প্রকল্প

এখন থেকে বাড়িতে বসেই হাতে পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট, কিভাবে আবেদন করবেন জেনে নিন

আপনি কি তপশিলি জাতি, উপজাতি অথবা ওবিসি সম্প্রদায়ভুক্ত একজন নাগরিক? তবে আজকের এই খবরটি আপনার জন্য। জনগণের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে কিংবা কেন্দ্র সরকারের তরফে যেসমস্ত প্রকল্পগুলি চালু করা হয়েছে তার সুবিধা পেতে গেলে তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত ব্যক্তিদের একটি নির্দিষ্ট জাতিগত শংসাপত্র জমা দিতে হয়।

তবে অনেক মানুষই এখনও পর্যন্ত জানেন না তারা বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে জাতিগত শংসাপত্র কিংবা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তবে এখানেই শেষ নয়, এবার থেকে আপনারা বাড়িতে বসেই কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করেও নিতে পারবেন। আর আজ আমরা কিভাবে আপনারা কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনের মারফত আবেদন করতে পারবেন এবং কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তা নিয়ে আলোচনা করতে চলেছি।

অনলাইনের মাধ্যমে কিভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন জানাবেন?
১. বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কাজ সার্টিফিকেটের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই Backward Classes Welfare Department এর অফিসিয়াল ওয়েবসাইট https://castcertificatewb.gov.in/ -এ যেতে হবে।

২. এরপর হোম পেইজে থাকা Apply For SC/ST/OBC অপশনটিতে ক্লিক করতে হবে।

৩. তারপর আপনার সামনে যে নতুন পেইজটি আসবে তাতে আপনাকে আপনার জেলা, সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি কিংবা ব্লক নির্বাচন করে নিতে হবে। এরপর আপনি তপশিলি জাতি, উপজাতি নাকি ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তা নির্বাচন করতে হবে।

৪. ওই একই পেজে আপনাকে আপনার কাস্ট, নাম, পিতার নাম, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, ইপিক (Epic) নং অথবা আধার নম্বর কিংবা খাদ্য সাথী কার্ডের ক্যাটাগরি এবং নম্বর, জন্মের তারিখ এবং রাজ্য, জেলা, পুলিশ স্টেশন, গ্রাম অথবা শহর নির্বাচন করে নিতে হবে।

৫. এরপর আপনাকে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে।

৬. তারপর আপনার সামনে Blood relation details নামক একটি অপশন আসবে। এর অধীনে আপনার পরিবারের কারোর যদি কাস্ট সার্টিফিকেট থাকে তবে আপনাকে Yes অপশনে ক্লিক করতে হবে এবং যদি না থাকে তবে এক্ষেত্রে No অপশনে ক্লিক করবেন। পরিবারের কারোর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তবে সেই সার্টিফিকেট সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং আপনার সাথে উক্ত ব্যক্তির সম্পর্ক সঠিকভাবে উল্লেখ করতে হবে।

৭. এরপর Details of two(2) local references নামক একটি অপশন আপনি দেখতে পাবেন, যেখানে আপনাকে আপনার এলাকায় বসবাসকারী পরিচিত দুজন ব্যক্তির নাম এবং ঠিকানা উল্লেখ করতে হবে।

৮. তারপর আপনি Whether the applicant or his family migrated from other State/Country নামক একটি অপশন দেখতে পাবেন। এক্ষেত্রে আবেদনকারী কিংবা তার পরিবার যদি অন্য রাজ্য কিংবা দেশ থেকে পশ্চিমবঙ্গে এসে থাকেন তবে Yes অপশনে ক্লিক করতে হবে। আর যদি আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তবে No অপশনে ক্লিক করতে হবে।

৯. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে save and continue অপশনে ক্লিক করতে হবে।

১০. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে অ্যাপ্লিকেশন আইডিটি আসবে এবং ওই একই পেজে আপনাকে আপনার পিতা এবং মাতার পেশা বেছে নিতে হবে। যদি সেখানে থাকা অপশনের মধ্যে কোনটি আপনার পিতা কিংবা মাতার পেশা না হয় তবে none of the above সিলেক্ট করুন এবং continue অপশনে ক্লিক করুন।

১১. এরপর আপনার সামনে একটি নোটিফিকেশন আসবে তাতে ok অপশনে ক্লিক করলে আপনি যদি ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন তবে আপনার সামনে একটি পেজ আসবে যাতে আপনাকে আপনার বাবা কিংবা মায়ের বেতন অথবা ইনকাম উল্লেখ করতে হবে। এরপর save and continue for OBC অপশনে ক্লিক করতে হবে। তপশিলি জাতি কিংবা উপজাতি অর্থাৎ SC এবং ST সার্টিফিকেটের জন্য আবেদনের ক্ষেত্রে এই পেজটি আসবে না।

১২. এরপর যে পেজটি আসবে সেটি SC, ST কিংবা OBC সমস্ত প্রকার সার্টিফিকেটের জন্য আবেদনকারী ব্যক্তিদের ক্ষেত্রে একই হবে। এক্ষেত্রে প্রথমে আপনাকে আবেদনকারীর একটি ছবি আপলোড করতে হবে। এরপর আপনার পরিবারের কারো সার্টিফিকেট থাকলে তার সার্টিফিকেটের বিভিন্ন তথ্য, আপনার ফটো আইডেন্টিটি ডকুমেন্টের বিভিন্ন তথ্য, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র এবং ভোটার কার্ডের বিভিন্ন তথ্য ঠিকঠাকভাবে লিখতে হবে।

১৩. উপরোক্ত সবক্ষেত্রে সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশন ক্লিক করলেই কাস্ট সার্টিফিকেটের জন্য আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সম্পন্ন হবে।

১৪. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তা থেকে আপনি আপনার ফর্ম এবং acknowledgement slip টি ডাউনলোড করতে পারবেন এবং ফর্মটি প্রিন্ট করে সঠিক স্থানে আপনাকে সই করতে হবে। আবেদনকারীর বয়স যদি ১৮ বছরের কম হয় তবে তার ক্ষেত্রে তার বাবা কিংবা মা সই করবেন।

১৫. সবশেষে ফর্মে উল্লিখিত বিভিন্ন নথিগুলি ফর্মের সাথে যুক্ত করে তিন কপি পাসপোর্ট সাইজ ছবি সহকারে B.D.O অফিস কিংবা S.D.O অফিসে জমা দিতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের নতুন পদ্ধতি, জেনে নিন এখনই

কিভাবে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন?
ফর্ম পূরণ এবং সমস্ত নথি বিডিও অফিসে জমা দেওয়ার পর আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলেই দেখতে পারবেন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। আপনার আবেদন অ্যাপ্রুভ হলেই আপনি কয়েকটি সহজ পদ্ধতিতে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।

কাস্ট সার্টিফিকেট ডাউনলোডের পদ্ধতিটি হলো:-
১. কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে Backward Classes Welfare Department এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

২. তারপর Download Certificate অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন নম্বর, নাম এবং জন্ম তারিখ সঠিকভাবে লিখে download certificate অপশনে ক্লিক করলে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *