চাকরি

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের অবশেষে লক্ষ্মীলাভ! GPF নিয়ে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ

পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের (West Bengal Government Employees) জন্যে সুখবর। অবশেষে তাদের হতে চলেছে লক্ষ্মীলাভ। বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা Dearness Allowance নিয়ে রাজ্য সরকারের সঙ্গে এক চাপা উত্তেজনা চলে আসছে। কিন্তু এবারে বকেয়া ডিএ বৃদ্ধি করে এই ক্ষোভ কিছুটা হলেও কমিয়েছে। এবারে GPF এ সুদের হার নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। কত সুদের হার বাড়ানো হল দেখে নিন।

GPF Interest Hike Notice Issue by WB Finance Department.

পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের GPF অর্থাৎ General Provident Fund সুদের হার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থ দপ্তর। এর আগে কেন্দ্র সরকারের অর্থ দফতরের তরফ থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে জারি করা হয়েছিল সুদের হার। এবার সেই পথেই হেটেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal).

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য ঘোষণা

14 ই জুন রাইটার্স বিল্ডিং এর অর্থ দফতরের অফিসে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে, এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত ত্রৈমাসিকে 7.1 শতাংশ হারে GPF এর জমা করা অর্থে সুদ পাবেন কর্মীরা। রাজ্যপাল এতে স্বাক্ষর ও করেছে। এরপরই রাজ্য সরকারের (State Government Employees) তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মীদের এই বিষয়ে জানান হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সার্ভিসের (West Bengal Service) অন্তর্গত কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং পশ্চিমবঙ্গের কনট্রিবিউটরি ফান্ডে এই সুদের হার প্রযোজ্য হবে। এছাড়া রাজ্য সরকার আর যে সব ক্ষেত্রে GPF এ সুদের হার দিয়ে থাকে তাতেও এই হার প্রযোজ্য হবে। আর এর মাধ্যমে সরকারি কর্মীদের পকেটে আসতে চলেছে মোটা টাকা।

জেনারেল প্রভিডেন্ট ফান্ডে সুদ বাড়ল

এর আগে কেন্দ্র সরকারের তরফ থেকে তাদের কর্মীদের জন্যে GPF এ সুদের হার 7.1 শতাংশ করা হয়েছিল। গত 10ই জুন সাধারন ভবিষ্যৎ তহবিল বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড (কেন্দ্রীয় পরিষেবা), কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সর্বভারতীয়), অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড, রাজ্য রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড, সাধারণ ভবিষ্য তহবিল (প্রতিরক্ষা পরিষেবা), ভারতীয় অর্ডন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ডের সুদের হার নিয়ে ঘোষনা করেছিল কেন্দ্র সরকার।

রাজ্য সরকারি কর্মী (West Bengal Government Employees)

রাজ্য সরকারি কর্মীদের সুখবর

নতুন হার কার্যকর হতে চলেছে, ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরিস ওয়ার্কম্যানস প্রভিডেন্ট ফান্ড, ইন্ডিয়ান নেভাল ডকইয়ার্ড ওয়ার্কম্যানস প্রভিডেন্ট ফান্ড, ডিফেন্স সার্ভিসেস অফিসার প্রভিডেন্ট ফান্ড, আর্মড ফোর্সেস পার্সোনেল প্রভিডেন্ট ফান্ডের জন্যেও। এই সব ক্ষেত্রে 3 মাসের জন্য এই সুদের হার কার্যকর হবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 7.1% হারে সুদ দেওয়া হবে এইসব ফান্ডে।

5000 টাকা প্রতিমাসে! চাকরি না করেও পাবেন অটল পেনশন যোজনার মাধ্যমে

উল্লেখ্য, এর আগে গত 16 টি ত্রৈমাসিকে 7.1% হারেই সুদ দেওয়া হচ্ছে GPF এ। এই আবহে ধারাবাহিকতা বজায় রেখে 17 তম ত্রৈমাসিকে GPF এর সুদের হারকে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর ফলে সরকারি কর্মীদের বাড়তি কোনো লাভ হবে না। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *