Gold Rate Today – ২২ ক্যারেট সোনার দাম আবার কমলো। সপ্তাহের শেষে বঙ্গবাসীর জন্য খুশির খবর
সোনা বাঙালিদের জীবনের সাথে অতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে। আর এই জন্য সোনার দাম (Gold Rate Today) সম্পর্কে সকলের একটু বেশি জিজ্ঞাস্য থাকে। যে কোনো শুভ অনুস্থান যেমন বিয়ে, অন্নপ্রাশন, পুজো আরো বিভিন্ন পার্বণেই বাঙালিরা সোনা রূপো কিনে থাকে। সোনা ও রুপো (Gold & Silver) বাঙালিদের কাছে খুব শুভ ধাতু। কিন্তু বর্তমান সময়ে যে পরিমানে বাড়ছে সোনার দাম (Gold As An Investment) তাতে সোনা কেনা সাধারন মানুষের পক্ষে দুষ্কর হয়ে উঠছে।
Hallmark Gold Rate Today.
সোনার দাম এই রকম ভাবে বাড়তে থাকলে মধ্যবিত্ত মানুষদের পক্ষে সোনা (Gold Rate Today) কিনতে হিমসিম খেতে হবে। এর আগে গত 11ই মে 1300 টাকা বেড়েছিল সোনার দাম তারপরে কয়েকদিন কিছুটা দাম কমেছিল। কিন্তু বিগত দুই দিনে আবারও বেড়েছে সোনার দাম (Gold Rate Today). তবে আজকে কেমন থাকবে সোনার দাম। সোনার দাম আজ কমল নাকি বাড়ল চলুন দেখে নিন।
সোনার দাম কেন বৃদ্ধি পায়?
এই সোনার দাম (Gold Rate Today) বৃদ্ধির ওপরে অনেক ধরণের জিনিস নির্ভর করে থাকে। তার মধ্যে অন্যতম হল GST এবং গয়না (Gold Ornaments) বানালে গয়নার মজুরি। এই দুইয়ের জন্য এই দাম একধাক্কায় অনেকটাই বৃদ্ধি পায়। এছাড়াও এই দাম (Gold Rate Today) প্রতিদিন অন্তর পরিবর্তিত হতে থাকে। আর আপনারা সোনা (Gold) কিনতে যাওয়ার আগে এই দাম সম্পর্কে জেনে তবেই সিদ্ধান্ত নেবেন।
আজকের ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 67590 টাকা। 1 গ্রামের দাম 6795 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 73740 টাকা। 1 গ্রামের দাম 7374 টাকা। আজ সোনার বাটের দাম বেড়েছে 600 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 74400 টাকা। 1 গ্রামের দাম 7440 টাকা। আজ খুচরা পাকা সোনার দাম (Gold Rate Today) বেড়েছে 600 টাকা।
গতকালের ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 70200 টাকা। 1 গ্রামের দাম 7020 টাকা। গতকাল হলমার্ক সোনার দাম বেড়েছিল 750 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 73450 টাকা। 1 গ্রামের দাম 7345 টাকা। গতকাল সোনার বাটের দাম বেড়েছিল 800 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 73800 টাকা। 1 গ্রামের দাম 7380 টাকা। গতকাল খুচরা পাকা সোনার দাম (Gold Rate Today) কমেছিল 800 টাকা।
রুপোর দাম সম্পর্কে বিস্তারিত
সোনার মতো রূপোর গহনা এখন অনেক মানুষের কাজে লাগে। রুপোর দাম ও গত কয়েক মাসে অনেকটাই বেড়েছে। গতকালও রুপোর দাম (Pure Silver Price) বেড়েছিল। আজ কেমন আছে রুপোর দাম কমেছে নাকি বেড়েছে চলুন দেখে নিন। আর এই দামও সোনার দামের (Gold Rate Today) মত পরিবর্তিত হতে পারে। তাহলে কেনার আগে দাম সম্পর্কে অবশ্যই জেনে নিন।
পোস্ট অফিসে বিনিয়োগের নিয়ম বদল, নতুন পুরনো সব গ্রাহকরা জানুন
আজ এবং গতকালের রুপোর দাম
1 কেজি রুপোর বাটের দাম 89000 টাকা। গতকালের তুলনায় আজ 500 টাকা দাম বেড়েছে। 1 কেজি খুচরা রূপার দাম 86850 টাকা। গতকালের তুলনায় আজ খুচরা রুপোর দাম 500 টাকা বেড়েছে। 1 কেজি রুপোর বাটের দাম 86250 টাকা। গতকাল 1650 টাকা দাম বেড়েছিল রুপোর বাটের। 1 কেজি খুচরা রূপার দাম 86350 টাকা। গতকাল খুচরা রুপোর দাম 1650 টাকা বেড়েছিল।
Written by Ananya Chakraborty.