রিজার্ভ ব্যাংকের পর হোম লোনে ইএমআই কমালো এই ৬টি সরকারি ব্যাংক। নতুন গৃহ ঋণের সুদের হার কত হল?
এবারে হোম লোনে ইএমআই (Home Loan EMI) কমানোর কথা ঘোষণা করলো দেশের অনেক বড় বড় নাম করা ব্যাংক গুলো। আর এই ঘোষণার ফলে কোটি কোটি মধ্যবিত্ত মানুষদের অনেকটাই সুবিধা হবে এবং তারা অবশেষে হাফ ছেড়ে বাচল বলেই মনে করছেন অনেকে। তাহলে এবারে কোন কোন ব্যাংক কত পরিমাণে সুদ কমাল এবং এখন কত সুদ হয়েছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
Home Loan EMI Calculator 2025
বিগত পাচ বছর পর রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোতে সিদ্ধান্ত নিল, যা সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনে অনেকটাই সরাসরি প্রভাব আনবে। গত ৭ ই ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাংকের তরফে রেপো রেট কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তে বলা হয়, রেপো রেট ০.২৫ শতাংশ বা ২৫ বেসিস পয়েন্ট কমানো হবে। আগে রেপো রেট ছিল ৬.৫০ শতাংশ, বর্তমানে কমানোর ফলে হয়ে দাড়িয়েছে ৬.২৫ শতাংশ।
হোম লোন ইএমআই কমলো নতুন সুদের হার কত?
রেপো রেট কমানোর সাথে সাথে দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংক লিঙ্কট লেন্ডিং রেট কমানোর সিদ্ধান্ত নেয় ৷ যে ব্যাংক গুলো লিঙ্কট লেন্ডিং রেট কমানোর কথা জানায়, তারা হলো কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা সহ কয়েকটি ব্যাংক। এই লিঙ্কট লেন্ডিং রেটের উপরে নির্ভর করে লোন নেওয়া বা পরিশোধ করে থাকেন গ্রাহকেরা। এই লিঙ্কট লেন্ডিং রেটের পরিমাণ ০.২৫ শতাংশ কমানোর কথা হয়। লিঙ্কট লেন্ডিং রেটের ওপর নির্ভর করে সুদ বাড়বে না কমবে।
গুড নিউজ! হোম লোন ইএমআই নতুন তালিকা
কানাড়া ব্যাংক লিঙ্কট লেন্ডিং ৯.২৫ শতাংশ থেকে ৯.২৫ শতাংশ করেছে ৷ এই নতুন রেট ১২ ফেব্রুয়ারি ২০২৫ থেকেই কার্যকর হয়েছে ৷ ব্যাংক অফ বরোদা লিঙ্কট লেন্ডিং রেট ৮.৯০ শতাংশ করা করেছে, যা ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর করা হয়েছে ৷ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে লিঙ্কট লেন্ডিং রেট ৯.৩৫ শতাংশ করা হয়েছে। এটি কার্যকর করা হয়েছে ৭ ফেব্রুয়ারি থেকে।
অবশেষে হোম লোন ইএমআই হ্রাস পেল
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া লিঙ্কট লেন্ডিং রেট ৯.২৫ শতাংশ থেকে ৯.০০ শতাংশ করেছে, যা ১১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর করা হয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক লিঙ্কট লেন্ডিং রেট ২৫ বেসিস পয়েন্ট ৯.১০ শতাংশ হয়েছে, যা ১১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর করা হয়েছে। পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাংকের পক্ষ থেকে লিঙ্কট লেন্ডিং রেট ৯.২৫ শতাংশ থেকে ৯.০০ শতাংশ হয়েছে ৷
হোম লোন ইএমআই কাটছাঁট!
RBI-র পক্ষ থেকে রেপো রেট কমানোর জন্য দেশের সরকারি ব্যাংক গুলি তাদের সুদের হার কমায়। এর জন্য সব থেকে উপকৃত হবেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা গৃহ ঋণ নিয়েছেন বা নেবেন তাদের জন্য সুদের হার অনেকটাই কম হবে, এর ফলে ইএমআই কম আসবে। এর ফলে সাধারণ মানুষের জীবনে অনেকটাই প্রভাব পড়তে চলেছে। আর যে কোন ধরণের ঋণ নেওয়ার আগে সকল তথ্য সম্পর্কে ভালো করে জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত সকল গ্রাহকদের।
Written by Shampa debnath