাবে অনলাইনে আবেদন করবেন?
যুবশ্রী প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি
Yuvasree Prakalpa নাম নথিভুক্ত করবেন কি করে? এই প্রকল্পে আবেদন করার জন্যে আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে New Enrollment Job Seeker অপশনে রেজিস্টার করার পর তার প্রিন্ট আউট নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিতে হবে। জমা দেওয়ার সময় আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক একাউন্ট সংক্রান্ত নথি জমা দিতে হবে। তাহলে আবেদন করা হয়ে যাবে।
Written by Ananya Chakraborty.