Gold Rate Today: পুজোর সপ্তাহে সোনার দাম নিয়ে খুশির খবর! অপেক্ষা না করে দোকানে যান
অবশেষে রাজ্যের মধ্যবিত্ত মানুষদের জন্য সোনার দাম (Gold Rate Today) নিয়ে দারুণ খবর। দুই দিন পরই দুর্গা পুজো। আর ইতিমধ্যেই সকল নাম করা পুজো গুলো খুলে গেছে সকল মানুষদের দর্শনের জন্য আর ফাকায় ফাকায় অনেকেই এখনই ঠাকুর দেখা সেরে নিচ্ছেন। দুগাপুজো মানেই নতুন নতুন জামা কেনা, তার সাথে অনেকে আবার সোনা ও রুপোর গয়নাও (Gold Price) কিনে থাকে।
Hallmark Gold Rate Today
তবে সোনার দাম দিন দিন যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্তদের পক্ষে কেনা দায় হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞরা অনেকে মনে করছে সামনে যেহেতু দুর্গাপুজো আর তারপরই ধনতেরস তাই সেই সময় সোনা ও রুপোর দাম (Hallmark Gold Silver Price) রেকর্ড বাড়বে। তাই আগেই সোনা কিনে রাখা ভালো। আর এই মাসে প্রথম একধাক্কায় কমে গেল সোনার দাম (Gold Rate Today).
22 ক্যারেট হলমার্ক সোনার দাম কত?
শুভ অনুষ্ঠান মানেই সোনা। অন্যান্য ধাতুর তুলনায় সোনার দাম সব সময় বেশি থাকে। কারন সবারই গহনা হিসেবে হোক আর দুর্দিনে বিপদের হাত থেকে বাঁচাতে কাজে আসে এই সোনা। তাই সোনার দাম (Gold Rate Today) কখন বাড়ছে কখন কমছে আর সেই দিকে নজর থাকে সবারই। এরই সঙ্গে মজুরি যুক্ত হয়ে এই দামের পরিবর্তন হয়, তাই গয়না কেনার আগে আপনারা এই দাম সম্পর্কে সকল তথ্য জেনে নিতে পারবেন।
- আজকের সোনার দাম কত?
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 71000 টাকা। আজ হলমার্ক সোনার দাম অপরিবর্তিত। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 77450 টাকা, আজ খুচরা সোনার দাম অপরিবর্তিত। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 76100 টাকা (Gold Rate Today). আর আজকে ১০ গ্রামে ২০০০ টাকা পর্যন্ত সোনার দাম কমেছে একধাক্কায়, এই সুযোগকে কাজে লাগান।
- গতকাল সোনার দামের সঙ্গে পার্থক্য
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 72700 টাকা। গতকাল 100 টাকা কমেছিল হলমার্ক সোনার দাম। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 76500 টাকা। গতকাল খুচরা সোনার দাম 100 টাকা কমেছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 76100 টাকা। গতকাল সোনার বাটের দাম 100 টাকা কমেছিল।
- আজ ও গতকাল রুপোর দামের পরিসংখ্যান
সোনার মতো রূপোর গহনার উপরেও চাহিদা বেড়েছে মানুষের, তার সাথে পাল্লা দিয়ে দামও বাড়ছে। গতকাল আবার বেড়েছিল রুপোর দাম আজ রুপোর দাম কত আছে দেখে নিন। 1 কেজি রুপোর বাটের দাম 93000 টাকা। আজ রুপোর বাটের দাম অপরিবর্তিত ছিল, খুচরা রূপার দাম 93100 টাকা (Gold Rate Today). আজ খুচরা রুপোর দাম অপরিবর্তিত ছিল।
কম টাকা বিনিয়োগে বেশি রিটার্ন চাই? ভারতে সেরা সঞ্চয় স্কিম 2024
1 কেজি রুপোর বাটের দাম 93000 টাকা। গতকাল 600 টাকা বেড়ে ছিল রুপোর বাটের দাম (Gold Rate Today). 1 কেজি খুচরা রূপার দাম 93100 টাকা। গতকাল 600 টাকা বেড়েছিল খুচরা রুপোর দাম। আর সকলকে DailySearch-র পক্ষ থেকে শারদীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলের দিন ভালো কাটুক এই কামনার সঙ্গেই এই আলোচনা শেষ করলাম।
Written by Ananya Chakraborty.