অর্থনীতি

ITR Filling: আয়কর রিটার্ন দাখিল করলেই এই ৫ সুবিধা পাবেন! না জানলে লস আপনারই

আমরা সবাই ইনকাম ট্যাক্স সম্পর্কে জানি (ITR Filling). একটি নির্দিষ্ট পরিমান টাকা রোজগারের ওপরে আয়কর দিতে হয়। তবে এই ITR File বা ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সবার করা উচিৎ। আমরা অনেকেই মনে করি যে Income Tax এর ছাড়ের মধ্যে পড়লে আইটিআর ফাইল করার প্রয়োজন নেই, কিন্তু এই ধারনা ভুল। আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্নের আওতায় না আসেন এবং তবুও ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেন তাহলে আখেরে আপনারই লাভ হবে অনেক (Income Tax Department).

Top 5 Benefits for ITR Filling 2024 in India.

এল পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে বর্তমানে ২ কোটির বেশি মানুষ ITR Filling বা ইনকাম ট্যাক্স ফাইল করেছেন। যার সংখ্যা বিগত বছর গুলোর তুলনায় অনেক বেশি বলে মনে করা হচ্ছে। কারন ITR File করার অনেক সুবিধা রয়েছে যে গুলো অনেকেই জানেন না। আজ আপনাদের সাথে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার 5 টি সুবিধা সম্পর্কে বলব।

আয়কর রিটার্ন দাখিল করার সুবিধা

যে সব ব্যক্তিরা ইনকাম ট্যাক্সের আওতায় আসে না তারা বেশির ভাগ ITR Filling করে না। চাকরিজীবিদের মধ্যে দুই ধরনের মানুষ আছে যেমন ইনকাম ট্যাক্সের আওতায় পরা আর ইনকাম ট্যাক্স আওতায় না আসা। বেশিরভাগ কম বেতনভোগী কর্মীরা মনে করেন তারা ট্যাক্স ছাড়ের সিমায় রয়েছে। যার জন্যে তারা ইনকাম ট্যাক্স ফাইল করেন না। কিন্তু ITR File করা সবার প্রয়োজন। ITR ফাইল করার 5 টি সুবিধা রয়েছে।

VISA আবেদন করার সুবিধা

কোনো দরকারে বা ঘুরতে যদি বিদেশে যাওয়ার প্রয়োজন পরে তাহলে ভিসার (Foreign VISA) দরকার। আপনি যদি ভিসা অফিসে ভিসার জন্যে আবেদন করতে যান তাহলে সেখানে আপনার কাছ থেকে 3 থেকে 5 বছরের ITR Filling এর প্রয়োজন হয়। এর থেকে বোঝা যায় যে ব্যাক্তি দেশে তাদের আসবে বা আসতে চাইছে তাদের আর্থিক অবস্থা কেমন।

Bank Loan পাওয়ার সুবিধা

ITR Filling কে আপনার আয়ের প্রমাণ (Income Proof) হিসেবেও ব্যবহার করা যায়। বিভিন্ন ব্যাংক এবং NBFC সংস্থা গুলো এটিকে আয়ের প্রমান হিসেবে ধরেন। এর ফলে লোন পেতে সুবিধা হয়। তাছাড়াও আপনি এর সাহায্যে বিভিন্ন আর্থিক সংস্থা থেকে লোন ছাড়াও আরো অন্যান্য আর্থিক সুবিধা নিতে পারবেন। আর টানা এই কর ঠিক করে দিলে অনেককে হয়তো কিছু ছাড়ও দেওয়া হতে পারে ভবিষ্যতে।

ট্যাক্স ফেরতের (Tax Benefits) সুবিধা

আপনি যদি সরকারের থেকে কেটে নেওয়া ট্যাক্স ফেরত পেতে চান তাহলে ITR এর প্রয়োজন। কারণ আয়কর দফতর আপনার ITR Filling যাচাই করে দেখবে আপনি আদৌ আয়কর ফেরত পাওয়ার যোগ্য কিনা আপনি যদি যোগ্য হন তাহলে ফেরত পাবেন। আর না হলে আপনাদের দেওয়া আয়কর ফেরত পাবেন না। তাহলে এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নিন।

ঠিকানার প্রমানের সুবিধা (Address Proof)

বর্তমানের এই ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে আয়কর দাখিল (Online ITR Filling) করার ব্যবস্থা রয়েছে। কিন্তু আপনি যদি অফলাইনে ফাইল দাখিল করেন তাহলে রিসিট আপনার নিবন্ধীত ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এর ফলে এটি আপনার ঠিকানার প্রমান পত্র হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আর এই জন্য আপনাকে কোন দরকারি নথি জমা না দিয়ে এই নথি জমা দিলেও কাজ হয়ে যাবে।

Bandhan Bank FD (বন্ধন ব্যাংক ফিক্সড ডিপোজিট)

Insurance Coverage Benefits

বীমা কভারেজ বেশি পেতে চাইলে ইন্সুরেন্স কোম্পানি ITR Filling যাচাই করবে। আবার ১ কোটি টাকা পর্যন্ত টার্ম ইন্সুরেন্স এর জন্য বীমা সংস্থা গুলো আইটিআর যাচাই করে দেখে। তাই বেশি বীমা কভারেজ পেতে সুবিধা পেতে ITR Filling জরুরি।

2 লাখ জমিয়ে 13 লাখ রিটার্ন! LIC Fixed Deposit সুদের হার জেনে নিন

আয়কর রিটার্ন তাড়াতাড়ি ফাইল করার সুবিধা

তাহলে আপনারা দেখতেই পারলেন যে আয়কর রিটার্ন ফাইলিং সময় মত ও নিয়ম মেনে করে নিলে আখেরে আপনাদেরই সুবিধা হতে চলেছে। তাহলে যারা আয়কর রিটার্ন করতে চাইছেন তারা এই সম্পর্কে আরও তথ্য জানার জন্য ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *