Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করবেন? এই নথি সঙ্গে থাকলেই হবে
বাংলার মহিলাদের আর্থিক ভাবে উন্নত করার জন্যে রাজ্য সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) এনেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). 2021 সালে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্প চালু করা হয়। চালু করার পর থেকে দ্রুত জনপ্রিয় হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Apply Online) ইতিমধ্যেই এই স্কীমে 1.5 কোটিরও বেশি আবেদনপত্র জমা পরেছে (Government of West Bengal).
West Bengal Lakshmir Bhandar Scheme New Apply Process on Offline & Online
আপনি কি আবেদন করেছেন? আজ আপনাদের এই প্রকল্পের (Lakshmir Bhandar) আবেদন পদ্ধতির কথা বলব। এই প্রকল্পে এখন থেকে দুই ভাবে আবেদন করতে পারবেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফলে রাজ্যের কোটি কোটি মহিলাদের খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। তাহলে কিভাবে আবেদন করবেন চলুন জেনে নিন।
লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা করে ভাতা দেওয়া হয়?
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) মাধ্যমে আগে সাধারন শ্রেনীর মহিলাদের 500 এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্যে 1000 টাকা করে দেওয়া হত। কিন্তু এবারের রাজ্য বাজেটে এই ভাতার পরিমান বৃদ্ধি করা হয়েছে। এখন রাজ্যের সাধারন শ্রেনীর মহিলারা পায় 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছে 1200 টাকা করে।
লক্ষ্মীর ভাণ্ডারে কারা আবেদন করতে পারবে?
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Lakshmir Bhandar) শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মহিলাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। তবে যে সব মহিলারা বেকার অর্থাৎ সরকারি বা বেসরকারি কোনো কাজের সাথে যুক্ত নন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর ৬০ বছর বয়স হলে এই প্রকল্প সরাসরি বার্ধক্য ভাতায় (Old Age Pension) রূপান্তরিত হয়ে যাবে।
লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনে প্রয়োজনীয় নথি
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Lakshmir Bhandar) আবেদন করার জন্যে আধার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card), প্রার্থীর ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, SC, ST, OBC Certificate, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্কের বই ও মোবাইল নম্বর। দরকার হলে আরও কিছু নথিপত্র আপনার কাছ থেকে চাওয়া হয়ে পারে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইন আবেদন পদ্ধতি
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Lakshmir Bhandar Online Apply) অনলাইনে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনার মোবাইল নাম্বার দিন এবং স্কিনে দেখানো ক্যাপচা কোডটি লিখুন। এরপর এককালীন পাসওয়ার্ড পেতে জেনারেট OTP তে ক্লিক করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে OTP লিখুন। আবেদনপত্র পেতে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন। নিজের সব তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন। এরপরে প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করুন।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অফলাইন আবেদন পদ্ধতি
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অফলাইনে (Lakshmir Bhandar Offline Process) আবেদন করার জন্যে নিজের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম নিতে হবে তারপরে তা ঠিক মত পূরণ করে নথিপত্র যুক্ত করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। স্থানীয় কর্মকর্তারা ফর্মটি চেক করে সিস্টেমে প্রবেশ করবেন। যোগ্য আবেদনকারীর তালিকা অনুমোদনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান হবে। একবার অনুমোদিত হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকতে শুরু করবে।
Written by Ananya Chakraborty.