ছুটি

গরমের ছুটি মিটতেই আবার নতুন ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গে। আবার কেন ছুটি?

পশ্চিমবঙ্গে আবার নতুন ছুটি (Holiday)! ঠিক শুনেছেন আপনারা আবার স্কুল ছুটি হতে চলেছে। তবে শুধু যে স্কুল গুলো ছুটি হতে চলেছে এমনটা নয়। স্কুলের পাশপাশি সরকারি অফিস কাছারি গুলো ছুটি (Government Holiday) হতে চলেছে। তবে কিসের জন্য এই ছুটি? 10 তারিখে গরমের ছুটি (Summer Vacation 2024) কাটিয়ে স্কুল গুলো খুলেছে আর এর মধ্যেই আবার কিসের ছুটি? এই প্রশ্ন নিশ্চই মাথায় ঘুরছে। চলুন সেই বিষয়েই জেনে নিন (Government of West Bengal).

New Halfday Government Holiday Announce in West Bengal.

গতকাল রাজ্যের স্কুল গুলোতে গরমের ছুটি শেষ হয়েছে। প্রকৃত পক্ষে ভোট মিটতেই বাংলায় রাজনৈতিক হিংসা শুরু হয়েছে সেই হিংসার বলি যাতে আর সাধারন মানুষদের হতে না হয় তার জন্যে নির্বাচন কমিশন সম্প্রতি পশ্চিমবঙ্গে 19 শে জুন পর্যন্ত 400 টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে। আগে এর মেয়াদ ছিল 5 ই জুন পর্যন্ত, কিন্তু এবার তা বাড়ানো হল।

পশ্চিমবঙ্গে আবার নতুন ছুটি!

নির্বাচন চলাকালীন রাজ্যের বিভিন্ন স্কুল গুলোতে কেন্দ্রীয় বাহিনী ছিল। আর এই জন্য গরম ও ভোটের কারণে রাজ্যের সকল সরকারি বিদ্যালয়ে প্রায় ২ মাস পর্যন্ত গরমের ছুটি (Summer Vacation). তবে এই সপ্তাহ থেকেই রাজ্যের সব স্কুল গুলোতে স্বাভাবিক ভাবেই চালু হতে চলেছে পঠন পাঠন। আর এরই মাঝেই আবার ছুটির ঘোষনা এলো।

অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্যে

প্রশাসনিক কাজকর্মের ভার আবার রাজ্য সরকারের হাতে চলে এসেছে। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে 30 হাজার কেন্দ্রীয় বাহিনী। এখন এই 30 হাজার কেন্দ্রীয় বাহিনীকে থাকার ব্যবস্থা করা প্রশাসনের পক্ষে বড় উদ্বেগের কারন হয়ে দাঁড়িয়েছে। কারণ মূলত এখন পর্যন্ত সকলেই রাজ্যের বিভিন্ন স্কুলে থাকছিলেন।

আবার গরমের ছুটি শুরু হবে?

পশ্চিমবঙ্গে ফের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে, আর যেই কারণের জন্য স্কুল ছুটি ঘোষণা করা হয়েছিল আবার সেই মারাত্মক গরমের সম্মুখীন হতে হচ্ছে বাচ্চাদের। তাই অনেকেই মনে করছেন যে সরকারের তরফে মর্নিং স্কুল (Morning School) বা গরমের ছুটি ফের কিছুদিনের জন্য বৃদ্ধি করা হয় কিনা সেইটাই এখন দেখার অপেক্ষা। কিন্তু এখন সরকারের তরফে কিছু জানানো হয়নি।

আবার কিসের জন্য ছুটি ঘোষণা?

যাইহোক এই কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নিয়েও স্কুল খোলার পর আবার স্কুল বন্ধের কারনটা ঠিক অনেকেই বুঝতে পারছেন না। তাহলে দেখে নিন কিসের জন্য আবার ছুটি দিল রাজ্য সরকার। তাহলে আপনাদের জানিয়ে রাখি এবারে খুব বেশি দিনের জন্য এই ছুটি (Holiday List 2024) দেওয়া হয়নি। তাহলে এই সম্পর্কে এবারে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

সরকারি কর্মী (Government Employees)

জামাইষষ্ঠী উপলক্ষে ছুটি ঘোষণা

গতকাল 10 ই জুন স্কুল খুললেও পড়াশোনা শুরু হওয়ার কথা ছিল দুই দিন পর থেকে । তবে সেই দুই দিন পর ই আবার ছুটি ঘোষনা করল রাজ্য সরকার। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই পার্বণ গুলোর মধ্যে একটি পার্বণ হল জামাই ষষ্ঠী। 12 ই জুন জামাই ষষ্ঠী এই উপলক্ষে রাজ্য সরকার স্কুল গুলোতে হাফ ডে ছুটি (Half Day Holiday) দিয়েছে। তবে শুধু স্কুল নয় সরকারি অফিস গুলোতেও ছুটি দেওয়া হয়েছে হাফ ডে।

ডেবিট কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলতে পারবেন। এই উপায়টি জেনে নিন

12 ই জুন জামাই ষষ্ঠীর জন্যে হাফ ডে ছুটি রাখা হয়েছে। 13 তারিখে আবার আগের মত পড়াশোনা চালু হবে স্কুল গুলোতে। এই প্রসঙ্গে, পশ্চিমবঙ্গের অর্থ মন্ত্রকের (WBFIN) তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে, আগামী 12 ই জুন রাজ্যের সব সরকারি প্রতিষ্ঠান ও স্কুল গুলো দুপুর 2 টোর পর থেকে বন্ধ থাকবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *