Minimum Balance: সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স নিয়ে আপডেট! না জানলে টাকা কাটবে
ছোট থেকে বড় সকল প্রকারের লেনদেনের জন্য সেভিংস অ্যাকাউন্ট (Savings Account Minimum Balance) থাকা বাধ্যতামূলক। ব্যাঙ্ক থেকে পোস্ট অফিস সকলেই নিজেদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের সুবিধা দিয়ে থাকে। কিন্তু এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নূন্যতম কিছু ব্যালেন্স রাখতে হয়, আর এই নিয়মটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট (Zero Balance Account) গ্রাহকদের ছাড়া সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।
Bank Account Minimum Balance Update
আর আগের থেকে আপনারা এই মিনিমাম ব্যালেন্স (Minimum Balance) সম্পর্কে জেনে নিলে তবে শেষমেশ আপনাদেরই সুবিধা হতে চলেছে। সরকারি হোক বা বেসরকারি সকল ব্যাঙ্কের তরফে বিভিন্ন অ্যাকাউন্ট হিসাবে এই নুন্যতম ব্যালেন্সের নিয়ম করে দেওয়া হয়েছে। তাহলে আজকে এই সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য সম্পর্কে জেনে নিতে পারবেন।
Savings Account Minimum Balance
আজ আপনাদের বলব সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম কত টাকা রাখতে হবে। সম্প্রতি State Bank of India, HDFC Bank এবং Punjab National Bank সহ বেশ কয়েকটি বড় ব্যাঙ্ক নূন্যতম ব্যালেন্স (Minimum Balance) প্রয়োজনীয়তা সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে। আর এই সকল ব্যাঙ্কেই দেশের কোটি কোটি মানুষের অ্যাকাউন্ট আছে, এর ফলে এই সম্পর্কে এখনই জেনে নেওয়া উচিত।
নূন্যতম ব্যালেন্স কেন রাখতে হবে?
প্রতিটি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের Minimum Balance বজায় রাখতে বলে। অনেক ব্যাঙ্ক আবার জিরো ব্যালেন্স অফার করে গ্রাহকদের। তবে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় কিছু নিয়ম জেনে রাখা উচিৎ। কারন এটি অপ্রয়োজনীয় জরিমানা প্রতিরোধ করতে সাহায্য করে। তাহলে এই সম্পর্কে এখনই কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
State Bank of India
গ্রাহকদের লোকেশনের উপরে নির্ভর করে স্টেট ব্যাঙ্ক Minimum Balance নির্ধারণ করে থাকে। মেট্রো শহরের গ্রাহকদের মাসিক ব্যালেন্স 3000 রাখতে হবে। শহুরে এলাকায় গ্রাহকদের মাসিক 2000 টাকা ব্যালেন্স রাখতে হবে। গ্রামীন এলাকায় গ্রাহকদের মাসিক 1000 টাকা ব্যালেন্স রাখতে হবে। যদি কোনো গ্রাহক এই নুন্যতম ব্যালেন্স বজায় না রাখে তাহলে জরিমানা আরোপ করতে পারে SBI.
HDFC Bank
HDFC Bank-র শহুরে এলাকার গ্রাহকদের জন্যে নিম্নলিখিত প্রয়োজনীয়তা গুলো সেট করেছে। এই ব্যাঙ্কের গ্রাহকদের গড় মাসিক ব্যালেন্স 10 হাজার টাকা রাখতে হবে। গ্রাহকরা 1 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট রাখতে পারেন। এই ব্যালেন্স বজায় না রাখলে অতিরিক্ত চার্জ নেওয়া হবে।
ধনতেরাসে কখন পুজো করলে ভাগ্য খুলবে? কেনাকাটার শুভ মুহূর্ত জেনে নিন
Punjab National Bank
এই ব্যাঙ্ক ও লোকেশনের ওপরে নির্ভর করে নূন্যতম ব্যালেন্স অফার করে গ্রাহকদের। গ্রামীণ এলাকার গ্রাহকদের নূন্যতম ব্যালেন্স 500 টাকা রাখতে হবে।নাহলে 25 টাকা ফাইন দিতে হবে। শহুরে এলাকার গ্রাহকদের 2000 টাকা নূন্যতম ব্যালেন্স রাখতে হবে নাহলে 250 টাকা চার্জ করা হবে। ব্যাঙ্কের অতিরিক্ত চার্জের হাত থেকে বাঁচার জন্যে এই নিয়ম গুলো মেনে চলতে হবে।
Written by Ananya Chakraborty.