রেশন ডিলার পদে মাধ্যমিক পাশে রাজ্যে একাধিক নিয়োগ, বেতন কত?
আবারও নয়া চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, কর্মী নিয়োগ হবে রেশন ডিলার পদে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় নিয়োগ করা হবে রেশন ডিলার। সরকারি চাকরির সন্ধান করছেন? সেই সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। নারী পুরুষ নির্বিশেষে করা যাবে আবেদন। মাসিক মোটা বেতনও মিলবে যোগ্যতা অনুসারে।
রেশন ডিলার পদে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন।
নিয়োগ পদের নাম, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে জানতে হলে বিস্তারিত পড়তে হবে এই প্রতিবেদনটি।
নিয়োগ পদের নাম- রেশন ডিলার (Fair Price Shop Dealer).
শূন্যপদের সংখ্যা- ৩০ জন।
অবসরপ্রাপ্ত কর্মীদের কমপক্ষে 50% পেনশন বৃদ্ধির ঘোষণা, কত টাকা বাড়ছে, কবে থেকে চালু?
শিক্ষাগত যোগ্যতা- রেশন ডিলার পদে আবেদন জানাতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
আবেদন পদ্ধতি- অনলাইন ও অফলাইন উভইভাবেই আবেদন জানানো যাবে।অনলাইনে আবেদন পদ্ধতি-
১) অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট লিংক-
https://food.wb.gov.in
২) রেজিস্ট্রেশন করতে হবে। এরপর একটি User Id ও Password দেওয়া হবে। তা দিয়ে Log in করতে হবে।
৩) ‘Form-C’ অপশনে ক্লিক করলে আবেদনপত্রটি ওপেন হবে। তাতে আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ, বয়স, ঠিকানা, জন্ম তারিখ, বৈধ ও সক্রিয় ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর ‘Ok’ ক্লিক করতে হবে।
৪) সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার নথিপত্র এবং অন্যান্য নথিপত্র, এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং নিজস্ব একটি সই স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) সবশেষে আবেদন ফি হিসেবে ১০০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
অফলাইনে আবেদন পদ্ধতি-
১) অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট লিংক-
https://food.wb.gov.in
২) এরপর Form-C ডাউনলোড করে একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করতে হবে। তাতে আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ, বয়স, ঠিকানা, জন্ম তারিখ, বৈধ ও সক্রিয় ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
৪) এরপর এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে লাগিয়ে নিজস্ব সই করতে হবে।
৫) প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে জেরক্স বের করে তাতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
৬) সবশেষে নথিপত্রগুলি ও আবেদন ফি হিসেবে ১০০০ টাকা সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে Concerned Sub-Division Controller এর অফিসে স্পীড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
রেশন ডিলার পদে আবেদনে প্রয়োজনীয় নথিপত্রগুলি-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্রগুলি-
১) বয়সের প্রমাণপত্র।
২) বাসিন্দার প্রমানপত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) রেশন কার্ড স্ক্যান করা।
৩) প্যান কার্ড স্ক্যান করা।
৪) জাতিগত সংসাপত্র স্ক্যান করা (যদি থাকে)।
৫) পূর্বে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে) স্ক্যান করা।
৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৭) আবেদনকারীর সই স্ক্যান করা।
অন্যদিকে অফলাইনের মাধ্যমে আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্রগুলি-
১) বয়সের প্রমাণপত্র।
২) বাসিন্দার প্রমানপত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) প্যান কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) জাতিগত সংসাপত্র (যদি থাকে) এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) পূর্বে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে), এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৭) আবেদনকারীর সই এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
নিয়োগ পদ্ধতি- এই পদে নিয়োগের জন্য আবেদনকারীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনপত্র জমা পড়ার পর অ্যাকাডেমিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। তারপর তাদেরকে ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। যারা উত্তীর্ণ হবেন, তাদের ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর ও অ্যাকাডেমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে যোগ্যতা অনুসারে একটি তালিকা তৈরী করা হবে।পরে সেই তালিকা প্রকাশ করা হবে। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এরপর যারা উত্তীর্ণ হবেন, বাড়িতে বাড়িতে স্পীড পোস্টের মাধ্যমে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হবে।
উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, আবেদনের পদ্ধতি দেখে নিন।
রেশন ডিলার পদে আবেদনের শেষ তারিখ- আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। এখনও পর্যন্ত শেষ তারিখ জানা যায়নি।
বিজ্ঞপ্তি-
https://www.exambangla.com/wp-content/assets/2023/02/ration-.pdf
অফিশিয়াল ওয়েবসাইট লিংক-
https://food.wb.gov.in
চাকরি সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Bikram nagar,Heria, Purba Medinipur, West Bengal,-721430
Heria, Bikram nagar,Purba Medinipur, West Bengal ,-721430
I like it
Dakshin khayer bari
Villg- Bamaria p.o- Khirpai p.s- Chindrakona distick- Paschim medinipur pin-721232 mb- 9635759785
G polt.uttar sitaram pur.south 24 pargana
I want a job that I can do for a few reasons