চাকরি

Salary Hike – রাজ্যের সরকারি শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বিরাট নির্দেশ দিলো স্কুল শিক্ষা দফতর।

রাজ্য সরকারি স্কুল গুলোর শিক্ষক ও অশিক্ষাকর্মীদের বেতন (Salary Hike) নিয়ে বড় ঘোষনা রাজ্যের স্কুল শিক্ষা দফতরের DG এর তরফ থেকে। এই নির্দেশিকায় স্কুল শিক্ষক (School Teacher) ও অশিক্ষাকর্মীদের জন্যে সুখবর। তারা এবার অনেকটাই সস্তি পেল স্কুল শিক্ষা দফতরের DG এর এই নির্দেশের ফলে। অনেকদিন ধরেই শিক্ষকরা নিজেদের বেতন বৃদ্ধি (Salary Hike) চলুন জেনে নিন কি নতুন নির্দেশ দিল DG.

Government Teacher Salary Hike New Rule.

এই ঘোষনা করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের (Government Of Uttarpradesh) তরফ থেকে। এর আগে উত্তরপ্রদেশের সরকারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল গুলোর শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন (Teacher Salary Hike) আটকানোর ক্ষমতা ছিল বেসিক শিক্ষা আধিকারিকদের হাতে। স্কুলের শিক্ষক বা অশিক্ষাকর্মীদের বিরুদ্ধে শাস্তি স্বরূপ এই কাজ করতে পারতেন বেসিক শিক্ষা আধিকারিকরা।

তবে এবার থেকে আর এই কাজ করতে পারবে না তারা। নির্দেশিকায় বলা হয়েছে, ‘উত্তরপ্রদেশ সরকারি কর্মচারী বিধিমালা 1999 এবং উত্তরপ্রদেশ মৌলিক শিক্ষা পরিষদের কর্মচারী শ্রেনীর বিধিমালা 1993 তে বেতন (Salary Hike) বন্ধ করার কোনো ধরনের শাস্তির উল্লেখ করা হয়নি। তবে শাস্তির নামে বেশ কয়কটি জায়গায় বেসিক শিক্ষা কমিশন শিক্ষক ও অশিক্ষ কর্মীদের বেতন আটকে দিচ্ছেন বলে জানা গিয়েছে।

নির্দেশিকায় আরো বলা হয়েছে যে, এভাবে বেতন আটকানো বা বেতন বৃদ্ধির (Teacher Salary Hike) প্রক্রিয়াকে আটকানো নিয়ম বিরুদ্ধ। তাই যতক্ষণ না সরকারি এমন কোনো নিয়ম বেরোচ্ছে ততদিন বেসিক শিক্ষা দফতর (Education Department) শিক্ষক ও অশিক্ষাকর্মীদের শাস্তি স্বরূপ বেতন আটকে দিতে পারবেন না। নয়তো এই ধরণের দায় পরে সেই আধিকারিকের ঘরেই চাপবে।

DA Hike News (বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি)

এরপরে সেই নির্দেশিকায় আরো বলা হয় যে, যদি সত্যি কোনো শিক্ষক ও অশিক্ষাকর্মী দোষ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার গোটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তার বেতন বা ইনক্রিমেন্ট আটকানো হবে এবং এই শাস্তিমূলক পদক্ষেপের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে শিক্ষককে নিয়োগ করা কর্তৃপক্ষই। পরে সেই শিক্ষকের (Salary Hike) বিরুদ্ধে সরকারি নির্দেশিকা জারি হলেই বেতন আটকানো হবে।

DA এর ফাঁড়া কাটছে সরকারি কর্মীদের। ভোট কর্মীদের মান ভাঙ্গাতে নতুন করে DA ভাবনা।

নয়তো তার আগে কোনো ভাবেই বেতন বন্ধ করা যাবে না। যদি কোনো আধিকারিক তা করেন তাহলে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা যাবে অর্থাৎ বোঝাই যাচ্ছে উত্তরপ্রদেশ শিক্ষা দফতরের DG এর এই ঘোষনার ফলে একটু হলেও স্বস্তি পেয়েছেন সরকারি স্কুল শিক্ষক ও অশিক্ষাকর্মীরা। কিন্তু শিক্ষকদের বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে এখনই কিছু জানানো হয়নি। আর এই খবরটি শুধুমাত্র উত্তরপ্রদেশের শিক্ষকদের জন্য।
Written by Ananya Chakraborty.

দীর্ঘ 10 বছর পর PSC এর মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ। এইভাবে আবেদন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *