সোনার দাম

Gold Price – সপ্তাহের শেষে আবার কমলো সোনার দাম। আজকের নতুন দাম কত?

শেয়ার বাজার যেমন বাড়ছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সোনা রূপার দাম (Gold Price). যে কোনো অনুষ্ঠান হোক বা উৎসব সব কিছুতেই সোনা কেনা বাঙালির অভ্যাস। সোনা (Gold) কেউ উপহার হিসেবে পছন্দ করে কেউ বা বিনিয়োগের (Gold As Investment) মাধ্যম হিসেবে পছন্দ করে। এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যারা সোনা রূপো পছন্দ করে না।

916 Pure Gold Price Today.

দেশের এক এক জায়গায় এক এক দিন এক এক রকমের দাম থাকে। প্রতিদিনই সোনা রূপার দাম (Gold Price) ওঠানামা করতেই থাকে। আজ কম তো কাল বেশি। আজ বাজারে সোনার রুপোর দাম কেমন আছে? জানতে নিশ্চই আপনিও চান? তাহলে চলুন এক ক্লিকেই জেনে নিন আজকের সোনার রুপোর দাম। আর এই দামের সঙ্গে GST যোগ করার ফলে উল্লেখিত দামে কিছুটা পরিবর্তন সম্ভব (Gold Price).

22K And 24K Gold Price Today

10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 63100 টাকা। 1 গ্রামের দাম 6310 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 63230 টাকা। 1 গ্রামের দাম 6323 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম (Hallmark Gold Price) 60300 টাকা। 1 গ্রামের দাম 6030 টাকা। প্রত্যেকদিন অন্তর এই দামে পরিবর্তন হয়, তাই আপনারা কেনার আগে অবশ্যই ঠিকঠাক দরাদরি করে নিয়ে কিনবেন।

DA Hike (ডিএ বৃদ্ধি)

Today Silver Price And Yesterday Gold Price

1 কেজি রুপোর বাটের দাম 70200 টাকা। 1 কেজি খুচরা রুপোর দাম 70300 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 63150 টাকা। 1 গ্রামের দাম 6315 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 63450 টাকা। 1 গ্রামের দাম 6345 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 60350 টাকা। 1 গ্রামের দাম 6035 টাকা। গতকালের তুলনায় আজ সোনার দাম কমেছে। রুপোর দাম গতকাল 300 টাকা কমেছিল। আর আজ 50 টাকা কমেছে রুপোর দাম।

দীর্ঘ আন্দোলোনের পর দাবী পূরণ। বাজেটে রাজ্যের সব কর্মীদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। কত টাকা বাড়লো বেতন?

How To Know The Purity Of Gold?

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা 24 ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন 18 ক্যারেটের সোনায় 75 শতাংশ সোনা থাকে এবং 25 শতাংশ অন্য ধাতু থাকে। এই সকল তথ্য সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *