Gold Price Today: বিয়ের মরশুমে কমলো সোনার দাম? আজকে 22 ক্যারেট হলমার্ক সোনার দাম কত
আজকের সোনার দাম কত (Gold Price Today) এখন বিয়ের মরশুমে চলার কারণের জন্য এই প্রশ্নটি সকলের মনে বিশেষ করে পাত্রপাত্রী ও তাদের মা বাবাদের মুখে বেশি শোনা যাচ্ছে। এমনিতেই এই ধাতুর দাম প্রায় সব সময় বেশি থাকে, কিন্তু এখন বিয়ের মরশুম থাকার কারণের জন্য এই দামে কিছু দিন ধরে খুবই বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে সকল স্থানে (Gold as an Investment).
22K & 24K Gold Price Today
আর বাঙালি বিয়েতে বা যে কোন ধরণের শুভ অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে সোনার গহনা পড়ার রীতি চলে আসছে অনেক যুগ ধরে। মহিলাদের সৌন্দর্যের একটি অঙ্গ হল এই সোনার অলংকার। শুধু সৌন্দর্যের জন্যই সোনার অলংকার কেনা হয় সেটা শুধু নয়, এই সোনার অলংকার ভবিষ্যতের আর্থিক সুরক্ষার জন্য অনেকটাই নির্ভরতার একটি অঙ্গ।
সোনার দাম কত আজকে?
তবে হলমার্ক সোনার দাম (Gold Rate Today) যেহেতু কখনো কম বা বেশি থাকে, তাই দাম একটু কমা মাত্রই ঝটপট সোনা কিনে রাখাটাই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটি হল বিয়ের মরশুম। বিয়ের কথা উঠলেই সবার আগে গয়নার কথা মাথায় আসে। নিজের বিয়ে হোক কিংবা আত্মীয় প্রিয়জনের বিয়েতে উপহার স্বরূপ সোনার অলংকার দেওয়ার জন্য সোনা কিনতেই হবে।
সোনার দাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের দাম
সোনার দাম বাড়বে না কমবে সেটা নির্ভর করে অনেক কিছুর ওপর। সোনার দামের বৃদ্ধি বা কমে যাওয়া শুধুমাত্র আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে না, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আমদানির জন্য নির্ধারিত শুল্কের দামের উপরও নির্ভর করে সোনার দাম বৃদ্ধি পাবে না কমবে। এছাড়াও মরশুমের সময়ে এই দামে ওঠানামা করে নিরন্তর (Gold Price Today).
২২ ক্যারেট সোনার দাম আজকের দিনে ১ গ্রামের দাম ৭২০৫ টাকা। যেটা গতকাল ছিল ৭১৩০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৭৮৬০ টাকা, যার দাম ছিল গতকাল ৭৭৭৪ টাকা। এর সাথে ৩ শতাংশ জিএসটি যোগ করতে হবে। আগের থেকে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে সোনার দামে। এক কেজির রূপার দাম রয়েছে আজকের বাজারে ৯০৫৩৪ টাকা।
বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, আগামীতে হলমার্ক সোনার দাম আরও বৃদ্ধি পাবে। এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি এই মুহূর্তে সোনা কিনে ঘরে রেখে দেন। সোনা এমন একটি দ্রব্য, যেটি কিনে রাখলে আপনার কখনো ক্ষতির সম্ভাবনা নেই। অনেকেই রয়েছেন সোনা বিনিয়োগ করেন মোটা টাকা লাভের জন্য। এই দিক থেকেও দেখতে হলে আপনি যদি এই সময় সোনা কিনে রাখেন তাহলে পরবর্তীতে আপনার অনেকটাই লাভ হবে।
ব্যাঙ্ক দেউলিয়া হলে ক্ষতিপূরণ কত পাবেন? RBI-র নিয়ম জেনে বিনিয়োগ করুন
যেহেতু সামনে আরও অনেক অনুষ্ঠান আসছে, তাই সোনার দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও এই মুহূর্তে একটু দাম বৃদ্ধি রয়েছে, তবুও এই সময়টাই মোক্ষম সময় সোনা কিনে রাখার জন্য। কিন্তু সোনার দামের সঙ্গে মজুরি যোগ হয় তাই গয়না কেনার আগে আপনাদের উচিত সোনা কেনার আগে সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়া।
Written by Shampa Debnath