সোনার দাম

আজ সোনার দাম কত কলকাতায়? হলমার্ক 22 এবং 24 ক্যারেট স্বর্ণের দাম বাড়ল না কমলো?

আজকে সোনার দাম কত হল? যে কোন উৎসবের মরশুমে সকলের মনে এই একই প্রশ্ন থাকেই। আর সোনা এমন এক মূল্যবান ধাতু, যেটির দাম কখনো বাড়ে আবার কখনো কমে। যে কোনো শুভ অনুষ্ঠানে, এছাড়া ধর্মীয় অনুষ্ঠানে সোনার গহনা পড়ার রীতি বহুকাল থেকেই রয়েছে। মহিলাদের সৌন্দর্যের একটি অঙ্গ হল এই সোনার অলংকার। শুধু সৌন্দর্যের জন্যই সোনার অলংকার কেনা হয়ে থাকে, সেটা নয়।

আজকের হলমার্ক সোনার দাম

এই সোনার অলংকার ভবিষ্যতের আর্থিক সুরক্ষার জন্য নির্ভরতার একটি অঙ্গ। বিয়ের কথা উঠলেই সবার আগে সোনার অলংকারের কথা মাথায় আসে। নিজের বিয়ে হোক কিংবা আত্মীয়, প্রিয়জনের বিয়েতে উপহার স্বরূপ সোনার অলংকার দেওয়ার জন্য সোনা কিনতেই হয়। অনেকে আবার নিজের শখের জন্যও সোনা কিনে থাকেন, সম্প্রতি একলাফে সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছে এই বিপুল চাহিদার কারণের জন্য।

Hallmark Gold Rate Today

দি এই মুহূর্তে সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে দোকানে যাওয়ার আগে একবার চোখ মিলিয়ে নিন কত গ্রামের দাম কত করে রয়েছে। আর এখন বিয়ের মরশুম না থাকার জন্য দাম কম থাকার কথা কিন্তু তাও দাম কমছেই না! বর্তমানে গরীব মধ্যবিত্ত মানুষদের পক্ষে সোনার হাত দেওয়া যেন স্বপ্ন দেখার মতনই হয়ে গিয়েছে। যেভাবে সোনার দামে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে তাতে ২০২৫ এর শেষের মধ্যেই এক লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে ১০ গ্রাম সোনার দাম।

Gold as an Investment

এই জন্য আগেভাগে সোনা কিনে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। দোকানে যাওয়ার আগে তাই দেখে নিন এক গ্রামের দাম কতো বাড়লো? দোকানের যাওয়ার আগে একবার দেখে নিন এই মুহূর্তে আজকের দিনে সোনার দাম কেমন যাচ্ছে? আর আসল দামের সঙ্গে GST ও গয়নার মজুরি যুক্ত হওয়ার ফলে এই দাম আর বৃদ্ধি পায়। তাই যে কোন গয়না কেনার আগে আপনাদের এই সকল জিনিস সম্পর্কে জেনে নেওয়া উচিত।

18K 22K 24K Today Gold Rate

এক গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য রয়েছে ৮২৯০ টাকা। যেটা গতকাল ছিল ৮২৫০ টাকা। ১০ গ্রাম সোনার মূল্য রয়েছে ৮২,৯০০ টাকা, যেটা গতকাল ছিল ৮২,৫০০ টাকা। ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার মূল্য ৯০৪৪ টাকা, যেটা গতকাল ছিল ৯০০০ টাকা। ১০ গ্রাম সোনার মূল্য ৯০,৪৪০ টাকা। যেটা গতকাল ছিল ৯০০০০ টাকা, তাই আজকে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে।

১৮ ক্যারেট সোনার মূল্য ১ গ্রাম সোনার মূল্য ৬,৭৮৩ টাকা, যেটা গতকাল ছিল ৬,৭৫০ টাকা। ১০ গ্রাম সোনার মূল্য ৬৭,৮৩০ টাকা, যেটা গতকাল ছিল ৬৭,৮৩০ টাকা। ১০০ গ্রাম সোনার মূল্য ৬,৭৮,৩০০ টাকা, যেটা গতকাল ছিল ৬,৭৫,০০০ টাকা। আর কিছু দিনের মধ্যে সোনার দাম আকাশ ছোঁয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিকে সামনেই বৈশাখ মাস পরতে শুরু হবে বিয়ের মরসুম।

SBI নাকি PNB? কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ১ লাখ টাকা বিনিয়োগে বেশি সুদ পাবেন?

বিয়ে হোক বা যে কোন কারনে আপনার যদি সোনা কেনার প্রয়োজন থাকে, তাহলে এখনই সোনা কেনার জন্য মোক্ষম সময়, কারণ এরপরে সোনার দামের ঊর্ধ্বগতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সোনার বাট বা গয়না কেনার আগে দাম ও মজুরি মিলিয়ে সকল তথ্য সম্পর্কে আপনারা জেনে নিয়ে তবেই কিনতে যাবেন তাহলে সকলের সুবিধা হবে।
Written by Shampa Debnath

Related Articles