সোনার দাম

Gold Price Today: বছরের শুরুতে সোনার দাম কত? আজকের সোনার দর কলকাতায় কেমন?

কিছুদিন আগেই বিয়ের মরশুম চলার জন্য সোনার দাম (Gold Price Today) অনেকটাই বৃদ্ধি পেয়েছিল কিন্তু বিগত কয়েক দিনে এই দাম অনেকটাই কমে গিয়েছে। আর আজকে ২০২৫ সালের প্রথম দিন, এই ছুটির দিনে অনেকেই সোনা বা সোনার গয়না শুভ বলে কিনতে পছন্দ করেন (Gold as an Investment). সেই জন্য আজকের সোনার দাম কত সেই সম্পর্কে জেনে নেওয়াটা খুবই জরুরি।

22K 24K Hallmark Gold Price Today

সোনা এমন এক মূল্যবান ধাতু, যেটির দাম কখনো বাড়ে আবার কখনো কমে। যে কোনো শুভ অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে সোনার গহনা পড়ার রীতি রয়েছে। মহিলাদের সৌন্দর্যের একটি অঙ্গ হল এই সোনার অলংকার। শুধু সৌন্দর্যের জন্যই সোনার অলংকার কেনা হয়ে থাকে, সেটা নয়। এই সোনার অলংকার ভবিষ্যতের আর্থিক সুরক্ষার জন্য অনেকটাই নির্ভরতার একটি অঙ্গ।

Gold Rate Today in Kolkata

সোনার দাম যখন বৃদ্ধি পায় সেই সময় সোনা কেনা থেকে বিরত থাকাই ভালো। নতুন বছরের শুভারম্ভে সোনার দাম কিছুটা কম রয়েছে, এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটি হল বিয়ের মরশুম। বিয়ের কথা উঠলেই সবার আগে সোনার অলংকারের কথা মাথায় আসে। নিজের বিয়ে হোক কিংবা আত্মীয়, প্রিয়জনের বিয়েতে উপহার স্বরূপ সোনার অলংকার দেওয়ার জন্য সোনা কিনতেই হয়।

Gold as an Investment in India

সোনার দাম যেহেতু এখন কম রয়েছে, তাই এই সুযোগ বুঝেই কিনে ফেলুন। আর আবার বাংলার মাঘ মাস শুরু হলে বিয়ে শুরু হয়ে যাবে আর তাই নিজেদের ছেলে, মেয়ে বা কোন নিকট মানুষকে কোন উপহার দিতে হলে আপনাদের উচিত দোকানের যাওয়ার আগে একবার দেখে নিন এই মুহূর্তে আজকের দিনে সোনার দাম কেমন যাচ্ছে?

আজকের সোনার দর কত?

আজকের দিনে অর্থাৎ বছর শুরুর দিনে কলকাতায় 22 ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে 7110 টাকা। গতকাল 1 গ্রাম সোনার মূল্য ছিল 7150 টাকা। 24 ক্যারেট সোনার এক গ্রামের দাম 7756 টাকা। গতকাল এই মূল্য ছিল 7800 টাকা। 18 ক্যারেট সোনার এক গ্রামের মূল্য আজকের দিনে 5,818 (Gold Rate Today). গতকাল এই এক গ্রামের মূল্য ছিল 5,850 টাকা।

How to Win Lottery (লটারি জেতার উপায়)

আজ কলকাতায় রুপোর দাম কত?

কমেছে রুপোর দামও। ১০০ গ্রাম রুপোর দাম সোমবার ৯২৩০ টাকা। ১ কেজি রুপোর দাম ৯২ হাজার ৩০০ টাকা। রবিবারের চেয়ে ১০০ টাকা দাম কমেছে রুপোর। আর সোনার গয়নার দাম বেশি হওয়ার কারণের জন্য অনেকেই এখন রুপো বা রুপোর গয়না বা বাসন পত্র কিনে থাকেন। আর এই জন্য আজকের সোনার দামের সঙ্গে রুপোর দামও (Today Silver Price) জেনে নেওয়া জরুরি।

প্যান কার্ড নিস্ক্রিয় হতে চলেছে নতুন বছরে? প্যান কার্ড স্ট্যাটাস চেক করে জানুন

বছরের শুরুতেই অনেকেই সোনার অলংকার কিনে থাকেন, এছাড়াও সামনে রয়েছে বিয়ের মরশুম। সোনার দাম কম থাকার সময়ে দোকান থেকে ঝটপট কিনে ফেলুন সোনা। এই জন্য আজকের দিনে সোনা কিনলে আপনি অনেকটাই লাভ করতে পারবেন। ২০২৫ সালের শুরু হয়ে গেল আজ থেকে, DailySearch-র পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।
Written by Shampa debnath

Related Articles