চাকরি

Employee Benefits: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা! লক্ষাধিক টাকা বেশি পাবেন

পুজো শেষ হতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন সুবিধা (Employee Benefits). গত কাল শেষ হল বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। তার সাথে অবাঙালিদের নবরাত্রি ও দশেরা শেষ হলেও এখনো আর অনেক উৎসব বাকি। এই উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মীদের (Govt Employees) জন্যে এলো দারুন খুশির খবর। এই মরশুম শুরু হতেই একের পর এক দারুন সব খুশির খবর আসছে রাজ্য সরকারি কর্মীদের জন্যে।

Government Employee Benefits News

আর এবার গ্র্যাচুইটি নিয়ে খবর এলো। এক রাজ্য তাদের সরকারি কর্মীদের গ্র্যাচুইটির (Gratuity Hike Employee Benefits) পরিমান বৃদ্ধি করেছে। গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমান বেড়ে দাঁড়ালো 14 লাখ থেকে 20 লাখ টাকা। কোন রাজ্যে ঘোষনা করা হল চলুন জেনে নিন। সম্প্রতি মহারাষ্ট্রের একনাথ সিন্ডে সরকার তাদের কর্মীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমান বৃদ্ধি করেছে।

Good News for Government Employees

মহারাষ্ট্র সরকারের এই ঘোষনার ফলে অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের 6 লক্ষ টাকা পর্যন্ত বেশি লাভ হবে। এর সাথে সরকারি কর্মীদের অবসরের পরে পেনশনের জন্যে বয়স সংক্রান্ত নথি জমা দেওয়ার নিয়মেও কড়াকড়ি কমেছে (Employee Benefits). জানা গিয়েছে, এই নতুন নিয়ম 60 বছর বয়সী বা তার বেশি থাকা পেনশনভোগীদের জন্যে কার্যকর হবে।

সরকারি কর্মীদের জন্য ঘোষণা!

যার আওতায় পরবেন সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল, কলেজ, জেলা পরিষদের কর্মীরাও। সরকারের এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের অনেকটাই সুবিধা হল বলে মনে করা হচ্ছে। আগে 60 বছরের বেশি রাজ্য সরকারি পেনশনভোগীদের বয়সের প্রমান হিসেবে আধার কার্ড দিতে হত। তবে এখন তার পরিবর্তে বয়সের শংসাপত্র, ভোটার কার্ড, পাসপোর্ট এই সব নথিও বয়সের প্রমান হিসেবে গ্রাহ্য হবে।

Govt Employees (সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি)

এর আগে বহু বার অনেক দিন থেকে রাজ্য সরকারি কর্মীরা গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমান বৃদ্ধি করার জন্য আওয়াজ তুলে ছিলেন। আগেই রাজ্য সরকারি কর্মীদের প্রতিনিধিরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের সাথে দেখা করে গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমান বৃদ্ধি নিয়ে দাবি জানিয়েছিলেন (Employee Benefits). এবার এই দাবিতেই শিলমোহর দিল মহারাষ্ট্র সরকার (Government of Maharastra).

কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪। পূর্ণিমা কখন শুরু? কোন সময়ে পুজোয় ‘লক্ষ্মীলাভ’

দীপাবলির আগেই রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাল রাজ্য সরকার। উৎসবের মরশুমের মাঝেই রাজ্য সরকার অনেকটাই বৃদ্ধি করল গ্র্যাচুইটির পরিমান। একলাফে 6 লক্ষ টাকা বাড়িয়েছে মহারাষ্ট্র সরকার। আর অনেকেই মনে করছেন যে আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles